ETV Bharat / state

6 দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-জল পরিষেবা, তমলুকে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

author img

By

Published : May 26, 2020, 1:18 PM IST

আমফানের ছয়দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও জল পরিষেবা । তাই আজ জল ও বিদ্যুতের দাবিতে হলদিয়া-মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।

Road block
তমলুকে রাস্তা অবরোধ

তমলুক, 26 মে : ছয়দিন পরও বিদ্যুৎ ও জল পরিষেবা স্বাভাবিক হয়নি তমলুকের বিস্তীর্ণ এলাকায় । তাই আজ জল ও বিদ্যুতের দাবিতে হলদিয়া-মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

আমফানের দাপটে দক্ষিণবঙ্গের সবথেকে ক্ষতিগ্রস্ত জেলারগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর । প্রায় আড়াই লাখ কাঁচাবাড়ি ভেঙে গেছে । প্রায় সব জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি । এরপর ছয়দিন কেটে গেলেও তমলুকের বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ ও জল পরিষেবা । কিছু কিছু জায়গায় মানুষ নিজেদের টাকায় জেনারেটর ভাড়া করে জল তুললেও সেই পরিষেবা সবসময় পাওয়া যাচ্ছে না । তাই আজ হলদিয়া-মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তমলুকের গৌরাঙ্গপুর, কাকগেছিয়া, নোকিবসান গ্রামের বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা আহেদ আলি জানান, "ঝড়ের পর থেকে অনেকগুলি দিন কেটে গেছে । এখনও পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি প্রশাসন । বিদ্যুৎ না থাকায় আমরা জল পাচ্ছি না । খুব কষ্টে রয়েছি । আমরা চাই, দ্রুত প্রশাসন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে জলের সমস্যা থেকে আমাদের মুক্তি দিক ।"

জাতীয় সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল । ফলে যানজট তৈরি হয় । সেই সময় খবর পেয়ে সেখানে পৌঁছায় তমলুক থানার পুলিশ । প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।

তমলুক, 26 মে : ছয়দিন পরও বিদ্যুৎ ও জল পরিষেবা স্বাভাবিক হয়নি তমলুকের বিস্তীর্ণ এলাকায় । তাই আজ জল ও বিদ্যুতের দাবিতে হলদিয়া-মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

আমফানের দাপটে দক্ষিণবঙ্গের সবথেকে ক্ষতিগ্রস্ত জেলারগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর । প্রায় আড়াই লাখ কাঁচাবাড়ি ভেঙে গেছে । প্রায় সব জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি । এরপর ছয়দিন কেটে গেলেও তমলুকের বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ ও জল পরিষেবা । কিছু কিছু জায়গায় মানুষ নিজেদের টাকায় জেনারেটর ভাড়া করে জল তুললেও সেই পরিষেবা সবসময় পাওয়া যাচ্ছে না । তাই আজ হলদিয়া-মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তমলুকের গৌরাঙ্গপুর, কাকগেছিয়া, নোকিবসান গ্রামের বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা আহেদ আলি জানান, "ঝড়ের পর থেকে অনেকগুলি দিন কেটে গেছে । এখনও পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি প্রশাসন । বিদ্যুৎ না থাকায় আমরা জল পাচ্ছি না । খুব কষ্টে রয়েছি । আমরা চাই, দ্রুত প্রশাসন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে জলের সমস্যা থেকে আমাদের মুক্তি দিক ।"

জাতীয় সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল । ফলে যানজট তৈরি হয় । সেই সময় খবর পেয়ে সেখানে পৌঁছায় তমলুক থানার পুলিশ । প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.