কোলাঘাট, 2 জুন : হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের ।আজ সকালে মেচেদার শান্তিপুর এলাকায় 11,000 ভোল্টের একটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর মহম্মদ (36) । ঘটনাস্থানে তাঁঁর মৃত্যু হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘূর্ণিঝড় আমফানের জেরে হাইভোল্টেজ তার আগে থেকেই ঝুলে ছিল । আজ সেটি নুরের ওপর ছিঁড়ে পড়ে । ঘটনার পর মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন । পরে পুলিশ এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করে ।
কোলাঘাট থানার শান্তিপুরে শেখ সামিউল রহমানের বাড়িতে আজ সকালে জলের লাইনের কাজ করছিলেন নূর মহম্মদ ও তাঁঁর সহকারী । বাড়ির তিনতলার ছাদে কাজ করার সময় তাঁঁর উপর 11000 ভোল্টের তার ছিঁড়ে পড়ে । তারের সংস্পর্শে এসে ঝলসে যান নুর । ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁঁর । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমফানের জেরে হাইভোল্টেজ তার অনেকদিন থেকেই ঝুলে পড়ে রয়েছে । একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালেও সমস্যার সমাধান হয়নি । বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের । ঘটনার পর বিক্ষোভ দেখান এলাকাবাসী । পরে পুলিশ এসে বিদ্যুৎ দপ্তরে খবর দেয় । বিদ্যুৎ দপ্তর থেকে ঘটনাস্থথানে এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করা হয় ।
স্থানীয় বাসিন্দা শেখ সুলতান আলি অভিযোগ করেন, “ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ওই তার দ্রুত সারানো উচিত ছিল । বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্য আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল ।”
এই বিষয়ে কোলাঘাট থানার OC রাজকুমার দেবনাথ জানিয়েছেন, “বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মৃতদেহ উদ্ধার করা হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঝড়ের ফলে ঝুলে থাকা হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।”