ETV Bharat / state

দরিদ্র পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য স্কুলের শিক্ষক-শিক্ষিকার - Kolaghat

কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি পি কে হাইস্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকার উদ্যোগে স্কুলের 65 জন দুস্থ ছাত্রছাত্রীর পরিবারের হাতে আজ 1000 টাকা করে তুলে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50000 টাকা দান করেন ৷

kolaghat
অভিভাবকের হাতে ১০০০টাকা করে তুলে দিলেন শিক্ষক শিক্ষিকারা
author img

By

Published : Mar 30, 2020, 10:07 PM IST

কোলাঘাট , ৩০ মার্চ : লকডাউনের জেরে দুস্থ পরিবারের স্কুল পড়ুয়ারা রয়েছে খাদ্যসংকটে । সে কথা ভুলে যাননি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । আর তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি পি কে হাইস্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিজেরাই 65 জন দুস্থ ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে 1000 টাকা করে তুলে দিলেন । শুধু তাই নয় , এইদিন কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতেও তাঁরা তুলে দেন 50 হাজার টাকা ৷ এই টাকা তাঁরা মুখ্যমন্ত্রীর কোরোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান করে । স্কুলের দুস্থ পড়ুয়া থেকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোয় শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানিয়েছে ব্লক প্রশাসন ।

সোমবার, দুপুর নাগাদ স্কুলের বারান্দাতেই আয়োজন করা হয় ছোটো একটি অনুষ্ঠানের । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়াদের দরিদ্র অভিভাবক অভিভাবিকারা । অনুষ্ঠানের শুরুতে 65 জন দরিদ্র ছাত্রছাত্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় 1000 টাকা, বিস্কুটের প্যাকেট, সাবান ও একটি করে গোলাপ ফুল । পরে মঞ্চ থেকে কোলাঘাট ব্লকের BDO মদনমোহন মণ্ডলের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তুলে দেওয়া হয় 50 হাজার টাকা । স্কুলের প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে পুরো টাকাই দান করেছেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, "বিদ্যালয়ের অনেক পড়ুয়ার অভিভাবকরাই দিন আনে দিন খায় । বর্তমান পরিস্থিতিতে তাদের সমস্ত কাজ বন্ধ ৷ রোজগার নেই । আমাদের সন্তানসম ছাত্ররা ও তাদের পরিবার কীভাবে দিন কাটাবে , সেই চিন্তায় ছিলাম ৷ তাই তাদের কষ্টের কথা ভেবেই শিক্ষকদের সাথে আলোচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এছাড়াও মুখ্যমন্ত্রীর কোরোনা মোকাবিলার জন্য তাঁর ত্রাণ তাহবিলে 50000 টাকা তুলে দেওয়া হয়েছে । বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলেই খুশি ।"

অন্যদিকে , কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মণ্ডল জানিয়েছেন, বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই রকম সংকটজনক পরিস্থিতিতে এই উদ্যোগ সর্বত্র প্রয়োজন ৷

কোলাঘাট , ৩০ মার্চ : লকডাউনের জেরে দুস্থ পরিবারের স্কুল পড়ুয়ারা রয়েছে খাদ্যসংকটে । সে কথা ভুলে যাননি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । আর তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি পি কে হাইস্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিজেরাই 65 জন দুস্থ ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে 1000 টাকা করে তুলে দিলেন । শুধু তাই নয় , এইদিন কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতেও তাঁরা তুলে দেন 50 হাজার টাকা ৷ এই টাকা তাঁরা মুখ্যমন্ত্রীর কোরোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান করে । স্কুলের দুস্থ পড়ুয়া থেকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোয় শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানিয়েছে ব্লক প্রশাসন ।

সোমবার, দুপুর নাগাদ স্কুলের বারান্দাতেই আয়োজন করা হয় ছোটো একটি অনুষ্ঠানের । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়াদের দরিদ্র অভিভাবক অভিভাবিকারা । অনুষ্ঠানের শুরুতে 65 জন দরিদ্র ছাত্রছাত্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় 1000 টাকা, বিস্কুটের প্যাকেট, সাবান ও একটি করে গোলাপ ফুল । পরে মঞ্চ থেকে কোলাঘাট ব্লকের BDO মদনমোহন মণ্ডলের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তুলে দেওয়া হয় 50 হাজার টাকা । স্কুলের প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে পুরো টাকাই দান করেছেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, "বিদ্যালয়ের অনেক পড়ুয়ার অভিভাবকরাই দিন আনে দিন খায় । বর্তমান পরিস্থিতিতে তাদের সমস্ত কাজ বন্ধ ৷ রোজগার নেই । আমাদের সন্তানসম ছাত্ররা ও তাদের পরিবার কীভাবে দিন কাটাবে , সেই চিন্তায় ছিলাম ৷ তাই তাদের কষ্টের কথা ভেবেই শিক্ষকদের সাথে আলোচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এছাড়াও মুখ্যমন্ত্রীর কোরোনা মোকাবিলার জন্য তাঁর ত্রাণ তাহবিলে 50000 টাকা তুলে দেওয়া হয়েছে । বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলেই খুশি ।"

অন্যদিকে , কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মণ্ডল জানিয়েছেন, বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই রকম সংকটজনক পরিস্থিতিতে এই উদ্যোগ সর্বত্র প্রয়োজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.