খেজুরি, 31 জুলাই : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার 1 নং ব্লকে তৃণমূলের দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ । বুধবার রাতে ঘটনাটি ঘটে এবং গতকাল সন্ধ্যাবেলা BJP কর্মীরা এই ঘটনাটি খেজুরি থানার OC , হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের আধিকারিক ও কাঁথি মহকুমা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে । এই ঘটনার বিরুদ্ধে আজ খেজুরিতে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে জেলা BJP।
হেঁড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্ৰামের BJP শক্তি কেন্দ্রের প্রমুখ প্রদীপ দাস বজবজিয়া গ্ৰামের বুথ সভাপতি কার্তিক পালের বাড়ি থেকে ফেরার সময় আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় । সঙ্গে ছিলেন BJP-র মণ্ডল সভাপতি অরুণাভ সামন্ত ও জেলার যুব নেতা সুশোভন জানা । হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা দীপক সাউ, দিলীপ সাউ এর উপর লাঠি, ভজালি নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। শক্তি কেন্দ্রের প্রমুখ প্রদীপ দাসের কানের গোড়ায় ভজালির কোপ মারা হয়। বাকি দুই জনকে লাঠি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় BJP-র জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই । ঘটনা স্থল থেকে আহত কর্মীদের উদ্ধার করে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করান হয়।
বিষয়়়টি নিয়ে BJP -র কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক তাপসকুমার দোলই বলেন, খেজুরিতে তৃণমূলের নেতা কর্মীরা কোরোনার আতঙ্কের মতো এখন পাপের আতঙ্কে ভুগছেন । এখানে তৃণমূলের জমিদারী শেষ হতে বসেছে । সাধারণ মানুষ এখন তৃণমূলের জঘন্য বর্বর নোংরা রাজনীতির সঙ্গে না থেকে মানুষ এখন BJP- র পতাকার তলে এসেছে । তাই এই চালচোর তৃণমূল নেতারা এলাকায় নিজেদের গ্ৰহণ যোগ্যতা হারাচ্ছে । খেজুরির মাটি সংগ্ৰামের মাটি । এই মাটিতে BJP প্রস্তুত । যতই আঘাত আনুক তৃণমূল । খেজুরিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে BJP ।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, “লকডাউন থাকা সত্ত্বেও BJP-র লোকেরা বহিরাগতদের নিয়ে বিশাল একটি সভা করার চেষ্টা করছিল । আমাদের গ্রামের লোকেরা প্রশ্ন করলে, BJP-র লোকেরা বেদম মারধর করে । এখনও পর্যন্ত তারা হাসপাতালে ভরতি । এইভাবে নিজেরা ইচ্ছে করে গোষ্ঠীদ্বন্দ্ব পাকিয়ে BJP একটি ঝামেলা তৈরি করতে চাইছে । যাতে পূর্ব মেদিনীপুর জেলায় তারা মাটি খুঁজে পায় । কিন্তু তারা জানে না, এটা শুভেন্দু অধিকারীর মাটি । এই মাটিতে কোনও দিনও পদ্ম ফুটবে না ।”