ETV Bharat / state

লকডাউন না মেনে রাস্তায় বেরিয়ে কাঁথিতে আটক 7

গতকাল বিকেল পাঁচটার পর থেকে জারি হয়েছে লকডাউন। কিন্তু বিকেল পাঁচটার পরও স্বাভাবিক বাজারহাটের ছবি দেখা গেল কাঁথি শহর ও শহরতলিতে । তারপর প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করে জানানো হয়।

kanthi
আটক ৭
author img

By

Published : Mar 24, 2020, 11:01 AM IST

Updated : Mar 24, 2020, 11:29 AM IST

কাঁথি , 24 মার্চ: লকডাউন অমান্য করায় সাত জনকে আটক করল কাঁথি থানার পুলিশ । আটক করা হয় কয়েকটি মোটরবাইকও ৷

কোরোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার গতকাল বিকেল পাঁচটার পর থেকে লকডাউনের নির্দেশ জারি করেছে । কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও কাঁথি শহর ও শহরতলিতে স্বাভাবিক বাজার হাটের ছবিই দেখা যায় । প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হয় লকডাউনের নির্দেশ ।

লকডাউন না মানায় কাঁথিতে চলছে পুলিশি ধরপাকড়

মাইকে ঘোষণা হওয়ার পরও দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে মানুষজনকে চায়ের দোকানে বসে আড্ডা দিতে । এই অবস্থায় কাঁথি মহাকুমা শাসক ও মহাকুমা পুলিশ সুপারের উদ্যোগে গতকাল রাত থেকেই ধরপাকড় শুরু হয় বেশ কিছু জায়গাতে । রাস্তায় মোটরসাইকেল, গাড়ি আটকে চেকিং করা হয় এবং তাদের আটক করে নিয়ে আসা হয় থানাতে ।

কাঁথির মহকুমা শাসক সুরিৎ ভট্টাচার্য বলেন, ‘‘সরকারি নির্দেশ মেনে আমরা এই অভিযান চালাচ্ছি । আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে সরকারের নির্দেশ মানুন । যদি না মানেন, তাহলে বিপদ হয়ে দাঁড়াবে দেশের পক্ষে ।’’

কোরোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষ যাতে লকডাউন মেনে চলে, সেই জন্য এ ধরনের অভিযান চালানো হবে কয়েকদিন ধরে ।

কাঁথি , 24 মার্চ: লকডাউন অমান্য করায় সাত জনকে আটক করল কাঁথি থানার পুলিশ । আটক করা হয় কয়েকটি মোটরবাইকও ৷

কোরোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার গতকাল বিকেল পাঁচটার পর থেকে লকডাউনের নির্দেশ জারি করেছে । কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও কাঁথি শহর ও শহরতলিতে স্বাভাবিক বাজার হাটের ছবিই দেখা যায় । প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হয় লকডাউনের নির্দেশ ।

লকডাউন না মানায় কাঁথিতে চলছে পুলিশি ধরপাকড়

মাইকে ঘোষণা হওয়ার পরও দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে মানুষজনকে চায়ের দোকানে বসে আড্ডা দিতে । এই অবস্থায় কাঁথি মহাকুমা শাসক ও মহাকুমা পুলিশ সুপারের উদ্যোগে গতকাল রাত থেকেই ধরপাকড় শুরু হয় বেশ কিছু জায়গাতে । রাস্তায় মোটরসাইকেল, গাড়ি আটকে চেকিং করা হয় এবং তাদের আটক করে নিয়ে আসা হয় থানাতে ।

কাঁথির মহকুমা শাসক সুরিৎ ভট্টাচার্য বলেন, ‘‘সরকারি নির্দেশ মেনে আমরা এই অভিযান চালাচ্ছি । আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে সরকারের নির্দেশ মানুন । যদি না মানেন, তাহলে বিপদ হয়ে দাঁড়াবে দেশের পক্ষে ।’’

কোরোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষ যাতে লকডাউন মেনে চলে, সেই জন্য এ ধরনের অভিযান চালানো হবে কয়েকদিন ধরে ।

Last Updated : Mar 24, 2020, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.