পাঁশকুড়া, 27 অগাস্ট : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই ৷ মঙ্গলবার থেকে ফের জেলাজুড়ে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে । একটানা বৃষ্টির কারণে জেলার কংসাবতী ও চন্ডিয়া নদীর জলস্তর ফের বেড়েছে । বর্তমানে কংসাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে । অপরদিকে চন্ডিয়া নদীর জলস্তর বাড়ায় ময়না ব্লকের দোনাচক, মগরা, পরমানন্দপুর ও জায়গিরচক এলাকায় বাঁধে ধস নেমেছে ।
প্রশাসনের পক্ষ থেকে সেই মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে । টানা বর্ষণের ফলে পাঁশকুড়া পৌরসভার 8 , 9 ও 10 নম্বর ওয়ার্ডের কিছু অংশ জলমগ্ন অবস্থায় রয়েছে। ড্রেন পরিস্কার করার মাধ্যমে সেই জমা জল সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।