পটাশপুর, 19 মার্চ : তৃণমূল ছেড়ে BJPতে যোগদানের মাশুল দিতে হল এক কৃষককে । কীটনাশক দিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল ৷ এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের ছাড়াদিঘি গ্রামে ।
ছাড়াদিঘি গ্রামের শ্যামাপদ সাঁতরা গত এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন । তার ঠিক এক সপ্তাহ পরে তিনি লক্ষ্য করেন, সবার জমির ধানগাছ সবুজ আছে । কিন্তু তার ধান গাছগুলি শুকিয়ে যেতে শুরু করেছে । তখন উনি আর সব কৃষকদের সঙ্গে আলোচনা করেন । কেন তার জমি শুকিয়ে যাচ্ছে? পরে উনি জানতে পারেন, যে তার জমিতে জঙ্গল সাফ করার ওষুধ দিয়েছে । ক্ষতিগ্রস্ত চাষি শ্যামাপদ সাঁতরা বলেন, ‘‘তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করাতেই তৃণমূলের দুষ্কৃতীরা তার ধানজমিতে জঙ্গল সাফ করার ওষুধ দিয়ে দিয়েছেন । আমার প্রতি প্রতিশোধ নিতে বা আমাকে জব্দ করতে এই সব কাজ করছে শাসক দল তৃণমূল । এই মর্মে আমি গত 16 তারিখে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি ।’’
স্থানীয় BJP নেতা শংকরপ্রসাদ ভঞ্জ বলেন , শ্যামাপদ সাঁতরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করার পর থেকে ওকে শাসক দলের লোকেরা ধমক দিচ্ছিল । আমার বিশ্বাস যারা ধমক দিচ্ছিল তারাই এই সব কাণ্ড ঘটিয়েছে ৷ এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রামপঞ্চায়েতের প্রধান প্রভুরাম দাস বলেন, ‘‘আপনাদের মুখ থেকে এই প্রথম আমি শুনলাম যে চাষের জমিতে কেউ জঙ্গল সাফ করার ওষুধ দিয়েছে । আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে ঘটনা কতটা সত্য । কোন কৃষকের ফসল নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না । আর এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই । আমাকে যদি সেই কৃষক অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখব ।’’