কাঁথি, 25 এপ্রিল : রমজ়ান মাস শুরু হয়েছে ৷ কিন্তু কোরোনার সামগ্রিক পরিস্থিতিতে সমস্ত মসজ়িদে কোনওরকম প্রার্থনা ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কাঁথির ইমাম তাই বাড়ি থেকে নমাজ় পড়ার অনুরোধ জানালেন ৷
মসজিদ নয়, বাড়ি থেকে নমাজ় পড়ার অনুরোধ জানালেন কাঁথির ইমাম ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ তাই যেকোনও ধর্মীয় স্থানে প্রার্থনা বা জমায়েত করতে নিষেধ করেছে কেন্দ্র তথা রাজ্য সরকার ৷
এই পরিস্থিতিতে ইমাম পবিত্র রমজ়ান মাসে বাড়িতে নমাজ় পড়তে অনুরোধ জানালেন ৷ তবে মুয়াজ্জি বা মসজিদে ইমাম ও তাঁর সঙ্গে তিন-চারজন থাকতে পারবেন ৷