তমলুক, 8 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের হিড়িক ৷ একাধিক বিধায়ক থেকে শুরু করে দলীয় নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার ভাঙন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ৷
আজ তমলুক শহরে তৃণমূলের কর্মীসভায় 194 জন নেতা-কর্মীদের নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা বর্তমান তমলুক নগর মণ্ডলের সম্পাদক দেবশ্রী মাইতি তৃণমূলে যোগ দেন । আজকের এই কর্মিসভায় মন্ত্রী সৌমেন মহাপাত্র ও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।
তৃণমূলে যোগ দিয়ে দেবশ্রী মাইতি জানান, বিজেপিতে নিচুতলার কর্মীদের প্রাধান্য না দেওয়ার জন্যই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ।
এর পাশাপাশি আজ তমলুক পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকেও বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন ৷ আজ মোট 723 জন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন ৷
আরও পড়ুন : Tanmay Ghosh-Biswajit Das : তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায় বিজেপি