ETV Bharat / state

Telia Bhola Fish : দিঘায় জালে মানুষ সমান তেলিয়া ভোলা, বিকোল 13 লক্ষ টাকায়

দিঘায় মৎস্যজীবীর জালে উঠল 55 কিলো ওজনের তেলিয়া ভোলা (Telia Bhola worth around 13 lakh) ৷ 13 লক্ষ টাকায় মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা ।

author img

By

Published : Jun 26, 2022, 10:48 PM IST

Updated : Jun 27, 2022, 10:34 AM IST

Telia Vola Fish news
13 লক্ষ টাকার তেলিয়া ভোলা

দিঘা, 26 জুন : দিঘায় মিলল 55 কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ । পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা । এখানেই এদিন 13 লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে মাছটি । টানা তিন ঘণ্টা দরদামের পর 26 হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা (Telia Bhola worth around 13 lakh sold in Digha) ।

জানা গিয়েছে, এই তেলিয়া ভোলার পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে । সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ । ব্যবসায়ীরা বলেন, "এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে । তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় ।" দক্ষিণ 24 পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায় ।

দিঘায় জালে মানুষ সমান তেলিয়া ভোলা

আরও পড়ুন : ঝড়খালিতে মৎস্যজীবীদের জালে দেড়শো কুইন্টাল তেলিয়া ভোলা !

মাছটির মোট ওজন প্রায় 55 কেজি । বল্লম (কেজিতে 5 শতাংশ অতিরিক্ত ওজন) এবং ডিমের জন্য 5 কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় 50 কেজি । আড়তদার কার্তিক বেরা বলেন, "এই মাছটি স্ত্রী ছিল । পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম । 6 দিন আগে পুরুষ 30 কেজি ওজনের একটি তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল 9 লক্ষ টাকায় ।" দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকর্তা ও স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা বলেন, "এই মাছ বছরে 2 থেকে 4টি ওঠে । যার জালে জড়ায় তাঁরই কপাল খুলে যায় ।"

দিঘা, 26 জুন : দিঘায় মিলল 55 কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ । পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা । এখানেই এদিন 13 লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে মাছটি । টানা তিন ঘণ্টা দরদামের পর 26 হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা (Telia Bhola worth around 13 lakh sold in Digha) ।

জানা গিয়েছে, এই তেলিয়া ভোলার পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে । সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ । ব্যবসায়ীরা বলেন, "এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে । তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় ।" দক্ষিণ 24 পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায় ।

দিঘায় জালে মানুষ সমান তেলিয়া ভোলা

আরও পড়ুন : ঝড়খালিতে মৎস্যজীবীদের জালে দেড়শো কুইন্টাল তেলিয়া ভোলা !

মাছটির মোট ওজন প্রায় 55 কেজি । বল্লম (কেজিতে 5 শতাংশ অতিরিক্ত ওজন) এবং ডিমের জন্য 5 কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় 50 কেজি । আড়তদার কার্তিক বেরা বলেন, "এই মাছটি স্ত্রী ছিল । পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম । 6 দিন আগে পুরুষ 30 কেজি ওজনের একটি তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল 9 লক্ষ টাকায় ।" দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকর্তা ও স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা বলেন, "এই মাছ বছরে 2 থেকে 4টি ওঠে । যার জালে জড়ায় তাঁরই কপাল খুলে যায় ।"

Last Updated : Jun 27, 2022, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.