ETV Bharat / state

মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, নিখোঁজ 3 - দিঘা

শংকরপুর থেকে যন্ত্রচালিত ট্রলার করে মাছ ধরতে বেরিয়ে ছিলেন ছয়জন মৎস্যজীবী ৷ সমুদ্রে ট্রলার বিকল হয়ে যায় ৷ স্রোতের ধাক্কায় ফুটো হয়ে ডুবে যায় ট্রেলারটি ৷ ট্রলারের ছয়জন মৎস্যজীবী বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দেন ৷ ভেসে থাকার জন্য তাঁরা সঙ্গে নিয়েছিলেন তেলের ব্যারেল ও বাঁশ ৷ তাঁদের মধ্যে উদ্ধার হন তিনজন ৷

উদ্ধার তিন
author img

By

Published : Sep 9, 2019, 12:43 PM IST

শংকরপুর, 9 সেপ্টেম্বর: মাঝ সমুদ্রে ট্রলার ডুবি । শংকরপুর থেকে দশ নটিকাল মাইল দূরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন তিন মৎস্যজীবী । তেলের খালি ব্যারেল এবং বাঁশ আঁকড়ে রক্ষা পান অপর তিন মৎস্যজীবী । দিঘার ক্ষণিকা ঘাট থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ । যাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাঁদের জন্য তল্লাশি শুরু হয়েছে ৷

শংকরপুর থেকে যন্ত্রচালিত ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন ছয়জন মৎস্যজীবী ৷ সমুদ্রে ট্রলারটি বিকল হয়ে যায় ৷ স্রোতের ধাক্কায় ফুটো হয়ে ডুবে যায় ট্রেলারটি ৷ ট্রলারের ছয়জন মৎস্যজীবী বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দেন ৷ ভেসে থাকার জন্য তাঁরা সঙ্গে নিয়েছিলেন তেলের খালি ব্যারেল ও বাঁশ ৷ তাঁদের মধ্যে উদ্ধার হন তিনজন ৷
তাঁদের নাম শুকদেব মণ্ডল (মাঝি), বিকাশ দাস ও নন্দকুমার নন্দ ৷ শুকদেবের বাড়ি ভূপতিনগরে ৷ বিকাশ ও নন্দকুমার উত্তর দিহিবার বাসিন্দা ৷ বাকিদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে ৷

শুকদেব মণ্ডল বলেন, "গতকাল ভোর রাত থেকে শঙ্করপুর থেকে দশ নটিকাল মাইল দূরে বিকল হয়ে যায় ট্রলারটি । বহু চেষ্টা করেছি ট্রলারটিকে পাড়ে নিয়ে আসতে । কিন্তু পেরে উঠতে না পারায় বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দিই ৷ কোনওরকমে তেলের খালি ব্যারেল এবং বাঁশ আঁকড়ে আমরা পাড়ে আসি । দিঘা থানার পুলিশ আমাদের উদ্ধার করে ৷ বাকি তিনজন মৎস্যজীবী এখনও নিখোঁজ ৷"

শংকরপুর, 9 সেপ্টেম্বর: মাঝ সমুদ্রে ট্রলার ডুবি । শংকরপুর থেকে দশ নটিকাল মাইল দূরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন তিন মৎস্যজীবী । তেলের খালি ব্যারেল এবং বাঁশ আঁকড়ে রক্ষা পান অপর তিন মৎস্যজীবী । দিঘার ক্ষণিকা ঘাট থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ । যাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাঁদের জন্য তল্লাশি শুরু হয়েছে ৷

শংকরপুর থেকে যন্ত্রচালিত ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন ছয়জন মৎস্যজীবী ৷ সমুদ্রে ট্রলারটি বিকল হয়ে যায় ৷ স্রোতের ধাক্কায় ফুটো হয়ে ডুবে যায় ট্রেলারটি ৷ ট্রলারের ছয়জন মৎস্যজীবী বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দেন ৷ ভেসে থাকার জন্য তাঁরা সঙ্গে নিয়েছিলেন তেলের খালি ব্যারেল ও বাঁশ ৷ তাঁদের মধ্যে উদ্ধার হন তিনজন ৷
তাঁদের নাম শুকদেব মণ্ডল (মাঝি), বিকাশ দাস ও নন্দকুমার নন্দ ৷ শুকদেবের বাড়ি ভূপতিনগরে ৷ বিকাশ ও নন্দকুমার উত্তর দিহিবার বাসিন্দা ৷ বাকিদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে ৷

শুকদেব মণ্ডল বলেন, "গতকাল ভোর রাত থেকে শঙ্করপুর থেকে দশ নটিকাল মাইল দূরে বিকল হয়ে যায় ট্রলারটি । বহু চেষ্টা করেছি ট্রলারটিকে পাড়ে নিয়ে আসতে । কিন্তু পেরে উঠতে না পারায় বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দিই ৷ কোনওরকমে তেলের খালি ব্যারেল এবং বাঁশ আঁকড়ে আমরা পাড়ে আসি । দিঘা থানার পুলিশ আমাদের উদ্ধার করে ৷ বাকি তিনজন মৎস্যজীবী এখনও নিখোঁজ ৷"

Intro:মৎস্য শিকারে গিয়ে মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উদ্ধার তিন, নিখোঁজ তিন ।

শংকরপুর থেকে যন্ত্রচালিত ভুটভুটি লঞ্চে করে মাছ ধরতে বেরিয়ে ছিলেন ছয়জন মৎস্যজিবী । সমুদ্রে ভুটভুটি বিকল হয়ে যায় ।ভুটভুটি লঞ্চ সমুদ্রের জলের স্রোতের তোরে ফুটো হয়ে ডুবতে থাকে । ভুটভুটি তে থাকা ছয়জন মৎস্যজীবী সমুদ্রে তেলের ব্যারেল নিয়ে বাঁচার জন্য ঝাঁপ দেয় । কিন্তু দীঘার ক্ষণিকা ঘাটে এসে ঠেকেছে তিন জন মৎস্যজিবী । সুকদেব মন্ডল বলেন গতকাল ভোর রাত থেকে শঙ্করপুর থেকে দশ নটিক্যাল মাইল দূরে বিকল হয়ে যায় এই ভুটভুটি । বহু চেষ্টা করেছি ভুটভুটিকে পাড়ে নিয়ে আসতে । কিন্তু পেরে উঠতে না পারায় বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দেই, কোনরকমে তেলের খালি ব্যারেল এবং বাস আঁকড়ে তারা পাড়ে এসেছে । দীঘা থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । বাকি আরো তিনজন মৎস্যজীবীর এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নাম শুকদেব মন্ডল (মাঝি ) ভূপতিনগর বাড়ি ।বিকাশ দাস, উত্তর দিহিবার,কাঁথি। নন্দকুমার নন্দ উত্তর দিহিবার, কাঁথি।কোস্টাল থানার পুলিশ নিখোঁজদের তল্লাশি শুরু করেছে ।Body:মৎস্য শিকারে গিয়ে মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উদ্ধার তিন, নিখোঁজ তিন ।

শংকরপুর থেকে যন্ত্রচালিত ভুটভুটি লঞ্চে করে মাছ ধরতে বেরিয়ে ছিলেন ছয়জন মৎস্যজিবী । সমুদ্রে ভুটভুটি বিকল হয়ে যায় ।ভুটভুটি লঞ্চ সমুদ্রের জলের স্রোতের তোরে ফুটো হয়ে ডুবতে থাকে । ভুটভুটি তে থাকা ছয়জন মৎস্যজীবী সমুদ্রে তেলের ব্যারেল নিয়ে বাঁচার জন্য ঝাঁপ দেয় । কিন্তু দীঘার ক্ষণিকা ঘাটে এসে ঠেকেছে তিন জন মৎস্যজিবী । সুকদেব মন্ডল বলেন গতকাল ভোর রাত থেকে শঙ্করপুর থেকে দশ নটিক্যাল মাইল দূরে বিকল হয়ে যায় এই ভুটভুটি । বহু চেষ্টা করেছি ভুটভুটিকে পাড়ে নিয়ে আসতে । কিন্তু পেরে উঠতে না পারায় বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দেই, কোনরকমে তেলের খালি ব্যারেল এবং বাস আঁকড়ে তারা পাড়ে এসেছে । দীঘা থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । বাকি আরো তিনজন মৎস্যজীবীর এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নাম শুকদেব মন্ডল (মাঝি ) ভূপতিনগর বাড়ি ।বিকাশ দাস, উত্তর দিহিবার,কাঁথি। নন্দকুমার নন্দ উত্তর দিহিবার, কাঁথি।কোস্টাল থানার পুলিশ নিখোঁজদের তল্লাশি শুরু করেছে ।Conclusion:মৎস্য শিকারে গিয়ে মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উদ্ধার তিন, নিখোঁজ তিন ।

শংকরপুর থেকে যন্ত্রচালিত ভুটভুটি লঞ্চে করে মাছ ধরতে বেরিয়ে ছিলেন ছয়জন মৎস্যজিবী । সমুদ্রে ভুটভুটি বিকল হয়ে যায় ।ভুটভুটি লঞ্চ সমুদ্রের জলের স্রোতের তোরে ফুটো হয়ে ডুবতে থাকে । ভুটভুটি তে থাকা ছয়জন মৎস্যজীবী সমুদ্রে তেলের ব্যারেল নিয়ে বাঁচার জন্য ঝাঁপ দেয় । কিন্তু দীঘার ক্ষণিকা ঘাটে এসে ঠেকেছে তিন জন মৎস্যজিবী । সুকদেব মন্ডল বলেন গতকাল ভোর রাত থেকে শঙ্করপুর থেকে দশ নটিক্যাল মাইল দূরে বিকল হয়ে যায় এই ভুটভুটি । বহু চেষ্টা করেছি ভুটভুটিকে পাড়ে নিয়ে আসতে । কিন্তু পেরে উঠতে না পারায় বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দেই, কোনরকমে তেলের খালি ব্যারেল এবং বাস আঁকড়ে তারা পাড়ে এসেছে । দীঘা থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । বাকি আরো তিনজন মৎস্যজীবীর এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নাম শুকদেব মন্ডল (মাঝি ) ভূপতিনগর বাড়ি ।বিকাশ দাস, উত্তর দিহিবার,কাঁথি। নন্দকুমার নন্দ উত্তর দিহিবার, কাঁথি।কোস্টাল থানার পুলিশ নিখোঁজদের তল্লাশি শুরু করেছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.