হলদিয়া, ১২ মার্চ : হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের 1 নম্বর গেট সংলগ্ন প্লান্টে আগুন । তড়িঘড়ি দমকলের চারটি পৌঁছায় ঘটনাস্থানে । 20 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।
প্লান্টে অপরিশোধিত তেল শোধনের কাজ চলছিল । দুপুর 1টা নাগাদ 1 নম্বর গেট সংলগ্ন প্লান্ট থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা । খবর দেওয়া হয় দমকলে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দমকল বিভাগ থেকে চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
এই বিষয়ে HR বিভাগের জেনেরাল ম্যানেজার এস এন ঝাঁ বলেন, "যান্ত্রিক গোলযোগের কারণে ধোঁয়া বের হয়েছিল । পাইপ লাইন থেকে তরল কেমিকেল বের হয়ে বাতাসের সংস্পর্শে আসে । একারণেই ধোঁয়া তৈরি হয় । তবে, 20 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে । বর্তমানে প্ল্যান্টের কাজ স্বাভাবিক ।"