কোলাঘাট, 17 মার্চ : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায় (Fire at Kolaghat Power Station) ৷ তাপবিদ্যুৎ কেন্দ্রের দমকলের তিনটি ইঞ্জিন পরিস্থিতি সামল দিচ্ছে । তবে হতাহতের কোনও খবর নেই ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর মজুত রাখা কয়লার গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ প্রাথমিকভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে । খবর দেওয়া হয়েছে তমলুক দমকল বিভাগে ৷ আরও ইঞ্জিন আসছে বলে জানা গিয়েছে ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলেই এমন ঘটনা ৷ তবে এদিন এমন ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হল তা এখনও জানা সম্ভব হয়নি । সংরক্ষিত এলাকায় এমন ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছে কর্মীরা । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
তবে সমগ্র ঘটনা কীভাবে ঘটল সেই সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেয়নি কর্তৃপক্ষ । ঘটনাস্থলে প্রবেশ নিষেধ করা হয়েছে । যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাটি মূল চুল্লি থেকে খানিকটা দূরে ৷
আরও পড়ুন : Kasba Fire : কসবায় বহুতলে আগুন, দমকলের 4 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে