কাঁথি, 24 ডিসেম্বর: গতকাল শুভেন্দুর দূর্গ কাঁথিতে তৃণমূল কংগ্রেসের জনসভা হয়েছিল। আজ নিজের দূর্গ রক্ষা করতে মাঠে নামলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর এই প্রথম নিজের শহরে শুভেন্দু অধিকারী বিজেপির জনসভা ও মিছিল কর্মসূচিতে অংশ নিলেন। বিজেপির এই জনসভা ও মিছিল কর্মসূচি ঘিরে মুড়ে ফেলা হয় কাঁথি শহরে বিজেপির ব্যানার ফেস্টুন। ব্যানারে দেখতে পাওয়া গেল শুভেন্দু অধিকারীর পায়ের নিচে সৌমিত্র খাঁ ও দিলীপ ঘোষের ছবি। এই নিয়ে বিতর্কে দেখা দিল। যদিও এই নিয়ে বিজেপির তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এদিন কাঁথির সভা থেকে আরও একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তার মুখে আবার তোলাবাজ ভাইপোর প্রসঙ্গ এসেছে। বুধবার কাঁথিতে তৃণমূলের সভায় ছিলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। তাঁদের উদ্দেশ্য করেও এদিন আক্রমণ করতে দেখা যায় শুভেন্দুকে। পুরনো বিভিন্ন রাজনৈতিক ঘটনা টেনে এনে সমলোচনায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনই বিজেপি জিতবে বলে এদিন জানিয়ে দিয়েছেন শুভেন্দু।