ETV Bharat / state

যশ-রোষে রোমান্টিক দিঘা যেন খণ্ডহর - সাইক্লোন পরবর্তী দিঘার রূপ

দিঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুর ৷ জায়গাগুলির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অবিরাম সমুদ্রের ঢেউ, গভীর ঝাউবন, লম্বা সমুদ্রতটে লাল কাঁকড়ার হেঁটে চলা ৷

digha
digha
author img

By

Published : May 26, 2021, 10:13 PM IST

Updated : May 26, 2021, 10:36 PM IST

দিঘা, 26 মে : ভেঙে চৌচির রঙিন টাইলস ৷ নীল-সাদা রংয়ের উপর কাদার ছিটে ৷ জলের তোড়ে অবশিষ্ট নেই প্রিয় মোমোর দোকানটা ৷ পার্কে বসার বেঞ্চগুলি ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ৷ বাঙালির ভালোবাসার শহর, রোমান্টিক জায়গা দিঘার বর্তমান রূপ এটাই ৷

একে ঘূর্ণিঝড় ৷ তায় পূর্ণিমার ভরা কোটাল ৷ দুইয়ে মিলে বুধবার ভোর থেকে সৈকত শহর দিঘার বুকে রীতিমতো তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় যশ ৷ গতকাল থেকে ফুঁসে উঠেছিল দিঘার সমুদ্র ৷ সমুদ্র পাড়ে আছড়ে পড়া জলোচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে ৷ একেকটা ঢেউ যেন উঁচু তালগাছগুলিকে ছুঁতে চাইছে ৷ দিঘাবাসীরা বলছেন, স্মরণকালে তারা দিঘার এমন ভয়ঙ্কর রূপ দেখেননি ৷

দিঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুর ৷ জায়গাগুলির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অবিরাম সমুদ্রের ঢেউ, গভীর ঝাউবন, লম্বা সমুদ্রতটে লাল কাঁকড়ার হেঁটে চলা ৷ ঠিক যতদূর চোখ যায় শুধু জল আর জল ৷ ক্লান্তিহীন, অবিরাম নিজের ছন্দে ভেসে আসছে একটার পর একটা ঢেউ ৷ জল আর আকাশ যেখানে মিশেছে অন্ধকার সরিয়ে ঠিক সেখান থেকে শুরু হয় ভোর ৷ আকাশ চিরে রক্তিম আবির ছড়িয়ে সকালের আগমন ৷ প্রিয়জনের কাঁধে মাথা এলিয়ে দীঘার সমুদ্রের পাড়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছে বহু বাঙালি ৷ শুধু কি সমুদ্র আর তার মনোরম রূপ ৷ সমুদ্রকে একপাশে রাখলে মন কাড়বে গভীর ঝাউবন, জঙ্গল ৷ ঢেউয়ের জলে পা ভিজিয়ে লম্বা সুমদ্রতট ধরে সেই ঝাউবনের দিকে চোখ রেখে প্রিয় মানুষটির হাতে হাত ধরে হেঁটে যাওয়া ৷ দিঘা, মন্দারমণি মানে বাঙালির নস্টালজিয়া ৷

আরও পড়ুন : যশে কতটা ক্ষতি দিঘা-সুন্দরবনের ? শুক্রে পরিদর্শনে মমতা

কিন্তু ঝড়ের পরবর্তী দিঘাকে দেখলে চেনা দিঘার সঙ্গে মেলানো কঠিন হবে ৷ জলে ভেসে গিয়েছে দিঘার সমুদ্র সৈকতের অধিকাংশ জায়গা ৷ রাজ্য সরকারের তরফে বহু অর্থ খরচ করে সাজানো হয়েছে দিঘা ৷ রংবেরঙের গাছ, মার্বেলস দিয়ে বাঁধানো বসার জায়গা ৷ ঝড়ে সেই মনোমুগ্ধকর দিঘা তছনছ হয়ে গিয়েছে ৷ সমুদ্রের পাড়ে বসানো বোল্ডার টপকে জল ঢুকেছে রাস্তার উপরে ৷ ডুবে গিয়েছে বাড়ির সামনে রাখা গাড়ি, মোটরবাইক ৷ হোটেলের ছাদ উড়ে গিয়ে ভয়ঙ্কর অবস্থা ৷ জল একটু নামতেই চারিদিকে ছড়ানো ছিটানো ধ্বংসের ছবি ৷

দিঘার গ্রাম এলাকারগুলির পরিস্থিতি আরও খারাপ ৷ গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷ 20 হাজার কাঁচাবাড়ি ভেঙেছে ৷ দিঘার বাসিন্দা বিষ্ণুপ্রসাদ পাহাড়ি জানাচ্ছেন, জ্ঞান হওয়ার পর দিঘার এমন ভয়ঙ্কর রূপ তাঁরা দেখেননি ৷ এলাকার ষাটোর্ধ্ব ব্যক্তিটিও দিঘার এমন বিধ্বংসী রূপ স্মরণে আনতে পারেননি ৷ মন্দারমনিতে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্য়ু হয়েছে 1 জনের ৷ সেভাবে প্রাণহানি না ঘটলেও সকলের পরিচিত দিঘা যেন আজ শ্মশানে পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : পরিচিত দিঘাকে আজ চেনা দায় !

সকাল থেকে বিভিন্ন খবরের চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ছবি দেখেছেন সাধারণ মানুষ ৷ সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সমুদ্র সুন্দরীর মন খারাপ করে দেওয়া ছবিতে ৷ করোনা পরিস্থিতিতে মানুষের মনে এমনিতেই হতাশা, উদ্বেগ ৷ মড়ার উপর খাাঁড়ার ঘায়ের মতো প্রকৃতির রোষে মনখারাপটা আরও জেঁকে বসেছে ৷ কারও মনে পড়ছে মাছভাজার দোকানগুলোর কথা ৷ চা, ঝালমুড়ি বিক্রেতার কথা ৷ ভেসে উঠছে ঝিনুকের গয়না বিক্রেতা মহিলাটির মুখ ৷ হোটেলের শ্যামবর্ণ ছেলেটার কথা...

দিঘা, 26 মে : ভেঙে চৌচির রঙিন টাইলস ৷ নীল-সাদা রংয়ের উপর কাদার ছিটে ৷ জলের তোড়ে অবশিষ্ট নেই প্রিয় মোমোর দোকানটা ৷ পার্কে বসার বেঞ্চগুলি ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ৷ বাঙালির ভালোবাসার শহর, রোমান্টিক জায়গা দিঘার বর্তমান রূপ এটাই ৷

একে ঘূর্ণিঝড় ৷ তায় পূর্ণিমার ভরা কোটাল ৷ দুইয়ে মিলে বুধবার ভোর থেকে সৈকত শহর দিঘার বুকে রীতিমতো তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় যশ ৷ গতকাল থেকে ফুঁসে উঠেছিল দিঘার সমুদ্র ৷ সমুদ্র পাড়ে আছড়ে পড়া জলোচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে ৷ একেকটা ঢেউ যেন উঁচু তালগাছগুলিকে ছুঁতে চাইছে ৷ দিঘাবাসীরা বলছেন, স্মরণকালে তারা দিঘার এমন ভয়ঙ্কর রূপ দেখেননি ৷

দিঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুর ৷ জায়গাগুলির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অবিরাম সমুদ্রের ঢেউ, গভীর ঝাউবন, লম্বা সমুদ্রতটে লাল কাঁকড়ার হেঁটে চলা ৷ ঠিক যতদূর চোখ যায় শুধু জল আর জল ৷ ক্লান্তিহীন, অবিরাম নিজের ছন্দে ভেসে আসছে একটার পর একটা ঢেউ ৷ জল আর আকাশ যেখানে মিশেছে অন্ধকার সরিয়ে ঠিক সেখান থেকে শুরু হয় ভোর ৷ আকাশ চিরে রক্তিম আবির ছড়িয়ে সকালের আগমন ৷ প্রিয়জনের কাঁধে মাথা এলিয়ে দীঘার সমুদ্রের পাড়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছে বহু বাঙালি ৷ শুধু কি সমুদ্র আর তার মনোরম রূপ ৷ সমুদ্রকে একপাশে রাখলে মন কাড়বে গভীর ঝাউবন, জঙ্গল ৷ ঢেউয়ের জলে পা ভিজিয়ে লম্বা সুমদ্রতট ধরে সেই ঝাউবনের দিকে চোখ রেখে প্রিয় মানুষটির হাতে হাত ধরে হেঁটে যাওয়া ৷ দিঘা, মন্দারমণি মানে বাঙালির নস্টালজিয়া ৷

আরও পড়ুন : যশে কতটা ক্ষতি দিঘা-সুন্দরবনের ? শুক্রে পরিদর্শনে মমতা

কিন্তু ঝড়ের পরবর্তী দিঘাকে দেখলে চেনা দিঘার সঙ্গে মেলানো কঠিন হবে ৷ জলে ভেসে গিয়েছে দিঘার সমুদ্র সৈকতের অধিকাংশ জায়গা ৷ রাজ্য সরকারের তরফে বহু অর্থ খরচ করে সাজানো হয়েছে দিঘা ৷ রংবেরঙের গাছ, মার্বেলস দিয়ে বাঁধানো বসার জায়গা ৷ ঝড়ে সেই মনোমুগ্ধকর দিঘা তছনছ হয়ে গিয়েছে ৷ সমুদ্রের পাড়ে বসানো বোল্ডার টপকে জল ঢুকেছে রাস্তার উপরে ৷ ডুবে গিয়েছে বাড়ির সামনে রাখা গাড়ি, মোটরবাইক ৷ হোটেলের ছাদ উড়ে গিয়ে ভয়ঙ্কর অবস্থা ৷ জল একটু নামতেই চারিদিকে ছড়ানো ছিটানো ধ্বংসের ছবি ৷

দিঘার গ্রাম এলাকারগুলির পরিস্থিতি আরও খারাপ ৷ গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷ 20 হাজার কাঁচাবাড়ি ভেঙেছে ৷ দিঘার বাসিন্দা বিষ্ণুপ্রসাদ পাহাড়ি জানাচ্ছেন, জ্ঞান হওয়ার পর দিঘার এমন ভয়ঙ্কর রূপ তাঁরা দেখেননি ৷ এলাকার ষাটোর্ধ্ব ব্যক্তিটিও দিঘার এমন বিধ্বংসী রূপ স্মরণে আনতে পারেননি ৷ মন্দারমনিতে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্য়ু হয়েছে 1 জনের ৷ সেভাবে প্রাণহানি না ঘটলেও সকলের পরিচিত দিঘা যেন আজ শ্মশানে পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : পরিচিত দিঘাকে আজ চেনা দায় !

সকাল থেকে বিভিন্ন খবরের চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ছবি দেখেছেন সাধারণ মানুষ ৷ সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সমুদ্র সুন্দরীর মন খারাপ করে দেওয়া ছবিতে ৷ করোনা পরিস্থিতিতে মানুষের মনে এমনিতেই হতাশা, উদ্বেগ ৷ মড়ার উপর খাাঁড়ার ঘায়ের মতো প্রকৃতির রোষে মনখারাপটা আরও জেঁকে বসেছে ৷ কারও মনে পড়ছে মাছভাজার দোকানগুলোর কথা ৷ চা, ঝালমুড়ি বিক্রেতার কথা ৷ ভেসে উঠছে ঝিনুকের গয়না বিক্রেতা মহিলাটির মুখ ৷ হোটেলের শ্যামবর্ণ ছেলেটার কথা...

Last Updated : May 26, 2021, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.