ETV Bharat / state

Jahangirpuri Violence Case : ধলহরা গ্রামে মাসির বাড়িতে লুকিয়ে ছিল মূল অভিযুক্ত - ফরিদ আলিয়াস নীতু

জাহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তীর দিন গোষ্ঠী সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে ৷ এই কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার মূল অভিযুক্ত ফরিদকে গ্রেফতার করল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ ৷ দিল্লি পুলিশ তাকে নিয়ে রাজধানীতে গিয়েছে (Bengal Connection in Jahangirpuri Clash) ৷

Jahangirpuri Violence Case News
জাহাঙ্গিরপুরীতে হিংসাকাণ্ডে মূল অভিযুক্ত
author img

By

Published : Apr 29, 2022, 8:22 AM IST

তমলুক, 29 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমানজয়ন্তী শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে মূল অভিযুক্ত ফরিদ আলিয়াস নীতুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ইতিমধ্যে দিল্লি পুলিশ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানা থেকে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তমলুকের ধলহরা থেকে ফরিদ আলিয়াস নীতু ওরফে মুন্না নামের এক যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ । এদিন বিকেলেই তাকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তদন্তকারী দল (Delhi Police arrests Jahangirpuri violence key accused Farid from Tamluk Purba Medinipur) ৷

সূত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরীতে মুরগির মাংসের দোকান রয়েছে ফরিদ আলিয়াস নীতুর । সে সপরিবার দিল্লিতে থাকে । দিল্লির এই ঘটনায় তাঁর নাম জড়াতেই তমলুক থানার ধলহরা গ্রামে তার মাসির বাড়িতে চলে আসে ফরিদ । সেখানেই আত্মগোপন করেছিল সে ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ তমলুক থানায় হাজির হয় । সেখান থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : Bengal Connection in Jahangirpuri Clash : নাম জড়াল বঙ্গের দুই যুবকের, জাহাঙ্গিরপুরী হিংসার শিকড় খুঁজতে সুতাহাটায় তদন্তকারীরা

গ্রেফতারির খবর পেয়ে তমলুক থানাতে তার সঙ্গে দেখা করতে আসেন ফরিদের বোন সামিনা বিবি । তিনি বলেন, "দিল্লিতে হিংসাত্মক ঘটনায় দাদাকে গ্রেফতার করা হয়েছে । দাদা নাকি পাথর মেরেছে ?" তিনি জানান, ঘটনার সময় তাঁর দাদা ঘটনাস্থলে ছিলই না । সামিনা বিবি নিশ্চিত, ফরিদ কোনও দিন এরকম কাজ করতে পারে না ৷

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, "আর কেন হিন্দু-মুসলিম করছেন ? আমরা তো সবাই ভাই-ভাই । দাদার সেখানে মুরগির মাংসের দোকান রয়েছে । আমরা ছোটবেলা থেকে দিল্লিতে থাকতাম । আমাদের জন্ম সেখানেই ।" যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14

তমলুক, 29 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমানজয়ন্তী শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে মূল অভিযুক্ত ফরিদ আলিয়াস নীতুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ইতিমধ্যে দিল্লি পুলিশ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানা থেকে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তমলুকের ধলহরা থেকে ফরিদ আলিয়াস নীতু ওরফে মুন্না নামের এক যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ । এদিন বিকেলেই তাকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তদন্তকারী দল (Delhi Police arrests Jahangirpuri violence key accused Farid from Tamluk Purba Medinipur) ৷

সূত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরীতে মুরগির মাংসের দোকান রয়েছে ফরিদ আলিয়াস নীতুর । সে সপরিবার দিল্লিতে থাকে । দিল্লির এই ঘটনায় তাঁর নাম জড়াতেই তমলুক থানার ধলহরা গ্রামে তার মাসির বাড়িতে চলে আসে ফরিদ । সেখানেই আত্মগোপন করেছিল সে ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ তমলুক থানায় হাজির হয় । সেখান থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : Bengal Connection in Jahangirpuri Clash : নাম জড়াল বঙ্গের দুই যুবকের, জাহাঙ্গিরপুরী হিংসার শিকড় খুঁজতে সুতাহাটায় তদন্তকারীরা

গ্রেফতারির খবর পেয়ে তমলুক থানাতে তার সঙ্গে দেখা করতে আসেন ফরিদের বোন সামিনা বিবি । তিনি বলেন, "দিল্লিতে হিংসাত্মক ঘটনায় দাদাকে গ্রেফতার করা হয়েছে । দাদা নাকি পাথর মেরেছে ?" তিনি জানান, ঘটনার সময় তাঁর দাদা ঘটনাস্থলে ছিলই না । সামিনা বিবি নিশ্চিত, ফরিদ কোনও দিন এরকম কাজ করতে পারে না ৷

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, "আর কেন হিন্দু-মুসলিম করছেন ? আমরা তো সবাই ভাই-ভাই । দাদার সেখানে মুরগির মাংসের দোকান রয়েছে । আমরা ছোটবেলা থেকে দিল্লিতে থাকতাম । আমাদের জন্ম সেখানেই ।" যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.