কাঁথি, 1 অগস্ট: বাজ পড়ে এক মহিলা-সহ তিন জনের মত্যু হল পূর্ব মেদিনীপুরে ৷ মৃতদের মধ্যে পিন্টু বেরা (50) ও সমরেশ বেরা (45) ভবানীপুর থানার দেভোগ অঞ্চলের বরবাড়ি গ্রামের বাসিন্দা এবং সুতাহাটা থানার কসবেড়িয়া গ্রামের বাসিন্দা মামনি মালী (40) ৷ বাকু বেরা নামে অপর একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷
জানা গিয়েছে, এদিন বিকেলে লোকেদের নিয়ে জমিতে ধান রোয়ার কাজ করছিলেন সমরেশ বেরা । হঠাৎ বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি শুরু হয় । পরিস্থিতি বেগতিক দেখে সকলে মাঠের পাশে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন । হঠাৎই ওই গাছে বাজ পড়ে । তাতেই মৃত্যু হয় পিন্টু ও সমরেশের ৷ বাকু বেরা নামে এক ব্যক্তি গুরুতর আহত হন ৷ স্থানীয় বাসিন্দারা হলদিয়া হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে । খবর দেওয়া হয় হলদিয়ার ভবানীপুর থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ।
অপরদিকে, ঝড়বৃষ্টির সময়েই বাড়ির সামনে পুকুরে গিয়েছিলেন গৃহবধূ মামণি মালী । হঠাৎ বৃষ্টি ও বজ্রবিদ্যুতের দেখে তিনি বাড়ি ফিরে আসছিলেন । বাড়ির সামনেই তার উপর বাজ পড়ে যায় । পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন: চাষের কাজে গিয়ে বাজ পড়ে মৃত 2 কৃষক
প্রসঙ্গত, নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে নিম্নচাপটি ক্রমশ সরে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এই অবস্থায় সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷