তাজপুর, 22 অগাস্ট : পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও ত্রিপল প্রদান করা হচ্ছে প্রশাসনের তরফে ৷ সেই সঙ্গে আপদকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ ৷ দুই দিনের প্রবল বর্ষণ ও সমুদ্রের জলোচ্ছ্বাস ও নদীর পাড় ভাঙনের জেরে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে আজ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি প্রশাসনের । মূলত রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দুই পঞ্চায়েতের সমুদ্র উপকূল এলাকা জামড়া, শ্যামপুর,শংকরপুর,তাজপুর, মন্দারমণি প্রবল জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয় ।
ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে প্রশাসনের তরফে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা মূলক কাজ চলছে ৷ ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষদের ত্রাণ ও ত্রিপল প্রদান করা হয় আজ প্রশাসনের তরফে ৷ সেই সঙ্গে একাধিক বাঁধ মেরামতির কাজ চালাচ্ছে প্রশাসন । তমলুকপুর এলাকার তিনটি ওয়ার্ড, কোলাঘাট বাজার জলোচ্ছ্বাসে প্লাবিত । রূপনারায়ণ নদীর বাঁধ টপকে সমুদ্রের জল ঢুকে প্লাবিত বাবুয়া গ্রাম ৷ তবে আজ জলস্তর অনেকটাই নেমেছে বলে দাবি প্রশাসনের । যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করা হলেও ওই সমস্ত এলাকার বহু মানুষ সহযোগীতা পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ।
পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ বলেন, "আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে । সমুদ্র উপকূলবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোতে মেরামতের কাজ চলছে । মানুষ পুনরায় তাদের বাড়ি ফিরছেন ।