ETV Bharat / state

আছড়ে পড়তে পারে বুলবুল, দিঘায় জারি সতর্কতা

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ পরিস্থিতি মোকাবিলায় তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ৷ নেওয়া হচ্ছে আগাম সতর্কতা ৷ পর্যটকদের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামেন । আয়েলা সেন্টার গুলোকে প্রস্তুত রাখতে নির্দেষ দেওয়া হয়েছে ৷ সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । মৎসজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাঁরা যেন তাড়াতাড়ি ফিরে আসেন ৷ এমন বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

আছড়ে পড়তে পারে বুলবুল, উপকূল জুড়ে সতর্কতা
author img

By

Published : Nov 7, 2019, 3:24 PM IST

দিঘা, 7 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ দিঘা , মন্দারমনি, তাজপুর সহ উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়তে পারে । আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন । আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ পর্যটকদের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামেন ।

সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমন কী মৎসজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাঁরা যেন তাড়াতাড়ি ফিরে আসেন ৷ এমন বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ ওয়ারলেসের মাধ্যমে তাঁদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । ওয়াচ টাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি ।

ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন, "আমরা গত দুই দিন থেকে দিঘাতে আছি ৷ কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি ।"

ভিডিয়োয় দেখুন বুলবুল নিয়ে দিঘায় সতর্কতা

যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর 1 ব্লকের BDO আশিস রায় বলেন, "আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার OC ও জনপ্রতিনিধিদের বলা হয়েছে আয়েলা সেন্টারগুলোকে প্রস্তুত রাখতে ৷ আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন ।" অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সমুদ্র সৈকতে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে সৈকত নষ্ট হচ্ছে বলে অভিযোগ । একটি লরি সৈকতের বালিতে আটকে যাওয়ার কারণে গাড়িটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকত । সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন ।

দিঘা, 7 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ দিঘা , মন্দারমনি, তাজপুর সহ উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়তে পারে । আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন । আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ পর্যটকদের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামেন ।

সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমন কী মৎসজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাঁরা যেন তাড়াতাড়ি ফিরে আসেন ৷ এমন বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ ওয়ারলেসের মাধ্যমে তাঁদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । ওয়াচ টাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি ।

ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন, "আমরা গত দুই দিন থেকে দিঘাতে আছি ৷ কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি ।"

ভিডিয়োয় দেখুন বুলবুল নিয়ে দিঘায় সতর্কতা

যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর 1 ব্লকের BDO আশিস রায় বলেন, "আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার OC ও জনপ্রতিনিধিদের বলা হয়েছে আয়েলা সেন্টারগুলোকে প্রস্তুত রাখতে ৷ আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন ।" অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সমুদ্র সৈকতে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে সৈকত নষ্ট হচ্ছে বলে অভিযোগ । একটি লরি সৈকতের বালিতে আটকে যাওয়ার কারণে গাড়িটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকত । সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন ।

Intro:আছড়ে পড়তে পারে বুলবুল, সতর্ক প্রশাসন থেকে পর্যটকেরা।

দিঘা ,মন্দারমনি,তাজপুর সহ উপকূলে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে, পর্যটক দের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামে । সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমনকি মৎসজীবি দের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ছেন তারা যেন তাড়াতাড়ি ফিরে আসেন, ওয়ারলেসের মাধ্যমে তাদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে ।অয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো চলছে। ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন আমরা গত দুই দিন থেকে দীঘাতে আছি , কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে তাই একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি । যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর এক ব্লকের বিডিও আশিস রায় বলেন আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার ওসি ও জনপ্রতিনিধি দের বলা হয়েছে আইলা সেন্টার গুলোকে প্রস্তুত রাখতে , আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন । অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সী বীচে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে বীচ নষ্ট হয়ে বলে অভিযোগ ।একটি লরি বীচে বসে যাওয়ার কারণে ঐ গাড়ীটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে বীচ।সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন।নইলে জোয়ারের জলে ডুবে নষ্ট হবে লরি।Body:আছড়ে পড়তে পারে বুলবুল, সতর্ক প্রশাসন থেকে পর্যটকেরা।

দিঘা ,মন্দারমনি,তাজপুর সহ উপকূলে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে, পর্যটক দের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামে । সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমনকি মৎসজীবি দের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ছেন তারা যেন তাড়াতাড়ি ফিরে আসেন, ওয়ারলেসের মাধ্যমে তাদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে ।অয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো চলছে। ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন আমরা গত দুই দিন থেকে দীঘাতে আছি , কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে তাই একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি । যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর এক ব্লকের বিডিও আশিস রায় বলেন আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার ওসি ও জনপ্রতিনিধি দের বলা হয়েছে আইলা সেন্টার গুলোকে প্রস্তুত রাখতে , আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন । অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সী বীচে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে বীচ নষ্ট হয়ে বলে অভিযোগ ।একটি লরি বীচে বসে যাওয়ার কারণে ঐ গাড়ীটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে বীচ।সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন।নইলে জোয়ারের জলে ডুবে নষ্ট হবে লরি।Conclusion:আছড়ে পড়তে পারে বুলবুল, সতর্ক প্রশাসন থেকে পর্যটকেরা।

দিঘা ,মন্দারমনি,তাজপুর সহ উপকূলে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে, পর্যটক দের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামে । সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমনকি মৎসজীবি দের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ছেন তারা যেন তাড়াতাড়ি ফিরে আসেন, ওয়ারলেসের মাধ্যমে তাদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে ।অয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো চলছে। ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন আমরা গত দুই দিন থেকে দীঘাতে আছি , কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে তাই একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি । যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর এক ব্লকের বিডিও আশিস রায় বলেন আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার ওসি ও জনপ্রতিনিধি দের বলা হয়েছে আইলা সেন্টার গুলোকে প্রস্তুত রাখতে , আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন । অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সী বীচে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে বীচ নষ্ট হয়ে বলে অভিযোগ ।একটি লরি বীচে বসে যাওয়ার কারণে ঐ গাড়ীটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে বীচ।সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন।নইলে জোয়ারের জলে ডুবে নষ্ট হবে লরি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.