ETV Bharat / state

কাঁথির সুন্নিজামে মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র - corona vaccination center

করোনা টিকা নিতে মুসলিমদের উৎসাহী করতে ও টিকাকরণের প্রক্রিয়া দ্রুত করতে কাঁথি শহরের উত্তর দারুয়া খড়কি সুন্নিজামে মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র । রবিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি , কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়েকসহ অন্যান্যরা ।

corona vaccination center open at mosque in kanthi
এবার মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র
author img

By

Published : Jun 21, 2021, 3:12 AM IST

কাঁথি, 21 জুন : এবার মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র ৷ স্বাস্থ্যে দফতর সর্বতোভাবে চেষ্টা করছেন করোনা টিকাকরণের প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় । এমনই লক্ষ্য নিয়ে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও । শনিবার কাঁথি শহরের উত্তর দারুয়া খড়কি সুন্নি জামে মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র । শুধু ইসলাম ধর্মের মানুষই নয় সব ধর্মের মানুষেরা যাতে আরও তাড়াতাড়ি এই পরিষেবা পায় তার জন্য এই উদ্যোগ । রবিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি , কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়েকসহ অন্যান্যরা ।

মসজিদ কমিটির সম্পাদক মঞ্জুর রহমান খান বলেন,"এলাকায় বিশেষ করে মুসলিমদের টিকা নিতে অনীহা দেখা গিয়েছে । মসজিদে টিকা দিলে মুসলিমদের উৎসাহ বাড়বে তাই আমরা এলাকার মসজিদে টিকাকরণ কেন্দ্র চালু করার জন্য আবেদন করি । মানব সেবাও ধর্ম সেই কারণে মসজিদে টিকাকরণের উদ্যোগ নিলাম ।"

এই বিষয়ে কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি বলেন,"লায়ন্স ক্লাব ও মসজিদ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই । যত সেন্টার বাড়বে তাতে বাকি সেন্টারগুলোর চাপ কমবে ও মানুষ বেশি করে পরিষেবা পাবে । সব মন্দির, মসজিদ যদি এই ভাবে এগিয়ে আসে তাহলে কাজ আরও দ্রুত এগোবে ৷"

এবার মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র

কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়ক বলেন,"আমাদের টার্গেট জেলা বা মহকুমার প্রতিটি মানুষ যেন টিকাকরণের আওতায় আসেন । এখনও মানুষের মনে ভুল ধারণা আছে যে টিকা নিলে করোনা হবে না‌ । টিকা নিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়বে । এই বিষয়টা বুঝিয়ে মানুষকে টিকা নিতে উৎসাহী করতে হবে এটাই আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন : Corona in Bengal : বাংলায় অনেকটাই কমল সংক্রমণ ও মৃত্যু

রামনগরের বিধায়ক ও রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন,"কাঁথির লায়ন্স ক্লাব ও মসজিদ কমিটির ইমাম ও মৌলানা সাহেবদের উদ্যোগে টিকাকরণ কেন্দ্রের উদ্বোধন হল । মসজিদে শুধু ধর্মীয় আচার আচরণই নয়, বিপদে পাশে দাঁড়াতে টিকাকরণ কেন্দ্র চালু করার দাবিতে এগিয়ে এসেছেন ইমাম ও মৌলানা সাহেবরা ৷"

কাঁথি, 21 জুন : এবার মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র ৷ স্বাস্থ্যে দফতর সর্বতোভাবে চেষ্টা করছেন করোনা টিকাকরণের প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় । এমনই লক্ষ্য নিয়ে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও । শনিবার কাঁথি শহরের উত্তর দারুয়া খড়কি সুন্নি জামে মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র । শুধু ইসলাম ধর্মের মানুষই নয় সব ধর্মের মানুষেরা যাতে আরও তাড়াতাড়ি এই পরিষেবা পায় তার জন্য এই উদ্যোগ । রবিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি , কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়েকসহ অন্যান্যরা ।

মসজিদ কমিটির সম্পাদক মঞ্জুর রহমান খান বলেন,"এলাকায় বিশেষ করে মুসলিমদের টিকা নিতে অনীহা দেখা গিয়েছে । মসজিদে টিকা দিলে মুসলিমদের উৎসাহ বাড়বে তাই আমরা এলাকার মসজিদে টিকাকরণ কেন্দ্র চালু করার জন্য আবেদন করি । মানব সেবাও ধর্ম সেই কারণে মসজিদে টিকাকরণের উদ্যোগ নিলাম ।"

এই বিষয়ে কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি বলেন,"লায়ন্স ক্লাব ও মসজিদ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই । যত সেন্টার বাড়বে তাতে বাকি সেন্টারগুলোর চাপ কমবে ও মানুষ বেশি করে পরিষেবা পাবে । সব মন্দির, মসজিদ যদি এই ভাবে এগিয়ে আসে তাহলে কাজ আরও দ্রুত এগোবে ৷"

এবার মসজিদে খোলা হল করোনা টিকাকরণ কেন্দ্র

কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়ক বলেন,"আমাদের টার্গেট জেলা বা মহকুমার প্রতিটি মানুষ যেন টিকাকরণের আওতায় আসেন । এখনও মানুষের মনে ভুল ধারণা আছে যে টিকা নিলে করোনা হবে না‌ । টিকা নিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়বে । এই বিষয়টা বুঝিয়ে মানুষকে টিকা নিতে উৎসাহী করতে হবে এটাই আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন : Corona in Bengal : বাংলায় অনেকটাই কমল সংক্রমণ ও মৃত্যু

রামনগরের বিধায়ক ও রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন,"কাঁথির লায়ন্স ক্লাব ও মসজিদ কমিটির ইমাম ও মৌলানা সাহেবদের উদ্যোগে টিকাকরণ কেন্দ্রের উদ্বোধন হল । মসজিদে শুধু ধর্মীয় আচার আচরণই নয়, বিপদে পাশে দাঁড়াতে টিকাকরণ কেন্দ্র চালু করার দাবিতে এগিয়ে এসেছেন ইমাম ও মৌলানা সাহেবরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.