ETV Bharat / state

অ্যাম্বুলেন্সে মৃত্যু কোরোনা রোগীর, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের - পূর্ব মেদিনীপুর

পাঁশকুড়ার কোরোনা আক্রান্ত ব্যক্তিকে দু'টি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দ্বিতীয় হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর মৃত্যু হয় ।

corona patient died in ambulance in east midnapore
অ্যাম্বুলেন্সে মৃত্যু কোরোনা রোগীর
author img

By

Published : Aug 16, 2020, 7:17 PM IST

পাঁশকুড়া, 16 অগাস্ট : অ্যাম্বুলেন্সের মধ্যে কোরোনা রোগীর মৃত্যু । ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার । ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল তমলুক জেলা হাসপাতালে ভরতি হন । তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় মেচোগ্রামের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে ICU-র বেড খালি না থাকায় চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির ।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল তমলুক জেলা হাসপাতালে ভরতি হন পাঁশকুড়া থানা এলাকার এক ব্যক্তি । সেখানে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হওয়ায় পাঁশকুড়ার মেচোগ্রামের কোরোনা হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । গতরাতেই তাঁকে সেখানে নিয়ে যান পরিবারের লোকেরা । চিকিৎসক তাঁকে পরীক্ষা করে ICU-তে ভরতির নির্দেশ দেন । কিন্তু ICU-তে বেড খালি না থাকায় তাঁকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসক । চণ্ডীপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই ওই ব্যক্তির মৃত্যু হয় । এরপর মৃতের পরিবারের লোকজন দেহ ফের তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে মৃতদেহ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ । পরে তমলুক থানার চেষ্টায় দেহ নিলেও তমলুক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকক্ষণ তা পড়ে থাকে । পরে অবশ্য সংবাদমাধ্যমকে দেখার পর তড়িঘড়ি দেহ হাসপাতালের মর্গে নিয়ে চলে যাওয়া হয় ।

অ্যাম্বুলেন্সে মৃত্যু কোরোনা রোগীর

মৃতের মেয়ে বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের লিখিত কিছু তথ্য দেননি । শুধু মুখে বলা হয়েছে, বাবা কোরোনা পজ়িটিভ । বড়মা কোরোনা হাসপাতালে নিয়ে চলে যেতে বলা হয় । ওখানে সব ব্যবস্থা করা আছে বলা হয় । আমরা কোরোনার রিপোর্ট চেয়েছিলাম । কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ কাগজ দিতে অস্বীকার করেন । চিকিৎসায় গাফিলতির ফলে বাবার মৃত্যু হয়েছে ।"

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল বলেন, "চিকিৎসায় গাফিলতির অভিযোগ ভুল তথ্য । রোগীর অবস্থা খুব খারাপ ছিল । তাই বড়মা কোরোনা হাসপাতাল থেকে চণ্ডীপুরে স্থানান্তরিত করা হয়েছিল ।

পাঁশকুড়া, 16 অগাস্ট : অ্যাম্বুলেন্সের মধ্যে কোরোনা রোগীর মৃত্যু । ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার । ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল তমলুক জেলা হাসপাতালে ভরতি হন । তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় মেচোগ্রামের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে ICU-র বেড খালি না থাকায় চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির ।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল তমলুক জেলা হাসপাতালে ভরতি হন পাঁশকুড়া থানা এলাকার এক ব্যক্তি । সেখানে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হওয়ায় পাঁশকুড়ার মেচোগ্রামের কোরোনা হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । গতরাতেই তাঁকে সেখানে নিয়ে যান পরিবারের লোকেরা । চিকিৎসক তাঁকে পরীক্ষা করে ICU-তে ভরতির নির্দেশ দেন । কিন্তু ICU-তে বেড খালি না থাকায় তাঁকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসক । চণ্ডীপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই ওই ব্যক্তির মৃত্যু হয় । এরপর মৃতের পরিবারের লোকজন দেহ ফের তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে মৃতদেহ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ । পরে তমলুক থানার চেষ্টায় দেহ নিলেও তমলুক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকক্ষণ তা পড়ে থাকে । পরে অবশ্য সংবাদমাধ্যমকে দেখার পর তড়িঘড়ি দেহ হাসপাতালের মর্গে নিয়ে চলে যাওয়া হয় ।

অ্যাম্বুলেন্সে মৃত্যু কোরোনা রোগীর

মৃতের মেয়ে বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের লিখিত কিছু তথ্য দেননি । শুধু মুখে বলা হয়েছে, বাবা কোরোনা পজ়িটিভ । বড়মা কোরোনা হাসপাতালে নিয়ে চলে যেতে বলা হয় । ওখানে সব ব্যবস্থা করা আছে বলা হয় । আমরা কোরোনার রিপোর্ট চেয়েছিলাম । কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ কাগজ দিতে অস্বীকার করেন । চিকিৎসায় গাফিলতির ফলে বাবার মৃত্যু হয়েছে ।"

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল বলেন, "চিকিৎসায় গাফিলতির অভিযোগ ভুল তথ্য । রোগীর অবস্থা খুব খারাপ ছিল । তাই বড়মা কোরোনা হাসপাতাল থেকে চণ্ডীপুরে স্থানান্তরিত করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.