এগরা, 27 মে: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত 16 মে পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ তাতে প্রাথমিক ভাবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ এখন তা বেড়ে 11 হয়েছে ৷ এমনই আবহে শনিবার নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে খাদিকুলে আসছেন মমতা ৷
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর খাদিকুলে আসার কথা ছিল ৷ তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে সফর স্থগিত হয়ে যায় ৷ ঠিক হয় শনিবার ঘটনাস্থলে যাবেন মমতা। সেই মতো আজ সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে খাদিকুলে পৌঁছবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে ৷ বিস্ফোরণস্থলের অদূরে তৈরি হয়েছে হেলিপ্যাড ৷ মঞ্চ বাঁধার কাজও শেষ পর্যায়ে ৷ ইতিমধ্যে এলাকা দফায় দফায় পরিদর্শন করে গিয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ৷
এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দেহগুলি ছিটকে এসে রাস্তায় পড়ে ৷ ঘটনার দিন দুপুরে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখান থেকে কয়েকটি বিষয়ে সরব হন মমতা। জানা যায়, ওই বাজি কারখানার মালিক ভানু বাগ ৷ তাঁর দেহ 70 শতাংশ পুড়ে গিয়েছিল ৷ তিনি ওই অবস্থায় ওড়িশার কটকে পালিয়ে যান ৷ পরে সেখানে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় ৷ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ আপাতত সিআইডিকে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ৷
আরও পড়ুন: এগরা বিস্ফোরণ কাণ্ডের ছবি দেখে ব্যথিত হাইকোর্টের প্রধান বিচারপতি