ETV Bharat / state

তাজপুর বন্দর সাইডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - বাণিজ্য

বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ৷

The Chief Minister inaugurated the Tajpur Port Side
তাজপুর বন্দর সাইডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Dec 11, 2019, 11:32 PM IST

Updated : Dec 12, 2019, 2:55 AM IST

দিঘা, 11 ডিসেম্বর : তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই উদ্বোধনের কাজ সারেন ।

প্রসঙ্গত, তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল কেন্দ্র-রাজ্যের মধ্যে । কেন্দ্র মুখ সরিয়ে নিলে রাজ্য সরকার নিজের উদ্যোগে 13 হাজার কোটি টাকা খরচে তাজপুর বন্দর গড়বে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সাইড অফিসের উদ্বোধনের মাধ্যমে প্রস্তাবিত তাজপুর বন্দর প্রকল্পের কাজ আরও কয়েক ধাপ এগিয়ে গেলো বলা যায়।

আজ তাজপুর বন্দরের সাইড অফিসের উদ্বোধন ছাড়াও 3 টি প্রকল্পের MoU স্বাক্ষরিত হয়েছে । অম্বুজা শিল্পগোষ্ঠী পাঁচতারা হোটেল, শিল্পদ্যোগী নিত্যানন্দ কুণ্ডু চারতারা হোটেল এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম, বিদ্যুৎ পর্ষদের সঙ্গে বিদেশি সংস্থার আজ মোট 3 টি MoU স্বাক্ষরিত হয় । জার্মানির KFW ব্যাঙ্কের সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের MoU হয়েছে সৌরবিদ্যুৎ নিয়ে । এর ফলে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে । 'লেটার অফ ইনটেন্ট' চুক্তি স্বাক্ষরিত হয়েছে শিল্প নিগম ও ইংল্যান্ডের ডিরেক্টরেট অফ ফ্রেট দপ্তরের সঙ্গে । কলকাতা টেনারিজ অ্যাসোসিয়শনের সঙ্গে ডাচ লগ্নি সংস্থার চুক্তি হয়েছে ।

দিঘা, 11 ডিসেম্বর : তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই উদ্বোধনের কাজ সারেন ।

প্রসঙ্গত, তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল কেন্দ্র-রাজ্যের মধ্যে । কেন্দ্র মুখ সরিয়ে নিলে রাজ্য সরকার নিজের উদ্যোগে 13 হাজার কোটি টাকা খরচে তাজপুর বন্দর গড়বে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সাইড অফিসের উদ্বোধনের মাধ্যমে প্রস্তাবিত তাজপুর বন্দর প্রকল্পের কাজ আরও কয়েক ধাপ এগিয়ে গেলো বলা যায়।

আজ তাজপুর বন্দরের সাইড অফিসের উদ্বোধন ছাড়াও 3 টি প্রকল্পের MoU স্বাক্ষরিত হয়েছে । অম্বুজা শিল্পগোষ্ঠী পাঁচতারা হোটেল, শিল্পদ্যোগী নিত্যানন্দ কুণ্ডু চারতারা হোটেল এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম, বিদ্যুৎ পর্ষদের সঙ্গে বিদেশি সংস্থার আজ মোট 3 টি MoU স্বাক্ষরিত হয় । জার্মানির KFW ব্যাঙ্কের সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের MoU হয়েছে সৌরবিদ্যুৎ নিয়ে । এর ফলে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে । 'লেটার অফ ইনটেন্ট' চুক্তি স্বাক্ষরিত হয়েছে শিল্প নিগম ও ইংল্যান্ডের ডিরেক্টরেট অফ ফ্রেট দপ্তরের সঙ্গে । কলকাতা টেনারিজ অ্যাসোসিয়শনের সঙ্গে ডাচ লগ্নি সংস্থার চুক্তি হয়েছে ।

Intro:দিঘা, ১১ ডিসেম্বর:প্রস্তাবিত তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলন এর মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই উদ্বোধনের কাজ সারেন। যা রীতিমতো চমক ছিল দিঘার বাণিজ্য সম্মেলনে।

Body:প্রসঙ্গত, তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল কেন্দ্র-রাজ্যের মধ্যে।কেন্দ্র মুখ সিরিয়া নিলে রাজ্য সরকার নিজের উদ্যোগে ১৩ কোটি টাকা খরচে তাজপুর বন্দর গড়বে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।সাইড অফিসের উদ্বোধনের মাধ্যমে প্রস্তাবিত তাজপুর বন্দর প্রকল্পের কাজ আরও কয়েকধাপ এগিয়ে গেলো বলা যায়।Conclusion:বুধবার তাজপুর বন্দরের সাইড অফিসের উদ্বোধন ছাড়াও ৩ টি প্রকল্পের মৌ-চুক্তি হয়েছে।অম্বুজা শিল্প গোষ্ঠী দিঘায় পাঁচতারা হোটেল তৈরির কথা ঘোষণা করেছে।দিঘায় চারতারা হোটেল তৈরি করবেন বলে জানিয়েছেন শিল্পদ্যোগী নিত্যানন্দ কুন্ডু ।রাজ্য শিল্পোন্নয়ন নিগম, বিদ্যুৎ পর্ষদের সঙ্গে এদিন তিনটি মৌ-চুক্তি হয় বিদেশী সংস্থার। কলকাতা টেনারিজ এসোসিয়েশনের সঙ্গে ডাচ লগ্নি সংস্থার চুক্তি হয়েছে।জার্মানির কেএফডব্লু ব্যাঙ্কের সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের মৌ-চুক্তি হয়েছে সৌরবিদ্যুৎ নিয়ে।১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।'লেটার অফ ইনটেন্ট' চুক্তি স্বাক্ষরিত হয়েছে শিল্প নিগম ও যুক্তরাজ্যের ডিরেক্টরেট অফ ফ্রেট দপ্তরের সঙ্গে।
Last Updated : Dec 12, 2019, 2:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.