ETV Bharat / state

উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ - টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর

আজ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাজুড়ে কর্মসূচি নেওয়া হয় । জেলার মেচেদা ফাইভ পয়েন্ট, পাঁশকুড়ার মেছোগ্রাম, নন্দকুমার মোড় ও হলদিয়া সংগঠনের শাখার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় । নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জেলার সংযোগকারী তিন জাতীয় সড়ক । এছাড়া নন্দকুমারে পোড়ানো হয় মোদি ও অমিত শাহ র কুশপুত্তলিকা ।

image
উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলা
author img

By

Published : Dec 16, 2019, 11:16 AM IST

তমলুক, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ । তারই আঁচ এবার পূ্র্ব মেদিনীপুর জেলায় । জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ । এছাড়াও জেলার বেশ কিছু রাজ্য সড়কে পথ অবরোধ করা হয়েছে ।

image
চলছে বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাজুড়ে কর্মসূচি নেওয়া হয় । জেলার মেচেদা ফাইভ পয়েন্ট, পাঁশকুড়ার মেছোগ্রাম, নন্দকুমার মোড় ও হলদিয়া সংগঠনের শাখার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় । নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জেলার সংযোগকারী তিন জাতীয় সড়ক । এছাড়া নন্দকুমারে পোড়ানো হয় অমিত শাহ-র কুশপুত্তলিকা ।

image
পোড়ানো হচ্ছে মোদি ও অমিত শাহ র কুশপুত্তলিকা

সপ্তাহের প্রথম দিনেই জেলা জুড়ে বিক্ষোভের প্রভাবে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । বিক্ষোভ চলাকালীন পাঁশকুড়ার মেছোগ্রামে একটি যাত্রীবাহী ট্রেকার জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা চালক ও যাত্রীদের মারধর করেন । ভাঙার চেষ্টা করা হয় ট্রেকারটিকে । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । জেলা পুলিশের তরফে প্রতিটি জায়গায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁরা প্রতিটি এলাকায় বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন । বর্তমানে গোটা জেলার সড়ক পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ।

দেখুন ভিডিয়ো

তমলুক, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ । তারই আঁচ এবার পূ্র্ব মেদিনীপুর জেলায় । জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ । এছাড়াও জেলার বেশ কিছু রাজ্য সড়কে পথ অবরোধ করা হয়েছে ।

image
চলছে বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাজুড়ে কর্মসূচি নেওয়া হয় । জেলার মেচেদা ফাইভ পয়েন্ট, পাঁশকুড়ার মেছোগ্রাম, নন্দকুমার মোড় ও হলদিয়া সংগঠনের শাখার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় । নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জেলার সংযোগকারী তিন জাতীয় সড়ক । এছাড়া নন্দকুমারে পোড়ানো হয় অমিত শাহ-র কুশপুত্তলিকা ।

image
পোড়ানো হচ্ছে মোদি ও অমিত শাহ র কুশপুত্তলিকা

সপ্তাহের প্রথম দিনেই জেলা জুড়ে বিক্ষোভের প্রভাবে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । বিক্ষোভ চলাকালীন পাঁশকুড়ার মেছোগ্রামে একটি যাত্রীবাহী ট্রেকার জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা চালক ও যাত্রীদের মারধর করেন । ভাঙার চেষ্টা করা হয় ট্রেকারটিকে । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । জেলা পুলিশের তরফে প্রতিটি জায়গায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁরা প্রতিটি এলাকায় বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন । বর্তমানে গোটা জেলার সড়ক পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ।

দেখুন ভিডিয়ো
Intro:তমলুক,১৬ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন২০১৯র প্রতিবাদে বিক্ষোভ অবরোধের জেরে গোটা জেলাজুড়ে অবরুদ্ধ জাতীয় সড়ক। জেলার তিন জাতীয় সড়ক ৬নং ৪১ নং জাতীয় সড়ক ও 116b জাতীয় সড়কেই চলছে টায়ার জ্বালিয়ে অবরোধ। এছাড়াও জেলার বেশ কিছু রাজ্য সড়কে এই মুহূর্তে চলছে পথ অবরোধ। যার জেরে গোটা জেলা বর্তমানে অবরুদ্ধ।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাজুড়ে কর্মসূচি নেওয়া হয়। জেলার মেচেদা ফাইভ পয়েন্ট, পাঁশকুড়ার মেছোগ্রাম, নন্দকুমার মোড় ও হলদিয়া সংগঠনের শাখার পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জেলার সংযোগকারী মূল তিন জাতীয় সড়ক।

সাধারণ মানুষের পক্ষ থেকেও আইনের বিরোধিতা করে বিক্ষোভ করা হয়। বিক্ষোভের জেরে তিন জাতীয় সড়ক সহ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, হলদিয়া কুকড়াহাটি রাজ্য সড়ক, ও মেচেদা তমলুক রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। নন্দকুমার পুরানো হয় অমিত শার কুশপুত্তলিকা।

সপ্তাহের প্রথম দিনেই জেলা জুড়ে বিক্ষোভ অবরোধ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভ চলাকালীন পাঁশকুড়ার মেছোগ্রামে যাত্রীবাহী ট্রেকার জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা চালক ও যাত্রীদের মারধর করেন। ভাঙার চেষ্টা করা হয় ট্রেকার টিকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।Conclusion:জেলা পুলিশের তরফে প্রতিটি জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তারা প্রতিটি এলাকায় বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে গোটা জেলার সড়ক পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.