ETV Bharat / state

"কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়া ঘুরছে তৃণমূল নেতা", রামনগরে পোস্টার

কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়া ভ্রমণ ৷ অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ আজ সকালে পোস্টার পড়ল গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে ৷

পোস্টার
author img

By

Published : Jul 31, 2019, 11:29 PM IST

রামনগর, 31 জুলাই : কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়ায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা ৷ এমনই পোস্টার পড়ল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের তালগাছাড়ি গ্রামে ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখতে পান ৷

সুভাষ জানা তালগাছাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি ৷ অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে ২০০০০ টাকা কাটমানি নিয়েছেন ৷ স্থানীয় বাসিন্দা চন্দন দাস জানান, "তৃণমূলের এটা কালচার ৷ এর তদন্তের প্রয়োজন রয়েছে ৷ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা ৷ যদি কেউ কাটমানি খেয়ে থাকেন তাহলে ফেরতের ব্যবস্থা করা ৷"

সুভাষবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি একটু বাইরে আছি ৷ তবে এব্যাপারে শুনেছি ৷ বাড়ি ফিরেই থানায় অভিযোগ করব ৷ BJP পরিকল্পিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছে ৷"

পোস্টারে উল্লেখ রয়েছে অবন্তি ওঝা (প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা )-র কাছ থেকে কাটমানির টাকা নিয়েছেন সুভাষ জানা ৷ সেই অবন্তি ওঝার বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় তালা ৷ তাঁর সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি ৷

রামনগর, 31 জুলাই : কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়ায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা ৷ এমনই পোস্টার পড়ল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের তালগাছাড়ি গ্রামে ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখতে পান ৷

সুভাষ জানা তালগাছাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি ৷ অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে ২০০০০ টাকা কাটমানি নিয়েছেন ৷ স্থানীয় বাসিন্দা চন্দন দাস জানান, "তৃণমূলের এটা কালচার ৷ এর তদন্তের প্রয়োজন রয়েছে ৷ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা ৷ যদি কেউ কাটমানি খেয়ে থাকেন তাহলে ফেরতের ব্যবস্থা করা ৷"

সুভাষবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি একটু বাইরে আছি ৷ তবে এব্যাপারে শুনেছি ৷ বাড়ি ফিরেই থানায় অভিযোগ করব ৷ BJP পরিকল্পিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছে ৷"

পোস্টারে উল্লেখ রয়েছে অবন্তি ওঝা (প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা )-র কাছ থেকে কাটমানির টাকা নিয়েছেন সুভাষ জানা ৷ সেই অবন্তি ওঝার বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় তালা ৷ তাঁর সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি ৷

Intro:কাটমানির টাকা নিয়ে গোয়া প্লেনে ভ্রমণের অভিযোগ, তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সভাপতির বিরুদ্ধে কাটমানি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । সকাল থেকে উঠে এলাকাবাসীরা দেখেন যে তৃণমূলের বুথ সভাপতি সুভাষ জানার বিরুদ্ধে । প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০০০০ টাকা কাট মানি খাওয়ার অভিযোগে পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায় ।
Body:


স্থানীয় বিজেপি নেতা চন্দন দাস বলেন যে আমাদের জসিপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতির নামে কাট মানি খাওয়ার পোস্টার পড়েছে । তবে এটা ওনাদের কালচার হয়ে গেছে, কাটমানি নেওয়ার ।

Conclusion:

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও উনি ফোনে বলেন আমি একটু বাইরে আছি তবে এই ব্যাপারে শুনেছি বাড়ি ফিরেই থানায় থানায় অভিযোগ করব । এটা বিজেপির পরিকল্পিত এবং এভাবেই আমাদেরকে বদনাম করার চেষ্টা হচ্ছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.