ETV Bharat / state

বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, আহত বিজেপি কর্মী !

Bomb Explosion: বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত হলেন এক বিজেপি কর্মী ৷ ঘটনাটি ভূপতিনগর থানা এলাকার ৷ ঘটনার ধৃত একজন ৷

Bomb Explosion
বোমা বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:05 PM IST

বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

ভূপতিনগর, 2 জানুয়ারি: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার নন্দের বাজার সংলগ্ন রামচক গ্রামে ৷ পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে । আহতের নাম বিমল বাড়ুই ৷ তিনি বিজেপির সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর ৷

অভিযোগ, গতকাল বিকেলে বিমলের বাড়িতে বোমা বাধার কাজ চলছিল । সেসময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে । বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান ৷ তবে বিস্ফোরণের পরে আহতদের তাঁরা দেখতে পাননি বলে জানিয়েছেন । এলাকাবাসীদের দাবি, পরে তাঁরা জানতে পারেন আহতদের তমলুকের কোনও বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বিমলের বাড়িতে বর্তমানে কোনও সদস্যের দেখা মিলছে না । তবে একজনকে পুলিশ গ্রেফতার করেছে । এর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা গৌরহরি জানা বলেন, "গতকাল বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় বিকট শব্দ হয় । তাতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাঁদেরকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । সোমবার পুলিশ এসে তদন্ত করে বেশ কিছু বোমা বাধার সরঞ্জাম উদ্ধার করেছে ।" যদিও এই বিষয়ে বিজেপির এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

তবে কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পণ্ডা বলেন, "বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। গতকাল ভূপতিনগর থানার রামচক এলাকায় বোমা বাঁধতে গিয়ে তিন জন আহত হয়েছেন । আমরা পুলিশকে জানিয়েছি । পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে । আমরা শান্তির পরিবেশ তৈরি করতে চাইছি ৷ গণতান্ত্রিকভাবে যে যাকে চাইবে তাকে ভোট দেবেন, সেই ব্যবস্থা যখন তৃণমূল কংগ্রেস করছে । বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করে জেলা দখল করতে চাইছে । তার ফল গতকাল দেখতে পাওয়া গেল । বিজেপি সন্ত্রাস দেখিয়ে মানুষকে ভয় দেখানো যেতে চাইছে । এটাতে বিজেপি সফল হবে না ৷"

আরও পড়ুন:

  1. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  2. 11টি কৌটো বোমা উদ্ধারকে কেন্দ্র করে ভাটপাড়ায় ফের চাঞ্চল্য
  3. পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও

বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

ভূপতিনগর, 2 জানুয়ারি: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার নন্দের বাজার সংলগ্ন রামচক গ্রামে ৷ পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে । আহতের নাম বিমল বাড়ুই ৷ তিনি বিজেপির সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর ৷

অভিযোগ, গতকাল বিকেলে বিমলের বাড়িতে বোমা বাধার কাজ চলছিল । সেসময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে । বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান ৷ তবে বিস্ফোরণের পরে আহতদের তাঁরা দেখতে পাননি বলে জানিয়েছেন । এলাকাবাসীদের দাবি, পরে তাঁরা জানতে পারেন আহতদের তমলুকের কোনও বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বিমলের বাড়িতে বর্তমানে কোনও সদস্যের দেখা মিলছে না । তবে একজনকে পুলিশ গ্রেফতার করেছে । এর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা গৌরহরি জানা বলেন, "গতকাল বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় বিকট শব্দ হয় । তাতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাঁদেরকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । সোমবার পুলিশ এসে তদন্ত করে বেশ কিছু বোমা বাধার সরঞ্জাম উদ্ধার করেছে ।" যদিও এই বিষয়ে বিজেপির এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

তবে কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পণ্ডা বলেন, "বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। গতকাল ভূপতিনগর থানার রামচক এলাকায় বোমা বাঁধতে গিয়ে তিন জন আহত হয়েছেন । আমরা পুলিশকে জানিয়েছি । পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে । আমরা শান্তির পরিবেশ তৈরি করতে চাইছি ৷ গণতান্ত্রিকভাবে যে যাকে চাইবে তাকে ভোট দেবেন, সেই ব্যবস্থা যখন তৃণমূল কংগ্রেস করছে । বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করে জেলা দখল করতে চাইছে । তার ফল গতকাল দেখতে পাওয়া গেল । বিজেপি সন্ত্রাস দেখিয়ে মানুষকে ভয় দেখানো যেতে চাইছে । এটাতে বিজেপি সফল হবে না ৷"

আরও পড়ুন:

  1. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  2. 11টি কৌটো বোমা উদ্ধারকে কেন্দ্র করে ভাটপাড়ায় ফের চাঞ্চল্য
  3. পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.