দীঘা, 2 নভেম্বর : মাছ ধরে ফেরার পথে ট্রলার ডুবি হল দীঘা মোহানায় ৷ এই ঘটনায় অবশ্য কোনও প্রাণহানি হয়নি ৷ 12 জন মৎস্যজীবীকে প্রাণে বাঁচানো গিয়েছে ৷ কিন্তু ট্রলারের মাছগুলোকে শেষ রক্ষা করা যায়নি । জলেই গিয়েছে কয়েক লক্ষ টাকার মাছ ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা-মোহানায় ৷ জানা গিয়েছে, মা জগৎজননী নামে একটি ট্রলার মাছ ধরে ফেরার পথে চড়ায় ধাক্কা লেগে ডুবে যায় । যার ফলে ট্রলারে থাকা কয়েক লক্ষ টাকার মাছ ডুবে যায় । ট্রলারটি ডুবে যাচ্ছে বুঝতে পেরে 12 জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন । পরে ওই 12 জনকে উদ্ধার করা হয় ৷ তাঁরা এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Digha Fish : দীঘা মোহনায় আবারও ধরা পড়ল তেলিয়া ভোলা মাছ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ট্রলারটি গত পাঁচ দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দিয়েছিল । প্রায় 5 লক্ষের বেশি টাকার মাছ ধরে দীঘার মোহানা ফিরে আসার পথে চড়াই ধাক্কা লেগে মোহানার অদূরেই ডুবে যায় । ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে শংকরপুরে নিয়ে যাওয়া হয় ।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রলার মালিক থেকে শুরু করে দীঘা মোহানা মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি বলেন, ‘‘বারবার সরকার বাহাদুরের কাছে বলা হয়েছে ৷ এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার প্রশাসনিক বৈঠক বলা হয়েছে । দীর্ঘদিন ধরে এই দীঘা মোহানায় নব্যতা কমার কারণে বারবার দুর্ঘটনার মুখে পড়ছে টলার ।’’
আরও পড়ুন : Fish Found: দীঘা মোহনায় উদ্ধার তেলিয়া ভোলা মাছ, বিক্রি হল কোটি টাকায়
দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তবে তাঁর আশা, এবার দীঘা-মোহানায় ড্রেজিংয়ের কাজ শুরু হবে । কারণ, এই এলাকার বিধায়ক এখন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ।
এখন দেখার বিষয়, কবে এই দীঘা মোহানায় ড্রেজিংয়ের কাজ শুরু হবে । সেই দিকে তাকিয়ে রয়েছেন দীঘা মোহানা মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা ।
আরও পড়ুন : Tajpur Port : গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু রাজ্যের, খুশির হাওয়া তাজপুরে