ETV Bharat / state

কাঁথিতে বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রবিবার সকালে ভাজা চাওলি এলাকায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানো রয়েছে কী না তা দেখতে যায় । সেই সময় স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে । এরপর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ । সংঘর্ষে 9 জন বিজেপি কর্মী জখম হন ।

BJP
BJP
author img

By

Published : Jan 10, 2021, 7:34 PM IST

কাঁথি , 10 জানুয়ারি : কাঁথির ভাজা চাওলিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ । হামলায় 9 বিজেপি কর্মী । বিজেপি কর্মীদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । জখমদের দেখতে হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিস্ক পণ্ডা সহ বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সম্পাদক অসীম মন্ডল সহ অন্যান্য নেতারা ।

রবিবার সকালে ভাজা চাওলি এলাকায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানো রয়েছে কী না তা দেখতে যায় । সেই সময় স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে । এরপর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ । সংঘর্ষে 9 জন বিজেপি কর্মী জখম হন ।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি । তিনি বলেন," এই নব্য ও আদি বিজেপি মধ্যে সংঘর্ষ ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই । তৃণমূলকে বদনাম করার জন্য এইসব রটাচ্ছে বিজেপি । "

আরও পড়ুন সোম-মঙ্গলে ভ‍্যাকসিন আসার সম্ভাবনা রাজ‍্যে

অদিকে বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা বলেন," আমরা চাইছিলাম আগে ওরা শুরু করুক । ওরা শুরুটা করেছে এটাই আমাদের আনন্দ । তুমি ভাই শুরু করেছ , পরে গ্রামবাসীকে বলতে পারবে না যে বিজেপি এসে গন্ডগোলটা করেছে । তুমি শুরু করেছ, আমরা তোমার শেষ করব । বলেন , ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল । থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

কাঁথি , 10 জানুয়ারি : কাঁথির ভাজা চাওলিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ । হামলায় 9 বিজেপি কর্মী । বিজেপি কর্মীদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । জখমদের দেখতে হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিস্ক পণ্ডা সহ বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সম্পাদক অসীম মন্ডল সহ অন্যান্য নেতারা ।

রবিবার সকালে ভাজা চাওলি এলাকায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানো রয়েছে কী না তা দেখতে যায় । সেই সময় স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে । এরপর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ । সংঘর্ষে 9 জন বিজেপি কর্মী জখম হন ।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি । তিনি বলেন," এই নব্য ও আদি বিজেপি মধ্যে সংঘর্ষ ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই । তৃণমূলকে বদনাম করার জন্য এইসব রটাচ্ছে বিজেপি । "

আরও পড়ুন সোম-মঙ্গলে ভ‍্যাকসিন আসার সম্ভাবনা রাজ‍্যে

অদিকে বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা বলেন," আমরা চাইছিলাম আগে ওরা শুরু করুক । ওরা শুরুটা করেছে এটাই আমাদের আনন্দ । তুমি ভাই শুরু করেছ , পরে গ্রামবাসীকে বলতে পারবে না যে বিজেপি এসে গন্ডগোলটা করেছে । তুমি শুরু করেছ, আমরা তোমার শেষ করব । বলেন , ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল । থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.