ETV Bharat / state

শুভেন্দুর সভার আগে খেজুরিতে বিজেপি কর্মীদের উপর হামলা, বোমাবাজি

জনসভায় আসার পথে খেজুরির বারাতলা ও কাঁথি থানার মাজনা এলাকায় বিজেপির গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে একদল দুষ্কৃতী । গাড়ি ভাঙচুরও করার অভিযোগ উঠেছে ।

BJP workers attacked in Khejiri
ছবি
author img

By

Published : Jan 19, 2021, 3:23 PM IST

Updated : Jan 19, 2021, 3:51 PM IST

খেজুরি, 19 জানুয়ারি : পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা এলাকায় হেড়িয়া হাসপাতালের পাশের ময়দানে বিজেপির জনসভার আয়োজন করা হয়েছে । জনসভায় আসার পথে খেজুরির বারাতলা ও কাঁথি থানার মাজনা এলাকায় বিজেপির গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে একদল দুষ্কৃতী । গাড়ি ভাঙচুরও করার অভিযোগ উঠেছে । বিজেপি কর্মীরা বাধা দিলে তাঁদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ বিজেপির ।

প্রতিবাদে হেড়িয়া বোগা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনা সমাল দিতে পুলিশ লাঠি চার্জ করে । গোটা ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন ।

খেজুরিতে শুভেন্দুর সভায় আসার পথে বিজেপির কর্মীদের উপর হামলা, জখম বেশ কয়েকজন

গেরুয়া শিবিরের এখন 'পোস্টার বয়' শুভেন্দু অধিকারী । তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানোর পর থেকে একের পর এক জায়গায় সভা করছেন তিনি । রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপিতে সংগঠক শুভেন্দুর এই তৎপরতায় বেশ চাপে পড়েছেন রাজ্যের শাসক দল । আর সেই থেকেই এই ধরনের হামলা বলে মনে করছেন অনেকে ।

আরও পড়ুন : "মোদিজির মতো অন্দর ঘুসকে মারা..." বিজেপি কর্মীদের শাবাশি শুভেন্দুর

গতকালও দক্ষিণ কলকাতায় টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো ছিল শুভেন্দুর । সেখানেও একদল দুষ্কৃতী রোড শোয়ে আসা বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেছিল । যদিও বিজেপির কর্মী-সমর্থকরাও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না । সঙ্গে সঙ্গে গলিতে ঢুকে তাড়া করেছিলেন তাঁরা । আর এই নিয়ে রাসবিহারীতে রোড শো শেষের সভা থেকে শুভেন্দুর শাবাশিও পেয়েছিলেন দলীয় কর্মীরা ।

খেজুরি, 19 জানুয়ারি : পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা এলাকায় হেড়িয়া হাসপাতালের পাশের ময়দানে বিজেপির জনসভার আয়োজন করা হয়েছে । জনসভায় আসার পথে খেজুরির বারাতলা ও কাঁথি থানার মাজনা এলাকায় বিজেপির গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে একদল দুষ্কৃতী । গাড়ি ভাঙচুরও করার অভিযোগ উঠেছে । বিজেপি কর্মীরা বাধা দিলে তাঁদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ বিজেপির ।

প্রতিবাদে হেড়িয়া বোগা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনা সমাল দিতে পুলিশ লাঠি চার্জ করে । গোটা ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন ।

খেজুরিতে শুভেন্দুর সভায় আসার পথে বিজেপির কর্মীদের উপর হামলা, জখম বেশ কয়েকজন

গেরুয়া শিবিরের এখন 'পোস্টার বয়' শুভেন্দু অধিকারী । তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানোর পর থেকে একের পর এক জায়গায় সভা করছেন তিনি । রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপিতে সংগঠক শুভেন্দুর এই তৎপরতায় বেশ চাপে পড়েছেন রাজ্যের শাসক দল । আর সেই থেকেই এই ধরনের হামলা বলে মনে করছেন অনেকে ।

আরও পড়ুন : "মোদিজির মতো অন্দর ঘুসকে মারা..." বিজেপি কর্মীদের শাবাশি শুভেন্দুর

গতকালও দক্ষিণ কলকাতায় টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো ছিল শুভেন্দুর । সেখানেও একদল দুষ্কৃতী রোড শোয়ে আসা বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেছিল । যদিও বিজেপির কর্মী-সমর্থকরাও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না । সঙ্গে সঙ্গে গলিতে ঢুকে তাড়া করেছিলেন তাঁরা । আর এই নিয়ে রাসবিহারীতে রোড শো শেষের সভা থেকে শুভেন্দুর শাবাশিও পেয়েছিলেন দলীয় কর্মীরা ।

Last Updated : Jan 19, 2021, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.