ETV Bharat / state

BJP Worker Arrested in Moyna: ময়নায় আগ্নেয়াস্ত্র ও শতাধিক বোমা সহ-গ্রেফতার বিজেপি কর্মী - Crime in Moyna Assembly

পূর্ব মেদিনীপুরে শতাধিক বোমা ও আগ্নেয়াস্ত্র-সহ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল ময়না থানার পুলিশ (BJP Worker Arrested With Arms and Bombs in Purba Medinipur) ৷ অভিযোগ, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ছিল ৷ পুলিশ পৌঁছতেই তারা সেখান থেকে পালিয়ে যায় ৷ এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগের রাজনীতি ৷

One BJP Worker Arrests With Arms and Bombs in Purba Medinipur
One BJP Worker Arrests With Arms and Bombs in Purba Medinipur
author img

By

Published : Jun 14, 2022, 10:36 AM IST

ময়না (পূর্ব মেদিনীপুর), 14 জুন : মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা সহ-গ্রেফতার হলেন বিজেপি কর্মী ৷ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার গোড়ামাহাল গ্রামের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল বলে খবর ৷ পুলিশ সেখানে পৌঁছতেই সেখান থেকে তারা পালিয়ে যায় ৷ তবে, ধরা পড়ে যান বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি (BJP Worker Arrested With Arms and Bombs in Purba Medinipur) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, 13 রাউন্ড গুলি, 45টি তাজা বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ পরে সঞ্জয় তাঁতিকে জেরা করে পুলিশ ফের ওই গ্রামে অভিযান চালায় ৷ দ্বিতীয়বার অভিযানে 95টি বোমা ও 15 কেজি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ বিজেপি কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বোমা সহ-গ্রেফতার বিজেপি কর্মী

আরও পড়ুন : Kandi Bombing : গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ কান্দিতে

এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বহিরাগতদের ঢুকিয়ে এবং বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি ৷ পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক বলেও দাবি করেছে তৃণমূল নেতৃৃত্ব ৷ যদিও, বিজেপির তরফে তাদের কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের পাল্টা অভিযোগ, পুলিশ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে ৷ বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল ৷

ময়না (পূর্ব মেদিনীপুর), 14 জুন : মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা সহ-গ্রেফতার হলেন বিজেপি কর্মী ৷ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার গোড়ামাহাল গ্রামের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল বলে খবর ৷ পুলিশ সেখানে পৌঁছতেই সেখান থেকে তারা পালিয়ে যায় ৷ তবে, ধরা পড়ে যান বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি (BJP Worker Arrested With Arms and Bombs in Purba Medinipur) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, 13 রাউন্ড গুলি, 45টি তাজা বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ পরে সঞ্জয় তাঁতিকে জেরা করে পুলিশ ফের ওই গ্রামে অভিযান চালায় ৷ দ্বিতীয়বার অভিযানে 95টি বোমা ও 15 কেজি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ বিজেপি কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বোমা সহ-গ্রেফতার বিজেপি কর্মী

আরও পড়ুন : Kandi Bombing : গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ কান্দিতে

এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বহিরাগতদের ঢুকিয়ে এবং বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি ৷ পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক বলেও দাবি করেছে তৃণমূল নেতৃৃত্ব ৷ যদিও, বিজেপির তরফে তাদের কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের পাল্টা অভিযোগ, পুলিশ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে ৷ বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.