ETV Bharat / state

Dilip Ghosh: কেন্দ্রের টাকা লুটে নিচ্ছে রাজ্য, কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ

শুক্রবার দুবদা ও কুলটিকরির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানেই তিনি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের টাকা লুটের অভিযোগ করেন (Dilip Ghosh Visits Flood Affected Areas) ৷

Dilip Ghosh attacks TMC Govt
ETV Bharat
author img

By

Published : Sep 2, 2022, 5:00 PM IST

কাঁথি, 2 সেপ্টেম্বর: দুর্নীতি প্রসঙ্গে ফের একবার রাজ্য়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises WB Govt) ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের এক চা-চক্রে যোগ দেন তিনি ৷ সেখানে এই বিজেপি সাংসদ বলেন, "রাজ্য সরকারে আমরা না থাকলে মানুষের জন্য কিছু করতে পারব না ৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার টাকা লুট করছে ।"

এদিন এগরা পৌরসভা এলাকায় প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ তাঁর সঙ্গে পা মেলান কাঁথি সংগঠনিক জেলার বিজেপি নেতারা । এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন বিজেপি সাংসদ । এদিন বন্যা কবলিত দুবদা বেসিন এলাকা ও কুলটিকুরি এলাকা পরিদর্শন করেন তিনি (Dilip Ghosh)। সাংসদকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন (Dilip Ghosh Visits Flood Affected Areas)।

দুর্নীতি প্রসঙ্গে ফের রাজ্যকে আক্রমণ দিলীপ ঘোষের

আরও পড়ুন: শুভেন্দুকে 'সুপ্রিম' ধাক্কা, নন্দীগ্রামের ভোট নিয়ে মমতার মামলা বাংলা থেকে সরানোর আর্জি খারিজ

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "দুবদা ও কুলটিকরির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলাম । সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে এইসব এলাকা । জল বেরানোর কোনও রাস্তা নেই ৷ যা ক্যানেল ছিল তা বন্ধ হয়ে গিয়েছে । লকগেট গুলি মজে গিয়েছে । সেগুলি সারানোর কোনও চেষ্টা নেই । বিশেষ করে তৃণমূল সরকার আসার পর থেকে টাকা লুট করার ছাড়া কিছুই করেনি । মানুষের কষ্ট আরও বেড়েছে । ঘাটালে মাস্টার প্ল্যান পাস হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে ৷ আজ হোক কাল হোক দুবদা বেসিনকে ঠিক করব । মানুষের কষ্টকে দূর করব । রাজ্য সরকারে না-থাকলে আমরা কিছু কাজ করতে পারব না । কেন্দ্র সরকার টাকা দেয়, আর রাজ্য সরকার লুট করে ৷ স্বচ্ছ সরকার আসবে, পরিবর্তন হবে।"

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির হাতের পুতুল বলে সরব তৃণমূল

কাঁথি, 2 সেপ্টেম্বর: দুর্নীতি প্রসঙ্গে ফের একবার রাজ্য়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises WB Govt) ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের এক চা-চক্রে যোগ দেন তিনি ৷ সেখানে এই বিজেপি সাংসদ বলেন, "রাজ্য সরকারে আমরা না থাকলে মানুষের জন্য কিছু করতে পারব না ৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার টাকা লুট করছে ।"

এদিন এগরা পৌরসভা এলাকায় প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ তাঁর সঙ্গে পা মেলান কাঁথি সংগঠনিক জেলার বিজেপি নেতারা । এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন বিজেপি সাংসদ । এদিন বন্যা কবলিত দুবদা বেসিন এলাকা ও কুলটিকুরি এলাকা পরিদর্শন করেন তিনি (Dilip Ghosh)। সাংসদকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন (Dilip Ghosh Visits Flood Affected Areas)।

দুর্নীতি প্রসঙ্গে ফের রাজ্যকে আক্রমণ দিলীপ ঘোষের

আরও পড়ুন: শুভেন্দুকে 'সুপ্রিম' ধাক্কা, নন্দীগ্রামের ভোট নিয়ে মমতার মামলা বাংলা থেকে সরানোর আর্জি খারিজ

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "দুবদা ও কুলটিকরির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলাম । সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে এইসব এলাকা । জল বেরানোর কোনও রাস্তা নেই ৷ যা ক্যানেল ছিল তা বন্ধ হয়ে গিয়েছে । লকগেট গুলি মজে গিয়েছে । সেগুলি সারানোর কোনও চেষ্টা নেই । বিশেষ করে তৃণমূল সরকার আসার পর থেকে টাকা লুট করার ছাড়া কিছুই করেনি । মানুষের কষ্ট আরও বেড়েছে । ঘাটালে মাস্টার প্ল্যান পাস হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে ৷ আজ হোক কাল হোক দুবদা বেসিনকে ঠিক করব । মানুষের কষ্টকে দূর করব । রাজ্য সরকারে না-থাকলে আমরা কিছু কাজ করতে পারব না । কেন্দ্র সরকার টাকা দেয়, আর রাজ্য সরকার লুট করে ৷ স্বচ্ছ সরকার আসবে, পরিবর্তন হবে।"

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির হাতের পুতুল বলে সরব তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.