কাঁথি, 2 সেপ্টেম্বর: দুর্নীতি প্রসঙ্গে ফের একবার রাজ্য়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises WB Govt) ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের এক চা-চক্রে যোগ দেন তিনি ৷ সেখানে এই বিজেপি সাংসদ বলেন, "রাজ্য সরকারে আমরা না থাকলে মানুষের জন্য কিছু করতে পারব না ৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার টাকা লুট করছে ।"
এদিন এগরা পৌরসভা এলাকায় প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ তাঁর সঙ্গে পা মেলান কাঁথি সংগঠনিক জেলার বিজেপি নেতারা । এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন বিজেপি সাংসদ । এদিন বন্যা কবলিত দুবদা বেসিন এলাকা ও কুলটিকুরি এলাকা পরিদর্শন করেন তিনি (Dilip Ghosh)। সাংসদকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন (Dilip Ghosh Visits Flood Affected Areas)।
আরও পড়ুন: শুভেন্দুকে 'সুপ্রিম' ধাক্কা, নন্দীগ্রামের ভোট নিয়ে মমতার মামলা বাংলা থেকে সরানোর আর্জি খারিজ
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "দুবদা ও কুলটিকরির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলাম । সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে এইসব এলাকা । জল বেরানোর কোনও রাস্তা নেই ৷ যা ক্যানেল ছিল তা বন্ধ হয়ে গিয়েছে । লকগেট গুলি মজে গিয়েছে । সেগুলি সারানোর কোনও চেষ্টা নেই । বিশেষ করে তৃণমূল সরকার আসার পর থেকে টাকা লুট করার ছাড়া কিছুই করেনি । মানুষের কষ্ট আরও বেড়েছে । ঘাটালে মাস্টার প্ল্যান পাস হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে ৷ আজ হোক কাল হোক দুবদা বেসিনকে ঠিক করব । মানুষের কষ্টকে দূর করব । রাজ্য সরকারে না-থাকলে আমরা কিছু কাজ করতে পারব না । কেন্দ্র সরকার টাকা দেয়, আর রাজ্য সরকার লুট করে ৷ স্বচ্ছ সরকার আসবে, পরিবর্তন হবে।"
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির হাতের পুতুল বলে সরব তৃণমূল