পাঁশকুড়া, 16 অক্টোবর : গত 7 অক্টোবর নবমীর রাতে খুন হয়েছিলেন পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ । এরপর ন'দিন কেটে গেলেও একজন ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে BJP নেতা আনিসুর রহমান সহ মোট পাঁচজনের বিরুদ্ধে ৷ মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ কুরবানের পরিবারের সদস্যরা । কুরবানের বিবি সাবানা খাতুন প্রথম থেকেই অভিযোগ করে এসেছিলেন BJP নেতা আনিসুর রহমান তাঁর শওহরকে খুন করেছে । এবার তিনি তাঁর শওহরকে খুনের অভিযোগ তুলেছেন BJP নেত্রী ভারতী ঘোষের বিরুদ্ধেও । যদিও এখনও ভারতী ঘোষের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেনি ৷
গত 11 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রচারে পাঁশকুড়া এসেছিলেন ভারতী ঘোষ । সেই সময় তিনি পাঁশকুড়ার যশোড়া থেকে মাইসোরা পর্যন্ত মিছিল করেছিলেন ৷ পথে তৃণমূল কর্মীরা গোপালহাজরা গ্রামে ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর করে পথ আটকে বিক্ষোভ দেখায় । বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সেদিনই ভারতী ঘোষ পাঁশকুড়া থানা ও নির্বাচন কমিশনের কাছে কুরবান শাহের নামে অভিযোগ জানিয়েছিলেন । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওইদিন ঘটনাস্থান থেকেই কুরবানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতীদেবী । সেই প্রসঙ্গ টেনে কুরবানের খুনের জন্য ভারতী ঘোষের দিতে আঙুল তুলেছেন তাঁর বিবি সাবানা খাতুন ৷
কুরবান শাহের বিবি সাবানা খাতুন বলেছেন, "লোকসভা নির্বাচনের সময় ভারতী ঘোষের সঙ্গে কুরবান ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন । সেই সময় ভারতী ঘোষ কুরবানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন । কুরবানের মৃত্যুর পেছনে ভারতী ঘোষেরও হাত থাকতে পারে ৷ "
যদিও কুরবান শাহের বিবির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতী ঘোষ ৷ তিনি বলেন, "কোথাও কিছু ঘটলেই তৃণমূল BJP-র নেতা-কর্মীদের নামে অভিযোগ জানায় । এক্ষেত্রেও তাই হয়েছে । আমি কুরবানকে কোনও হুমকি দিইনি । আমার যা অভিযোগ ছিল তা আমি নির্বাচন কমিশন ও থানায় জানিয়েছিলাম । এখন কুরবানের খুনের জন্য আমার নামে অভিযোগ করলে আমি কোর্টে বুঝে নেব ।"
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সোলেমন নেশা কুমার বলেছেন, " কুরবান শাহ খুনের ঘটনায় ভারতী ঘোষের নামে কোন অভিযোগ এখনও পর্যন্ত দায়ের হয়নি । লিখিত অভিযোগ ছাড়া কে কোথায় কি অভিযোগ করেছে সে সম্পর্কে আমার কিছুই জানা নেই । "