ETV Bharat / state

গভীর রাতে ফল ঘোষণা, ময়নায় জিতলেন অশোক দিন্দা - assembly election 2021

ফল ঘোষণা হতে মাঝরাত পেরিয়ে যায় ৷ শেষপর্যন্ত ময়নায় জিতলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ প্রায় 1200 ভোটে হারান তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ৷

ashok
অশোক দিন্দা
author img

By

Published : May 3, 2021, 11:32 AM IST

Updated : May 3, 2021, 1:16 PM IST

ময়না, 3 মে : মাঝরাতে হল ফল ঘোষণা ৷ পূর্ব মেদিনীপুরের ময়না থেকে জিতলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ গণনা শেষ হলেও সবশেষে পোস্টাল ব্য়ালট পুনর্গণনার দাবি করেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলুই ৷ পোস্টাল ব্য়ালট পুনর্গণনা শেষ হতেই দেখা যায় অশোক দিন্দার প্রাপ্ত ভোটের সংখ্য়া প্রায় এক হাজার বেড়ে গেছে ৷

গতকাল প্রথমবার গণনা শেষ হওয়ার পর প্রায় 200টি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ কিন্তু ফের পোস্টাল ভোট গণনার দাবি করেন সংগ্রাম দলুই ৷ তাঁর অভিযোগ ছিল, পোস্টাল ব্য়ালট গণনায় সমস্য়া হয়েছে ৷ তা পুনর্গণনা হলে ওই কেন্দ্র থেকে তিনিই জিতবেন ৷ সেই অভিযোগ অনুযায়ী ফের পোস্টাল ব্য়ালট গণনা শুরু হয় ৷ কিন্তু তা হতেই দেখা যায় প্রায় একহাজার ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ সবমিলিয়ে 1260টি ভোটে জয়ী হন তিনি ৷

ওই আসনে অশোক দিন্দা 48 শতাংশ ভোট পেয়ে জয়ী হন ৷ অন্য়দিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সংগ্রাম দোলুই পেয়েছেন 47 শতাংশ ভোট ৷ ওই কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন মানিক ভৌমিক ৷ তাঁর প্রাপ্ত ভোট 2 শতাংশ ৷

আরও পড়ুন- সোনারপুরে খুন বিজেপি কর্মী

2016 সালে ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগ্রাম দলুই ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 1 লাখের কিছু বেশি ৷ এবং দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের মানিক ভৌমিক ৷ কিন্তু এবার ওই কেন্দ্রের সব হিসেব উল্টোপাল্টা করে দেয় বিজেপি ৷

ময়না, 3 মে : মাঝরাতে হল ফল ঘোষণা ৷ পূর্ব মেদিনীপুরের ময়না থেকে জিতলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ গণনা শেষ হলেও সবশেষে পোস্টাল ব্য়ালট পুনর্গণনার দাবি করেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলুই ৷ পোস্টাল ব্য়ালট পুনর্গণনা শেষ হতেই দেখা যায় অশোক দিন্দার প্রাপ্ত ভোটের সংখ্য়া প্রায় এক হাজার বেড়ে গেছে ৷

গতকাল প্রথমবার গণনা শেষ হওয়ার পর প্রায় 200টি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ কিন্তু ফের পোস্টাল ভোট গণনার দাবি করেন সংগ্রাম দলুই ৷ তাঁর অভিযোগ ছিল, পোস্টাল ব্য়ালট গণনায় সমস্য়া হয়েছে ৷ তা পুনর্গণনা হলে ওই কেন্দ্র থেকে তিনিই জিতবেন ৷ সেই অভিযোগ অনুযায়ী ফের পোস্টাল ব্য়ালট গণনা শুরু হয় ৷ কিন্তু তা হতেই দেখা যায় প্রায় একহাজার ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ সবমিলিয়ে 1260টি ভোটে জয়ী হন তিনি ৷

ওই আসনে অশোক দিন্দা 48 শতাংশ ভোট পেয়ে জয়ী হন ৷ অন্য়দিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সংগ্রাম দোলুই পেয়েছেন 47 শতাংশ ভোট ৷ ওই কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন মানিক ভৌমিক ৷ তাঁর প্রাপ্ত ভোট 2 শতাংশ ৷

আরও পড়ুন- সোনারপুরে খুন বিজেপি কর্মী

2016 সালে ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগ্রাম দলুই ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 1 লাখের কিছু বেশি ৷ এবং দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের মানিক ভৌমিক ৷ কিন্তু এবার ওই কেন্দ্রের সব হিসেব উল্টোপাল্টা করে দেয় বিজেপি ৷

Last Updated : May 3, 2021, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.