নন্দীগ্রাম, 26 মার্চ: নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ কটাক্ষ করলেন বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে ৷ কল-কারখানা নিয়ে তুলোধোনা করলেন তৃণমূলের ৷ নতুন প্রজন্মের হাতে এই বাংলার দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান সেলিম ৷
নন্দীগ্রামে সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে চাঁছাছোলা ভাষায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি বলছে সোনার বাংলা করবে ৷ গত সাত বছরে সোনার ভারত তৈরি করতে পারেনি ৷ কে বলেছিল বাংলাকে বাদ দিয়ে বাকিটা সোনার করো ৷ তখনই তো বাংলাকে সোনার বাংলা করতে পারতেন ৷ বাংলা তো ভারতের বাইরে নয় ৷ ঝাড়খণ্ড থেকে বিজেপিকে তাড়িয়েছে লোকেরা ৷ যারা সব কিছু বেচে দিচ্ছে, তারা বাংলাকে সোনার বাংলা করবে কী করে ?" বিজেপির আমলে আদানি ও আম্বানিরা ফুলে ফেঁপে উঠেছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেন সেলিম ৷
বিজেপিই পরিকল্পিতভাবে নিজেদের লোক তৃণমূলের অন্দরে ঢুকিয়ে রেখেছিল বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, "কোকিল কখনও নিজের বাসা তৈরি করে না ৷ কাকের বাসাতেই ডিম পেড়ে যায় ৷ বিজেপিও কালীঘাটে সে রকম কয়েকটা ডিম রেখে গিয়েছিল ৷ তৃণমূল তাদের তা দিয়ে বড় করার পর তারা কোকিলের মতো ডাক দিয়ে ঝাঁকের কইয়ের দলে মিশে গিয়েছে ৷ আরও কয়েকটা বিজেপির ডিমকে এখন তা দিচ্ছে তৃণমূল ৷ সেই ডিম ফুটেও বিজেপিতে যাবে ৷ তাই আমাদের সাবধান থাকতে হবে ৷"
আরও পড়ুন: "মমতার মুসলিম তোষণেই বঙ্গে এসেছে বিজেপি", নন্দীগ্রামে বিস্ফোরক আব্বাস
বিজেপি ধর্মের নাম ভোট করতে চাইছে বলে জানিয়ে কটাক্ষ করেছেন সিপিএম নেতা ৷ বলেছেন, "আমরা বলছি কামকাজ, ওরা বলছে রামরাজ ৷ রামের নামে ধাপ্পা দিতে চাইছে ৷ বিজেপিতে চলে গেলেও চোরেরা পার পাবেন না ৷ এঁদের চিনে নিন ৷ তারা কখনও আপনাদের হবে না ৷ ওদের অ্যাক্টর আছে, আমাদের হাতে কাস্তে হাতুড়ি ট্র্যাক্টর আছে ৷ আমরাই লড়ে ইংরেজকে তাড়িয়েছি ৷ সেটা পেরেছি যখন ওদের থেকেও ক্ষমতা ছিনিয়ে নেব ৷" বামেদের তৈরি করা প্রকল্প থেকে তৃণমূল নাম কিনছে বলে অভিযোগ করেন সেলিম ৷ তাই নবীন প্রার্থীদের সুযোগ দিয়ে নয়া প্রজন্মের হাতে বাংলার ভার তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা ৷
এ দিনের সভায় তাঁর সঙ্গেই মঞ্চে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা তথা ফুরফুরা শরিকের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ভাষণের সময় মাইকে আজান শুনে বেশ কিছুক্ষণ বক্তব্য বন্ধ রাখেন সেলিম ৷