ETV Bharat / state

ভোটের দিন বঙ্গে সভা মোদির, আচরণবিধি ভঙ্গের অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে প্রচারসভা করায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

bengal election 2021: Mamata banerjee accuses PM narendra Modi for conducting rally on voting day
"ভোটের দিন কেন বঙ্গে সভা মোদির?" আচরণবিধি ভঙ্গের অভিযোগ মমতার
author img

By

Published : Apr 1, 2021, 6:31 PM IST

নন্দীগ্রাম, 1 এপ্রিল: ভোটের দিন কেন রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এই প্রশ্নে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন জয়নগরে জনসভা করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী ৷ নন্দীগ্রামে বয়ালের বুথে প্রায় দু ঘণ্টা আটকে থাকার পর, সেখান থেকে বেরিয়ে এসে এই অভিযোগ করেন তিনি ৷ বলেন, ভোটে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে ৷

দ্বিতীয় দফার ভোটে তৃণমূল নেত্রী নন্দীগ্রামের বয়ালের একটি বুথে যাওয়ার পরই সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ৷ সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এর ফলে প্রায় দু'ঘণ্টা বয়ালের বুথের মধ্যেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে সেখান থেকে বের করে আনা হয় ৷ বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা ৷

পাশাপাশি তিনি একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ ভোটের দিনে নমো জয়নগর, উলুবেড়িয়ায় প্রচার চালানোয় তীব্র কটাক্ষ করেন মমতা ৷ তিনি বলেন, "কেন প্রত্যেকটা ভোটের দিনে দূরদর্শন ও অন্যান্য সবরকম সুবিধে-সহ বাংলার মানুষের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় ? নির্বাচন কমিশন কিছু করছে না ৷ মানুষই তাঁদের হারিয়ে সব জবাব দিয়ে দেবে ৷ তৃণমূলই ভোটে জিতবে ৷"

আরও পড়ুন: জয় নিশ্চিত, তাই অন্য় কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না মমতা

রাজ্যে প্রথম দফার ভোটের দিন বাংলাদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী ৷ বঙ্গের ভোটপ্রচারেই তিনি ঢাকায় গিয়েছেন এবং নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নন্দীগ্রাম, 1 এপ্রিল: ভোটের দিন কেন রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এই প্রশ্নে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন জয়নগরে জনসভা করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী ৷ নন্দীগ্রামে বয়ালের বুথে প্রায় দু ঘণ্টা আটকে থাকার পর, সেখান থেকে বেরিয়ে এসে এই অভিযোগ করেন তিনি ৷ বলেন, ভোটে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে ৷

দ্বিতীয় দফার ভোটে তৃণমূল নেত্রী নন্দীগ্রামের বয়ালের একটি বুথে যাওয়ার পরই সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ৷ সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এর ফলে প্রায় দু'ঘণ্টা বয়ালের বুথের মধ্যেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে সেখান থেকে বের করে আনা হয় ৷ বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা ৷

পাশাপাশি তিনি একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ ভোটের দিনে নমো জয়নগর, উলুবেড়িয়ায় প্রচার চালানোয় তীব্র কটাক্ষ করেন মমতা ৷ তিনি বলেন, "কেন প্রত্যেকটা ভোটের দিনে দূরদর্শন ও অন্যান্য সবরকম সুবিধে-সহ বাংলার মানুষের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় ? নির্বাচন কমিশন কিছু করছে না ৷ মানুষই তাঁদের হারিয়ে সব জবাব দিয়ে দেবে ৷ তৃণমূলই ভোটে জিতবে ৷"

আরও পড়ুন: জয় নিশ্চিত, তাই অন্য় কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না মমতা

রাজ্যে প্রথম দফার ভোটের দিন বাংলাদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী ৷ বঙ্গের ভোটপ্রচারেই তিনি ঢাকায় গিয়েছেন এবং নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.