ETV Bharat / state

জেলায় 100% লকডাউন কার্যকর করতে গ্রেপ্তার 98 - lockdown in east midnapore

লকডাউন ভাঙার অপরাধে পূর্ব মেদিনীপুরে গ্রেপ্তার 98 । বিভিন্ন এলাকায় পুলিশের লাঠিচার্জ চলছে । সচেতন হয়েছে সাধারণ মানুষ ।

lock_down_success_arreast_98_person
লকডাউন কার্যকর করতে গ্রেপ্তার ৯৮
author img

By

Published : Mar 26, 2020, 1:51 PM IST

Updated : Mar 26, 2020, 2:05 PM IST

তমলুক, 26 মার্চ : সারা দেশ তথা রাজ্যেজুড়ে চলছে লকডাউন । পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অনেকটাই সফল এ ব্যাপারে । জেলার প্রতিটি রাস্তার মোড়ে ও বাজারগুলিতে পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো । সকালে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার ভিড় চোখে পড়লেও বেলা হলে পুরো জেলা প্রায় সুনসান হয়ে যায় । যদিও কিছু মানুষ বাড়ি থেকে রাস্তায় বের হচ্ছেন । তাদের রুখতে বিভিন্ন এলাকায় চলছে পুলিশের লাঠিচার্জ ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, জেলায় লকডাউন প্রায় 90% কার্যকর হয়েছে, এবার লক্ষ্য 100% । সেই লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যেই 98 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুরের প্রতিটি রাস্তা ছিল সুনসান । সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম ও শহরগুলিতে পুলিশের ভ্যানের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা যায় । কোথাও কোন অপ্রয়োজনীয় জমায়েত দেখলেই পুলিশ সেখানে তৎক্ষণাৎ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে ।

শুধু লাঠিচার্জ নয়, কোথাও বা সবক শেখাতে দাঁড় করানো হয়েছে কান ধরে । বাজারহাটগুলিতে প্রশাসনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দূরত্ব মেনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । এসবের মধ্যে মানুষ যে সচেতন হয়েছে তা বিভিন্ন দোকানের সামনে তা চোখে পড়ে । সুশৃংখলভাবে নির্দিষ্ট দূরত্ব মেনেই ওষুধপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা ক্রয় করছে ।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় ও জেলাশাসক পার্থ ঘোষ নিজেরাই টহল দিতে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন । সার্বিক পরিস্থিতি দেখে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে তৃতীয় দিনে মানুষকে প্রায় 90 শতাংশ ঘরবন্দি করা গেছে । পুলিশি তৎপরতা ও মানুষের সচেতনতায় কিছুদিনের মধ্যেই জেলায় 100% লকডাউন কার্যকরা সম্ভব হবে ।

লকডাউন ভাঙার অপরাধে গ্রেপ্তার 98

লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে দোকানে ঔষধ কিনতে আসা পিঙ্কু ভৌমিক নামে এক ক্রেতা জানিয়েছেন, "মানুষকে আরও সচেতন হতে হবে । কোরোনার প্রকোপ রুখে দিতে হবে । প্রশাসনের নির্দেশে দোকানদাররা যেমন আমাদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলছেন । ঠিক সব জায়গাতেই আমাদের মানুষের সাথে নির্দিষ্ট দূরত্ব রেখেই সমস্ত কিছু কাজ করতে হবে । না হলে কোরোনার প্রকোপ কোনোভাবেই আটকানো সম্ভব নয় ।"

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, "অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের জেলার মানুষ যে ভাবে সচেতন হয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য । আমরা আমাদের লক্ষ্যে প্রায় 90 শতাংশ সফল হয়েছি । ইতিমধ্যেই লকডাউন ভাঙার জন্য 98 জনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ যেভাবে তৎপর রয়েছে সংখ্যাটা আরও বাড়বে মনে হয় । এবার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারগুলির ভিড় নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা 100% সফল হব । আমরা নিশ্চিত সচেতন জেলাবাসী আমাদের সেই লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে ।"

তমলুক, 26 মার্চ : সারা দেশ তথা রাজ্যেজুড়ে চলছে লকডাউন । পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অনেকটাই সফল এ ব্যাপারে । জেলার প্রতিটি রাস্তার মোড়ে ও বাজারগুলিতে পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো । সকালে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার ভিড় চোখে পড়লেও বেলা হলে পুরো জেলা প্রায় সুনসান হয়ে যায় । যদিও কিছু মানুষ বাড়ি থেকে রাস্তায় বের হচ্ছেন । তাদের রুখতে বিভিন্ন এলাকায় চলছে পুলিশের লাঠিচার্জ ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, জেলায় লকডাউন প্রায় 90% কার্যকর হয়েছে, এবার লক্ষ্য 100% । সেই লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যেই 98 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুরের প্রতিটি রাস্তা ছিল সুনসান । সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম ও শহরগুলিতে পুলিশের ভ্যানের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা যায় । কোথাও কোন অপ্রয়োজনীয় জমায়েত দেখলেই পুলিশ সেখানে তৎক্ষণাৎ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে ।

শুধু লাঠিচার্জ নয়, কোথাও বা সবক শেখাতে দাঁড় করানো হয়েছে কান ধরে । বাজারহাটগুলিতে প্রশাসনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দূরত্ব মেনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । এসবের মধ্যে মানুষ যে সচেতন হয়েছে তা বিভিন্ন দোকানের সামনে তা চোখে পড়ে । সুশৃংখলভাবে নির্দিষ্ট দূরত্ব মেনেই ওষুধপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা ক্রয় করছে ।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় ও জেলাশাসক পার্থ ঘোষ নিজেরাই টহল দিতে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন । সার্বিক পরিস্থিতি দেখে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে তৃতীয় দিনে মানুষকে প্রায় 90 শতাংশ ঘরবন্দি করা গেছে । পুলিশি তৎপরতা ও মানুষের সচেতনতায় কিছুদিনের মধ্যেই জেলায় 100% লকডাউন কার্যকরা সম্ভব হবে ।

লকডাউন ভাঙার অপরাধে গ্রেপ্তার 98

লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে দোকানে ঔষধ কিনতে আসা পিঙ্কু ভৌমিক নামে এক ক্রেতা জানিয়েছেন, "মানুষকে আরও সচেতন হতে হবে । কোরোনার প্রকোপ রুখে দিতে হবে । প্রশাসনের নির্দেশে দোকানদাররা যেমন আমাদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলছেন । ঠিক সব জায়গাতেই আমাদের মানুষের সাথে নির্দিষ্ট দূরত্ব রেখেই সমস্ত কিছু কাজ করতে হবে । না হলে কোরোনার প্রকোপ কোনোভাবেই আটকানো সম্ভব নয় ।"

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, "অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের জেলার মানুষ যে ভাবে সচেতন হয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য । আমরা আমাদের লক্ষ্যে প্রায় 90 শতাংশ সফল হয়েছি । ইতিমধ্যেই লকডাউন ভাঙার জন্য 98 জনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ যেভাবে তৎপর রয়েছে সংখ্যাটা আরও বাড়বে মনে হয় । এবার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারগুলির ভিড় নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা 100% সফল হব । আমরা নিশ্চিত সচেতন জেলাবাসী আমাদের সেই লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে ।"

Last Updated : Mar 26, 2020, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.