ETV Bharat / state

টালা বিজ্রের বিকল্প রাস্তা তৈরি করবে কলকাতা পৌরনিগম - Bag bazar

বেশ কিছুদিন ধরেই বন্ধ টালা ব্রিজ । মেরামতির জন্য এতদিন বন্ধ রাখলেও ব্রিজের অবস্থা ত খারাপ যে আপাতত ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

টালা বিজ্র
author img

By

Published : Nov 5, 2019, 1:59 AM IST

কলকাতা, 5 নভেম্বর : টালা ব্রিজের বিকল্প রাস্তা তৈরি করবে কলকাতা পৌরনিগম । চিতপুরে রয়েছে রেলের ইয়ার্ড । সেখান থেকে টালা পর্যন্ত চক্ররেলের লাইন বরাবর তৈরি হবে এই বিকল্প রাস্তা । স্থানীয় কাউন্সিলর তরুণ সাহা জানিয়েছেন চিতপুর ব্রিজের বাঁদিকে রয়েছে রেলের ইয়ার্ড । সেই রেল ইয়ার্ডের পাশ দিয়ে, টোডা রোড়, জগন্নাথ টেম্পল রোড হয়ে বি টি রোডে সোজা চলে আসা যাবে । অবশ্য এই বিকল্প রাস্তা শুধুমাত্র ট্রাক ও লরি যাতায়াতের জন্য । ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা হয়েছে এবং রেলওয়ে বোর্ডকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর তরুণ সাহা । রাত ন'টা থেকে সকাল আটটা পর্যন্ত খোলা থাকবে রাস্তাটি ।

বেশ কিছুদিন ধরেই বন্ধ টালা ব্রিজ । মেরামতির জন্য এতদিন বন্ধ রাখলেও ব্রিজের অবস্থা ত খারাপ যে আপাতত ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কিন্তু টালা ব্রিজের বিপদজনক অবস্থার রিপোর্ট জানার পরেই এই ব্রিজের উপর দিয়ে ট্রাক বা লরি যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরিকল্পনা চলতে থাকে বিকল্প রাস্তার খোঁজার । শুরু হয় খোঁজও । এরপর রেল কর্তৃপক্ষের উপস্থিতিতেই কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকারের সদস্যরা এলাকা পরিদর্শন করে ।

স্থানীয় তৃণমূল কাউন্সিলর তরুণ সাহা জানিয়েছেন, যেহেতু চক্ররেল এর লাইন রয়েছে । তাই দুই জায়গায় লেভেল ক্রসিং বসাতে হবে । রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লেভেল ক্রসিং রেলওয়ে বোর্ড করে দেবে । তবে বিকল্প রাস্তাটি তৈরি করতে হবে কলকাতা পৌরনিগমকেই । রেলের অনুমতি পেলেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি । যেহুতু দিনের বেলায় চক্ররেল চলাচল করে । তাই রাতে মালবাহী গাড়ি যাতায়াত করতে পারবে এই বিকল্প নতুন রাস্তা তৈরি হলে ।

অন্যদিকে, ছোটো গাড়ির জন্য লকগেট ব্রিজ, ও চিতপুর ব্রিজ খোলা থাকবে ।

কলকাতা, 5 নভেম্বর : টালা ব্রিজের বিকল্প রাস্তা তৈরি করবে কলকাতা পৌরনিগম । চিতপুরে রয়েছে রেলের ইয়ার্ড । সেখান থেকে টালা পর্যন্ত চক্ররেলের লাইন বরাবর তৈরি হবে এই বিকল্প রাস্তা । স্থানীয় কাউন্সিলর তরুণ সাহা জানিয়েছেন চিতপুর ব্রিজের বাঁদিকে রয়েছে রেলের ইয়ার্ড । সেই রেল ইয়ার্ডের পাশ দিয়ে, টোডা রোড়, জগন্নাথ টেম্পল রোড হয়ে বি টি রোডে সোজা চলে আসা যাবে । অবশ্য এই বিকল্প রাস্তা শুধুমাত্র ট্রাক ও লরি যাতায়াতের জন্য । ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা হয়েছে এবং রেলওয়ে বোর্ডকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর তরুণ সাহা । রাত ন'টা থেকে সকাল আটটা পর্যন্ত খোলা থাকবে রাস্তাটি ।

বেশ কিছুদিন ধরেই বন্ধ টালা ব্রিজ । মেরামতির জন্য এতদিন বন্ধ রাখলেও ব্রিজের অবস্থা ত খারাপ যে আপাতত ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কিন্তু টালা ব্রিজের বিপদজনক অবস্থার রিপোর্ট জানার পরেই এই ব্রিজের উপর দিয়ে ট্রাক বা লরি যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরিকল্পনা চলতে থাকে বিকল্প রাস্তার খোঁজার । শুরু হয় খোঁজও । এরপর রেল কর্তৃপক্ষের উপস্থিতিতেই কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকারের সদস্যরা এলাকা পরিদর্শন করে ।

স্থানীয় তৃণমূল কাউন্সিলর তরুণ সাহা জানিয়েছেন, যেহেতু চক্ররেল এর লাইন রয়েছে । তাই দুই জায়গায় লেভেল ক্রসিং বসাতে হবে । রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লেভেল ক্রসিং রেলওয়ে বোর্ড করে দেবে । তবে বিকল্প রাস্তাটি তৈরি করতে হবে কলকাতা পৌরনিগমকেই । রেলের অনুমতি পেলেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি । যেহুতু দিনের বেলায় চক্ররেল চলাচল করে । তাই রাতে মালবাহী গাড়ি যাতায়াত করতে পারবে এই বিকল্প নতুন রাস্তা তৈরি হলে ।

অন্যদিকে, ছোটো গাড়ির জন্য লকগেট ব্রিজ, ও চিতপুর ব্রিজ খোলা থাকবে ।

Intro:টালা ব্রিজ এর বিকল্প রাস্তা তৈরি করবে কলকাতা পুর নিগম। চিতপুরে রয়েছে রেলের ইয়ার্ড। সেখান থেকে টালা পর্যন্ত চক্ররেলের লাইন বারাবোর তৈরী হবে এই বিকল্প রাস্তা । স্থানীয় কাউন্সিলর তরুণ সাহা জানিয়েছেন চিতপুর ব্রিজের বাঁদিকে রয়েছে রেলের ইয়ার্ড। সেই রেল ইয়ার্ড এর পাশ দিয়ে, টোডা রোড়, জগন্নাথ টেম্পল রোড হয়ে বিটি রোডে সোজা চলে আসা যাবে। অবশ্য এই বিকল্প রাস্তা দিয়ে শুধু মাত্র মালবাহী ভারী ট্রাক ও লরি যাতায়াত করবে। এই বিকল্প রাস্তা তৈরি করবে কলকাতা পৌরনিগম। এর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা হয়েছে এবং রেলওয়ে বোর্ড কে এই প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তরুণ সাহা। রাত ন'টা থেকে সকাল আটটা পর্যন্ত মালবাহী গাড়ি লরি ট্রাক যাতায়াত করতে পারবে এই রাস্তা দিয়ে।





Body:টালা ব্রিজ মেরামতির জন্য ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই ব্রিজের ওপর দিয়ে ভারী মালবাহী গাড়ি যাতায়াত করে। কিন্তু টালা ব্রিজের বিপদজনক অবস্থা রিপোর্ট জানার পরেই এই ব্রিজের ওপর দিয়ে ভারী মালবাহী গাড়ি ট্রাক লরি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। বিকল্প রাস্তা খোঁজ শুরু করা হয়। এরপর রেলে কর্তৃপক্ষের উপস্থিতিতেই কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকারের সদস্যরা এলাকা পরিদর্শন করে।

তরুণ সাহা জানিয়েছেন যেহেতু চক্ররেল এর লাইনে রয়েছে । তাই দুই জায়গায় লেভেল ক্রসিং বসাতে হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লেভেল ক্রসিং রেলওয়ে বোর্ড করে দেবে । তবে বিকল্প রাস্তা টি তৈরি করতে হবে কলকাতা পুর নিগাম কে। রেলের অনুমতি পেলেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। যেহুতু দিনের বেলায় চক্ররেল চলাচল করে। তাই রাতে মালবাহী গাড়ি যাতায়াত করতে পারবে এই বিকল্প নতুন রাস্তা তৈরি হলে।


Conclusion:ছোট গাড়ির জন্য লকগেট ব্রিজ , ও চিতপুর ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। এর ফলে সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.