ETV Bharat / state

lakshmir Bhandar Form : টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ খেজুরিতে - টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ

500 টাকার বিনিময়ে খেজুরির হলুদবাড়ি অঞ্চলে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ৷ দুয়ারে সরকার ক্যাম্পের আগের রাতে এমনই অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

ফর্ম
ফর্ম
author img

By

Published : Aug 23, 2021, 1:06 PM IST

Updated : Aug 23, 2021, 1:47 PM IST

খেজুরি, 23 অগস্ট : আজ খেজুরি বিধানসভার হলুদবাড়ি এলাকায় রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ তার আগে গতকাল রাতে 500 টাকার বিনিময়ে ফর্ম বিক্রির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে ।

বিধায়কের অভিযোগ, সোমবার হলুদবাড়ি অঞ্চলে দুয়ারের সরকারের ক্যাম্প হওয়ার কথা রয়েছে । কিন্তু তা সত্ত্বেও রবিবার রাতে তৃণমূলের অঞ্চল প্রধানের কথায় এক সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম বিক্রি করছেন ।

নামের তালিকা
যাদের ফর্ম দেওয়া হয়েছে তাদের নামের তালিকা

তবে টাকা নেওয়ার বিষয়টি দেখা না গেলেও ফর্ম দেওয়ার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । এই বিষয়ে বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, "রবিবার রাতে আমরা জানতে পারি তৃণমূলের অঞ্চল প্রধান তাপস প্রামাণিক, খেজুরি থানার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ভূঁইয়া এবং কিছু ব্যক্তি 500 টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করছে । খবর পাওয়া মাত্রই আমি বিডিওকে জানাই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে হবে । সেইমতো যদি কাজ করা হয় তাহলে খুব ভাল হবে । না হলে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যেমন ফল দেখিয়েছে । আগামী পঞ্চায়েত নির্বাচনে তার থেকে আরও খারাপ রেজাল্ট হবে তৃণমূলের ।’’

যদিও এই সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "বিজেপির কাজ হচ্ছে বিরোধিতা করা । আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এইসব রটাচ্ছে । এই মিথ্যা অপবাদ দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না । মানুষ এর যোগ্য জবাব দিয়েছে । আবারও দেবে ৷"

টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ খেজুরিতে

আরও পড়ুন : Swasthya Sathi Card : স্বজনপোষণের অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত অফিসে বিক্ষোভ শাসকদলের

খেজুরি, 23 অগস্ট : আজ খেজুরি বিধানসভার হলুদবাড়ি এলাকায় রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ তার আগে গতকাল রাতে 500 টাকার বিনিময়ে ফর্ম বিক্রির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে ।

বিধায়কের অভিযোগ, সোমবার হলুদবাড়ি অঞ্চলে দুয়ারের সরকারের ক্যাম্প হওয়ার কথা রয়েছে । কিন্তু তা সত্ত্বেও রবিবার রাতে তৃণমূলের অঞ্চল প্রধানের কথায় এক সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম বিক্রি করছেন ।

নামের তালিকা
যাদের ফর্ম দেওয়া হয়েছে তাদের নামের তালিকা

তবে টাকা নেওয়ার বিষয়টি দেখা না গেলেও ফর্ম দেওয়ার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । এই বিষয়ে বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, "রবিবার রাতে আমরা জানতে পারি তৃণমূলের অঞ্চল প্রধান তাপস প্রামাণিক, খেজুরি থানার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ভূঁইয়া এবং কিছু ব্যক্তি 500 টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করছে । খবর পাওয়া মাত্রই আমি বিডিওকে জানাই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে হবে । সেইমতো যদি কাজ করা হয় তাহলে খুব ভাল হবে । না হলে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যেমন ফল দেখিয়েছে । আগামী পঞ্চায়েত নির্বাচনে তার থেকে আরও খারাপ রেজাল্ট হবে তৃণমূলের ।’’

যদিও এই সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "বিজেপির কাজ হচ্ছে বিরোধিতা করা । আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এইসব রটাচ্ছে । এই মিথ্যা অপবাদ দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না । মানুষ এর যোগ্য জবাব দিয়েছে । আবারও দেবে ৷"

টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ খেজুরিতে

আরও পড়ুন : Swasthya Sathi Card : স্বজনপোষণের অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত অফিসে বিক্ষোভ শাসকদলের

Last Updated : Aug 23, 2021, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.