মহিষাদল,10 জুলাই : পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে BJP । মহিষাদলে এবার একই অভিযোগ উঠল BJP-র এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । আজ মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন মণ্ডলের বিরুদ্ধে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে একাধিক পোস্টার দেখা যায় এলাকায় । যদিও তপন মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।
আজ তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দাদের তরফে পোস্টার দেওয়া হয় ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, নিজের ছাদ ঢালাই পাকাবাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা নিয়েছেন BJP-র পঞ্চায়েত সদস্য তপনবাবু । শুধু নিজের নামই নয়, সেই সঙ্গে রয়েছে শ্যালিকা ও শ্বশুরের নামও ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে । এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেকেরই নাম নেই বলে অভিযোগ করা হয়েছে । আবাস যোজনার বাড়ি তৈরিতে জব কার্ডে হাজিরার জন্য দুই হাজার টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে।
যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তপন মণ্ডল। তিনি বলেন, "আমি আমার শ্যালিকা সকলেই ইটভাটাতে কাজ করি । আমরা দরিদ্র তাই ক্ষতিপূরণ পাওয়ার উপযুক্ত। সরকারি নির্দেশিকায় কোথাও উল্লেখ নেই আমাদের ক্ষতি হলে আমরা তা পেতে পারি না । আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয়।" এই বিষয়ে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী বলেন, "BJP দলটাই দুর্নীতিগ্রস্ত দল। ওরা ক্ষমতায় না এসেই যেভাবে লুটপাট শুরু করেছে ক্ষমতায় এলে কী হবে তা এখন এলাকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে । ওই এলাকার মানুষ এবারে যা ভুল করেছে আশা করি ভবিষ্যতে তা আর করবেন না।"
আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে পোস্টার BJP পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে - allegations of corruption in amphan
এবার আমফানে ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ শুক্রবার মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই BJPনেতা ৷
মহিষাদল,10 জুলাই : পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে BJP । মহিষাদলে এবার একই অভিযোগ উঠল BJP-র এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । আজ মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন মণ্ডলের বিরুদ্ধে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে একাধিক পোস্টার দেখা যায় এলাকায় । যদিও তপন মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।
আজ তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দাদের তরফে পোস্টার দেওয়া হয় ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, নিজের ছাদ ঢালাই পাকাবাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা নিয়েছেন BJP-র পঞ্চায়েত সদস্য তপনবাবু । শুধু নিজের নামই নয়, সেই সঙ্গে রয়েছে শ্যালিকা ও শ্বশুরের নামও ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে । এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেকেরই নাম নেই বলে অভিযোগ করা হয়েছে । আবাস যোজনার বাড়ি তৈরিতে জব কার্ডে হাজিরার জন্য দুই হাজার টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে।
যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তপন মণ্ডল। তিনি বলেন, "আমি আমার শ্যালিকা সকলেই ইটভাটাতে কাজ করি । আমরা দরিদ্র তাই ক্ষতিপূরণ পাওয়ার উপযুক্ত। সরকারি নির্দেশিকায় কোথাও উল্লেখ নেই আমাদের ক্ষতি হলে আমরা তা পেতে পারি না । আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয়।" এই বিষয়ে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী বলেন, "BJP দলটাই দুর্নীতিগ্রস্ত দল। ওরা ক্ষমতায় না এসেই যেভাবে লুটপাট শুরু করেছে ক্ষমতায় এলে কী হবে তা এখন এলাকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে । ওই এলাকার মানুষ এবারে যা ভুল করেছে আশা করি ভবিষ্যতে তা আর করবেন না।"