ETV Bharat / state

পরকীয়া! সালিশি বসিয়ে বিবাহিত মহিলা-যুবকের মালা বদল - Ghatal

কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ওই মহিলার স্বামী । তাঁদের একটি মেয়েও রয়েছে । অভিযুক্ত ওই যুবকও রুজির টানে অন্য রাজ্যে থাকেন । গতকালই তিনি গ্রামে ফেরেন ।

মহিলা-যুবক
author img

By

Published : Jul 17, 2019, 10:30 PM IST

ঘাটাল, 17 জুলাই : স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের গুজব ছিলই । কিন্তু, এতদিন হাতেনাতে তা ধরা যাচ্ছিল না । অথচ ক্ষোভ বাড়ছিল গ্রামে । এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্য়ায় ওই বিবাহিত মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাঁর প্রেমিক তথা স্থানীয় এক যুবককে । আগুনে ঘি পড়ে । এরপর গ্রামে সালিশি সভা বসিয়ে ওই মহিলা ও যুবককে মালা বদল করানো হয় । তার আগে গাছে বেঁধে একপ্রস্থ চলে উত্তমমধ্যম । ঘাটাল থানার মনসুকা ধসাচাঁদপুর গ্রামের পাঁজাপাড়ার ঘটনা ।

কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ওই মহিলার স্বামী । তাঁদের একটি মেয়েও রয়েছে । অভিযুক্ত ওই যুবকও রুজির টানে অন্য রাজ্যে থাকেন । গতকালই তিনি গ্রামে ফেরেন । উভয় পরিবারের মধ্য়ে সুসম্পর্ক ছিল । সেই সূত্রে বিবাহিত ওই মহিলাকে বৌদি বলে ডাকতেন ওই যুবক । কিন্তু গ্রামের অনেকেই তাঁদের মেলামেশার বিষয়টি জানতেন ।

গতকাল ওই দু'জনকে একটি খুটিতে বেঁধে প্রথমে মারধর করা হয় । পরে গ্রামে সালিশি সভা বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, দু'জনের বিয়ে দিয়ে দেওয়া হবে । সেইমতো মালা বদল করানো হয় ।

ঘাটাল, 17 জুলাই : স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের গুজব ছিলই । কিন্তু, এতদিন হাতেনাতে তা ধরা যাচ্ছিল না । অথচ ক্ষোভ বাড়ছিল গ্রামে । এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্য়ায় ওই বিবাহিত মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাঁর প্রেমিক তথা স্থানীয় এক যুবককে । আগুনে ঘি পড়ে । এরপর গ্রামে সালিশি সভা বসিয়ে ওই মহিলা ও যুবককে মালা বদল করানো হয় । তার আগে গাছে বেঁধে একপ্রস্থ চলে উত্তমমধ্যম । ঘাটাল থানার মনসুকা ধসাচাঁদপুর গ্রামের পাঁজাপাড়ার ঘটনা ।

কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ওই মহিলার স্বামী । তাঁদের একটি মেয়েও রয়েছে । অভিযুক্ত ওই যুবকও রুজির টানে অন্য রাজ্যে থাকেন । গতকালই তিনি গ্রামে ফেরেন । উভয় পরিবারের মধ্য়ে সুসম্পর্ক ছিল । সেই সূত্রে বিবাহিত ওই মহিলাকে বৌদি বলে ডাকতেন ওই যুবক । কিন্তু গ্রামের অনেকেই তাঁদের মেলামেশার বিষয়টি জানতেন ।

গতকাল ওই দু'জনকে একটি খুটিতে বেঁধে প্রথমে মারধর করা হয় । পরে গ্রামে সালিশি সভা বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, দু'জনের বিয়ে দিয়ে দেওয়া হবে । সেইমতো মালা বদল করানো হয় ।

Intro:গণ আদালতে পরক্রিয়া জড়িত এক বাচ্চার মায়ের সাথে যুবকের বিয়ে গ্রাম বাসীর Body:দিলো উলুধ্বনি ,হলো মালা বদল ,গণআদালতে বসিয়ে বিবাহিত স্ত্রীর পরকীয়ায় জড়িত যুবকের সাথে বিয়ে দিলো গ্রামবাসীরা , তাঁর আগে গাছে বেঁধে করা হলো এক প্রস্থ মারধর l

আদালত বলেছে পরকীয় বৈধ কিন্তু গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট করে পরকীয়া সম্পর্ক এই অজুহাতেই এখনও গ্রামে গঞ্জে এরকম গণ আদালতের শিকার হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকা ধসাচাঁদপুর গ্রামের পাঁজা পাড়ার এই যুগলদের l ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ মনসুকার ধসাচাঁদপুর গ্রামের প্রতিবেশী অবিবাহিত যুবকের সাথে প্রনয়ের সম্পর্ক ছিলো গ্রামেরই এক কন্যা সন্তানের মা বিবাহিত মহিলার l ওই মহিলার স্বামী সোনার কাজে ভিন রাজ্য থাকে আর প্রতিবেশী যুবকও অন্যরাজ্য সোনার কাজে যুক্ত l গতকালই সে গ্রামে ফিরে ,দুজনের পরিবারের সাথেই সুসম্পর্ক এর জেরেই বিবাহিত মহিলা ওই যুবকের সম্পর্কে বৌদি,সুসম্পর্কের জেরে পরিবারের কোন ও সন্দেহ ছিলো না কিন্তু গ্রামের লোকজন আগে থেকেই ক্ষুব্ধ ছিলো দুজনের মেলামেশা নিয়ে l তাদের অভিযোগ,দুজনের সম্পর্ক দিনদিন এমন পর্যায়ে পৌঁছেছে যাতে করে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে l গতকাল সন্ধ্যা নাগাদ দুজনকে একটি ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গ্রামেরই কয়েকজন l আর তা নিমেষে ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন জড়ো হয় l এরপর দুজনকে গ্রামেরই একটি খুটিতে বেঁধে প্রথমে মারধর করা হয় এবং পরে গ্রামের গন আদালতে সিদ্ধান্ত নেওয়া হয় দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে l সেই মত দড়ির বাঁধন খুলে দুজনকে ঘিরে রেখে করানো হয় মালাবদল , বিয়ের দেওয়ার পরই ক্ষান্ত হয় গ্রামের মানুষ l

এদিকে দুজনের পরিবারের তরফেই নাকি অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে গতকাল গন আদালতে যুক্ত গ্রামবাসীদের দিকে l পারিবারিক আক্রোশ বশতঃ দুজনের সঙ্গে এমনটা ঘটানো হয়েছে ,গন আদালত বসিয়ে এসব চলাকালিন ঘাটাল থানার পুলিশ বিষয়টি জানা সত্বেও উদ্ধারে আসেনি এমনটাই অভিযোগ l গনআদালতে হেনস্থা ও মানসিক অত্যাচার করে মারধর ও জোর করে বিয়ে দেওয়া যুগলদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয় l যদিও এখনও পর্যন্ত পুরো ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি l Conclusion:তদন্ত চলছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.