ঘাটাল, 17 জুলাই : স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের গুজব ছিলই । কিন্তু, এতদিন হাতেনাতে তা ধরা যাচ্ছিল না । অথচ ক্ষোভ বাড়ছিল গ্রামে । এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্য়ায় ওই বিবাহিত মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাঁর প্রেমিক তথা স্থানীয় এক যুবককে । আগুনে ঘি পড়ে । এরপর গ্রামে সালিশি সভা বসিয়ে ওই মহিলা ও যুবককে মালা বদল করানো হয় । তার আগে গাছে বেঁধে একপ্রস্থ চলে উত্তমমধ্যম । ঘাটাল থানার মনসুকা ধসাচাঁদপুর গ্রামের পাঁজাপাড়ার ঘটনা ।
কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ওই মহিলার স্বামী । তাঁদের একটি মেয়েও রয়েছে । অভিযুক্ত ওই যুবকও রুজির টানে অন্য রাজ্যে থাকেন । গতকালই তিনি গ্রামে ফেরেন । উভয় পরিবারের মধ্য়ে সুসম্পর্ক ছিল । সেই সূত্রে বিবাহিত ওই মহিলাকে বৌদি বলে ডাকতেন ওই যুবক । কিন্তু গ্রামের অনেকেই তাঁদের মেলামেশার বিষয়টি জানতেন ।
গতকাল ওই দু'জনকে একটি খুটিতে বেঁধে প্রথমে মারধর করা হয় । পরে গ্রামে সালিশি সভা বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, দু'জনের বিয়ে দিয়ে দেওয়া হবে । সেইমতো মালা বদল করানো হয় ।