ETV Bharat / state

TMC Candidate List : সুব্রতর কথাতেই সুর নরম অখিলের, ছাড়ছেন না নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ - পৌরভোটের প্রার্থীতালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে শুরু মুষল পর্ব

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলার পরেই নিজের সিদ্ধান্ত বদলালেন অখিল গিরি (Akhil Giri withdraws his decision) ৷

Akhil Giri
ছাড়ছেন না নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ
author img

By

Published : Feb 5, 2022, 6:58 PM IST

Updated : Feb 5, 2022, 8:26 PM IST

কাঁথি, 5 ফেব্রুয়ারি : পৌরভোটের প্রার্থীতালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে চরম কোন্দল শুরু হয়েছে ৷ কাঁথিতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri is unhappy with the party candidate list) ৷ কিন্তু দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলার পরেই ফের সুর বদলালেন তিনি ৷ জানিয়ে দিলেন, আপাতত আগের পদেই বহাল থাকছেন ৷

অখিল গিরি বলেন, "দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা হয়েছে । দলের এই সিদ্ধান্ত যদি নতুন করে বিবেচনা করা যায়, তা করা হবে বলেও জানিয়েছেন তিনি । নির্বাচনী কনভেনারের পদেই আমি থাকছি ৷" তাঁর বাড়ির সামনে বিক্ষোভরত তৃণমূল কর্মীদেরও বুঝিয়ে বাড়ি পাঠান মৎস্যমন্ত্রী ।

সিদ্ধান্ত বদলালেন অখিল গিরি ৷

শুক্রবারই রাজ্যের 107টি পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য দলীয় প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ৷ সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল শীর্ষ নেতৃত্বার উপস্থিতিতে এই তালিকা ঘোষণা করা হয় ৷ ঘাসফুল শিবিরের প্রার্থীতালিকা প্রকাশ হতেই রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । তৃণমূল সমর্থকদের অভিযোগ, তালিকায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের নাম রয়েছে ৷ বিজেপি সমর্থক দু‘-একজনের নামও নাকি তালিকায় রয়েছে ৷ পৌরপ্রশাসক হরিসাধন দাস অধিকারীকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । তাঁর পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছে, তিনি শুভেন্দু-ঘনিষ্ঠ এবং বিজেপি থেকে আসা কর্মী ।

আরও পড়ুন : দলের প্রার্থী তালিকা দেখে মর্মাহত, নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ঘোষণা অখিলের

এই ঘটনার পেছনে শাসকদলের স্থানীয় নেতৃত্বের কোনও অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । টাকার বিনিময়ে প্রার্থীতালিকা ঠিক করা হয়েছে কিনা, তা নিয়ে গুঞ্জন উঠেছে তৃণমূলের অন্দরেই ।

কাঁথি, 5 ফেব্রুয়ারি : পৌরভোটের প্রার্থীতালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে চরম কোন্দল শুরু হয়েছে ৷ কাঁথিতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri is unhappy with the party candidate list) ৷ কিন্তু দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলার পরেই ফের সুর বদলালেন তিনি ৷ জানিয়ে দিলেন, আপাতত আগের পদেই বহাল থাকছেন ৷

অখিল গিরি বলেন, "দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা হয়েছে । দলের এই সিদ্ধান্ত যদি নতুন করে বিবেচনা করা যায়, তা করা হবে বলেও জানিয়েছেন তিনি । নির্বাচনী কনভেনারের পদেই আমি থাকছি ৷" তাঁর বাড়ির সামনে বিক্ষোভরত তৃণমূল কর্মীদেরও বুঝিয়ে বাড়ি পাঠান মৎস্যমন্ত্রী ।

সিদ্ধান্ত বদলালেন অখিল গিরি ৷

শুক্রবারই রাজ্যের 107টি পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য দলীয় প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ৷ সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল শীর্ষ নেতৃত্বার উপস্থিতিতে এই তালিকা ঘোষণা করা হয় ৷ ঘাসফুল শিবিরের প্রার্থীতালিকা প্রকাশ হতেই রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । তৃণমূল সমর্থকদের অভিযোগ, তালিকায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের নাম রয়েছে ৷ বিজেপি সমর্থক দু‘-একজনের নামও নাকি তালিকায় রয়েছে ৷ পৌরপ্রশাসক হরিসাধন দাস অধিকারীকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । তাঁর পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছে, তিনি শুভেন্দু-ঘনিষ্ঠ এবং বিজেপি থেকে আসা কর্মী ।

আরও পড়ুন : দলের প্রার্থী তালিকা দেখে মর্মাহত, নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ঘোষণা অখিলের

এই ঘটনার পেছনে শাসকদলের স্থানীয় নেতৃত্বের কোনও অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । টাকার বিনিময়ে প্রার্থীতালিকা ঠিক করা হয়েছে কিনা, তা নিয়ে গুঞ্জন উঠেছে তৃণমূলের অন্দরেই ।

Last Updated : Feb 5, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.