ETV Bharat / state

শুভেন্দু-শিশিরকে নজিরবিহীন আক্রমণ অখিল গিরির - শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে নজিরবিহীন সমালোচনা করলেন অখিল গিরির

পূর্ব মেদিনীপুরের এগরার সভা থেকে নজিরবিহীনভাবে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি ৷ এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷

akhil giri
অখিল গিরি
author img

By

Published : Feb 22, 2021, 9:43 AM IST

এগরা, 22 ফেব্রুয়ারি : এবার শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীকে দলের সভা থেকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন বিধায়ক অখিল গিরি ৷ তৃণমূলে থাকার সময়েই অখিল গিরির সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক আদায়-কাঁচকলায় ৷ তবে রামনগরের সভা থেকে তিনি যেভাবে শুভেন্দুর পাশাপাশি বরিষ্ঠ রাজনীতিবিদ শিশির অধিকারীকেও নিশানা করলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিল ও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সভা ছিল এগরা দু নম্বর ব্লকে ৷ সেই সভা থেকেই রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন,"চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা" ৷ তিনি সুকৌশলে বলেন," অনেকেই স্লোগান দিচ্ছেন, চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা ৷ অনেকে এটা বলছেন ৷ খেলার মাঠে বলছেন ৷ সংস্কৃতি মঞ্চে বলছেন ৷ বিভিন্নভাবে মাইক বাজাচ্ছেন,চোর চোর চোরটা ৷ পরের লাইনটা আমি আর বললাম না ৷ আমি ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করি না ৷" এভাবে তাঁর শুভেন্দু-শিশিরকে আক্রমণ করা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে ৷

দল বদলের পর শুভেন্দু অধিকারীর মূল নিশানা হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একাধিক সভা থেকে শুভেন্দু বলেন, তৃণমূল আসলে পিসি-ভাইপোর কোম্পানি। এমনকি আমফান পরবর্তী সময়ে তিনি চাল-ত্রিপল চুরিরও অভিযোগ তোলেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে ৷ কয়লা-বালি মাফিয়াদের সঙ্গে একাধিক তৃণমূল নেতা জড়িত বলেও একাধিক সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন ৷ পঞ্চায়েতের টাকায় বহু তৃণমূল নেতা বাড়ি গাড়ি করেছেন বলেও তিনি অভিযোগ তোলেন ৷ এবার তৃণমূলও শুভেন্দুকে পাল্টা আক্রমণের রাস্তা নিল ৷ আগেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, "তৃণমূলের সবাই চোর যদি হয় তাহলে তোর বাবা কী ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে এক সভা থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর পরিবারকেও নিশানা করেছেন ৷ এমনকি কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল থেকেও শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে স্লোগান তোলা হয় ৷ তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের সামনেই দলের সমর্থকরা সেদিন স্লোগান তোলেন,"চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা" ৷ শিশির অধিকারী এখনও তৃণমূল ত্যাগ করেননি ৷ যদিও দলের সঙ্গে তাঁর দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য ৷ কিন্তু শুভেন্দুকে নিশানা করতে গিয়ে প্রবীণ এই তৃণমূল নেতাকেও রেয়াত করছে না দলের সমর্থকরা ৷ দলের সেই মিছিল থেকে ওঠা স্লোগান নিয়ে তৃণমূল নেতাদের সাফাই ছিল,"দল এধরণের ব্য়ক্তি আক্রমণ সমর্থন করেনা ৷ এতবড় মিছিলে কে কোথায় কী স্লোগান তুলল তা নজর রাখাও সম্ভব নয় ৷" কিন্তু দলের সমর্থন না করা স্লোগানই ফিরে এলো দলের বিধায়ক অখিল গিরির মুখে ৷

আরো পড়ুন :ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার

পূর্ব মেদিনীপুরের এগরা দুই ব্লকের বালিঘাই হাই স্কুলের মাঠে তৃণমূলের সভা ছিল ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ও মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য , ছাত্রনেতা সুদীপ রাহা, বিধায়ক জ্যোতির্ময় কর, রামনগরের বিধায়ক অখিল গিরি, ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, পার্থ সারথি দাস সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। শুধু শুভেন্দুকেই আক্রমণ করে থেমে থাকেননি অখিল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধেও বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ কৈলাস বিজয়বর্গীয়কে বর্গী বলে সম্বোধন করে অখিল বলেন,"ওই বর্গীর সাথে যিনি দাঁড়িয়ে থাকেন সেই রাকেশ সিং কোকেন সরবরাহকারী তালিকায় নাম লিখিয়েছেন।" নিবার্চন নির্ঘন্ট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়েও তিনি সমালোচনায় সরব হন ৷

এগরা, 22 ফেব্রুয়ারি : এবার শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীকে দলের সভা থেকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন বিধায়ক অখিল গিরি ৷ তৃণমূলে থাকার সময়েই অখিল গিরির সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক আদায়-কাঁচকলায় ৷ তবে রামনগরের সভা থেকে তিনি যেভাবে শুভেন্দুর পাশাপাশি বরিষ্ঠ রাজনীতিবিদ শিশির অধিকারীকেও নিশানা করলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিল ও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সভা ছিল এগরা দু নম্বর ব্লকে ৷ সেই সভা থেকেই রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন,"চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা" ৷ তিনি সুকৌশলে বলেন," অনেকেই স্লোগান দিচ্ছেন, চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা ৷ অনেকে এটা বলছেন ৷ খেলার মাঠে বলছেন ৷ সংস্কৃতি মঞ্চে বলছেন ৷ বিভিন্নভাবে মাইক বাজাচ্ছেন,চোর চোর চোরটা ৷ পরের লাইনটা আমি আর বললাম না ৷ আমি ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করি না ৷" এভাবে তাঁর শুভেন্দু-শিশিরকে আক্রমণ করা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে ৷

দল বদলের পর শুভেন্দু অধিকারীর মূল নিশানা হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একাধিক সভা থেকে শুভেন্দু বলেন, তৃণমূল আসলে পিসি-ভাইপোর কোম্পানি। এমনকি আমফান পরবর্তী সময়ে তিনি চাল-ত্রিপল চুরিরও অভিযোগ তোলেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে ৷ কয়লা-বালি মাফিয়াদের সঙ্গে একাধিক তৃণমূল নেতা জড়িত বলেও একাধিক সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন ৷ পঞ্চায়েতের টাকায় বহু তৃণমূল নেতা বাড়ি গাড়ি করেছেন বলেও তিনি অভিযোগ তোলেন ৷ এবার তৃণমূলও শুভেন্দুকে পাল্টা আক্রমণের রাস্তা নিল ৷ আগেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, "তৃণমূলের সবাই চোর যদি হয় তাহলে তোর বাবা কী ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে এক সভা থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর পরিবারকেও নিশানা করেছেন ৷ এমনকি কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল থেকেও শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে স্লোগান তোলা হয় ৷ তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের সামনেই দলের সমর্থকরা সেদিন স্লোগান তোলেন,"চোর চোর চোরটা ওই শিশির বাবুর ছেলেটা" ৷ শিশির অধিকারী এখনও তৃণমূল ত্যাগ করেননি ৷ যদিও দলের সঙ্গে তাঁর দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য ৷ কিন্তু শুভেন্দুকে নিশানা করতে গিয়ে প্রবীণ এই তৃণমূল নেতাকেও রেয়াত করছে না দলের সমর্থকরা ৷ দলের সেই মিছিল থেকে ওঠা স্লোগান নিয়ে তৃণমূল নেতাদের সাফাই ছিল,"দল এধরণের ব্য়ক্তি আক্রমণ সমর্থন করেনা ৷ এতবড় মিছিলে কে কোথায় কী স্লোগান তুলল তা নজর রাখাও সম্ভব নয় ৷" কিন্তু দলের সমর্থন না করা স্লোগানই ফিরে এলো দলের বিধায়ক অখিল গিরির মুখে ৷

আরো পড়ুন :ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার

পূর্ব মেদিনীপুরের এগরা দুই ব্লকের বালিঘাই হাই স্কুলের মাঠে তৃণমূলের সভা ছিল ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ও মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য , ছাত্রনেতা সুদীপ রাহা, বিধায়ক জ্যোতির্ময় কর, রামনগরের বিধায়ক অখিল গিরি, ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, পার্থ সারথি দাস সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। শুধু শুভেন্দুকেই আক্রমণ করে থেমে থাকেননি অখিল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধেও বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ কৈলাস বিজয়বর্গীয়কে বর্গী বলে সম্বোধন করে অখিল বলেন,"ওই বর্গীর সাথে যিনি দাঁড়িয়ে থাকেন সেই রাকেশ সিং কোকেন সরবরাহকারী তালিকায় নাম লিখিয়েছেন।" নিবার্চন নির্ঘন্ট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়েও তিনি সমালোচনায় সরব হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.