তমলুক, 24 মে: ফের নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 7 জন । তাঁদের মধ্যে ছয়জনই ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা শ্রমিক । বাকি এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় আক্রান্ত হন । রবিবার জেলার 6 আক্রান্ত শ্রমিককেই চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর ।
রবিবার নতুন করে কোরোনা আক্রান্তদের মধ্যে একজন হলেন তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক এলাকার দিল্লি ফেরত 52 বছরের ব্যক্তি । আরও এক আক্রান্ত পাঁশকুড়ার প্রতাপপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 23 বছরের যুবক বাড়ি ফিরেছেন মহারাষ্ট্র থেকে । পটাশপুর 2 ব্লকের সেলামপুরের 33 বছরের এক যুবকও মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । এছাড়াও ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে কোরোনায় আক্রান্ত হন হলদিয়া পৌরসভার ডিঘাসিপুরের 49 বছরের ব্যক্তি ও হলদিয়ার দেউলপোঁতার 36 বছরের যুবক । একইভাবে এগরা 1 নম্বর ব্লকের বাসিন্দা এক দম্পতি সম্প্রতি তাঁদের 11 বছরের ছেলেকে নিয়ে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন । কাজের সূত্রে তাঁরা সেখানেই থাকতেন । বাড়ি ফেরার পর প্রত্যেকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হলে ওই কিশোরের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে । একজন কোরোনা আক্রান্ত মহিলা মেচেদার বাসিন্দা । 42 বছরের মহিলা চিকিৎসাধীন ছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে । সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে ।
কোরোনা আক্রান্তদের মধ্যে দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার হার পূর্ব মেদিনীপুর জেলায় যথেষ্ট বেশি । সম্ভাবনা ছিল রেড জ়োন থেকে গ্রিন জ়োনের তালিকায় দ্রুত উঠে আসার । কিন্তু বাড়ি ফেরা ভিন রাজ্যের শ্রমিকদের মধ্যে একদিনেই 6 ব্যক্তি কোরোনায় সংক্রমিত হওয়ায় চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে । পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "রবিবার জেলায় নতুন করে 6 ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁরা সকলেই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন । বাড়ি ফেরার পর সকলেরই সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হয়েছিল । রবিবার রিপোর্টে জানা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত । তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । প্রত্যেকেরই সোয়াব সংগ্ৰহ করে টেস্ট করা হবে ।"
ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিক সহ পূর্ব মেদিনীপুরে ফের কোরোনায় আক্রান্ত 7 - again 7 corona positive in East Midnapore along with migrant workers
রবিবার জেলার 6 আক্রান্ত শ্রমিককেই চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর ।
তমলুক, 24 মে: ফের নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 7 জন । তাঁদের মধ্যে ছয়জনই ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা শ্রমিক । বাকি এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় আক্রান্ত হন । রবিবার জেলার 6 আক্রান্ত শ্রমিককেই চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর ।
রবিবার নতুন করে কোরোনা আক্রান্তদের মধ্যে একজন হলেন তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক এলাকার দিল্লি ফেরত 52 বছরের ব্যক্তি । আরও এক আক্রান্ত পাঁশকুড়ার প্রতাপপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 23 বছরের যুবক বাড়ি ফিরেছেন মহারাষ্ট্র থেকে । পটাশপুর 2 ব্লকের সেলামপুরের 33 বছরের এক যুবকও মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । এছাড়াও ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে কোরোনায় আক্রান্ত হন হলদিয়া পৌরসভার ডিঘাসিপুরের 49 বছরের ব্যক্তি ও হলদিয়ার দেউলপোঁতার 36 বছরের যুবক । একইভাবে এগরা 1 নম্বর ব্লকের বাসিন্দা এক দম্পতি সম্প্রতি তাঁদের 11 বছরের ছেলেকে নিয়ে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন । কাজের সূত্রে তাঁরা সেখানেই থাকতেন । বাড়ি ফেরার পর প্রত্যেকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হলে ওই কিশোরের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে । একজন কোরোনা আক্রান্ত মহিলা মেচেদার বাসিন্দা । 42 বছরের মহিলা চিকিৎসাধীন ছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে । সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে ।
কোরোনা আক্রান্তদের মধ্যে দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার হার পূর্ব মেদিনীপুর জেলায় যথেষ্ট বেশি । সম্ভাবনা ছিল রেড জ়োন থেকে গ্রিন জ়োনের তালিকায় দ্রুত উঠে আসার । কিন্তু বাড়ি ফেরা ভিন রাজ্যের শ্রমিকদের মধ্যে একদিনেই 6 ব্যক্তি কোরোনায় সংক্রমিত হওয়ায় চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে । পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "রবিবার জেলায় নতুন করে 6 ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁরা সকলেই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন । বাড়ি ফেরার পর সকলেরই সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হয়েছিল । রবিবার রিপোর্টে জানা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত । তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । প্রত্যেকেরই সোয়াব সংগ্ৰহ করে টেস্ট করা হবে ।"