ETV Bharat / state

105 দিন পর দিঘার সমুদ্রে ট্রলার - After 105 days the trawler start in the sea of ​​Digha

105 দিন পর দিঘার সমুদ্রে পাড়ি দিল মাছ ধরার ট্রলার ৷ সমস্ত বিধি নিষেধ মেনেই শুরু হল কাজ ৷

After 105  days the trawler start in the sea of ​​Digha
দীঘার সমুদ্রে দেখা মিলল পমফ্রেটের
author img

By

Published : Jul 1, 2020, 9:49 PM IST

দিঘা, 1জুলাই : আজ থেকে চালু হলপূর্ব ভারতের বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্য়ান্ড ফিসট্রেডার্স অ্যাসোশিয়েশন ৷ ব্য়ান পিরিয়ড শেষে সরকারি নির্দেশ মতো গত 15 ই জুন এই মৎস্য নিলাম কেন্দ্র খোলার কথা ছিল৷ কিন্তু, কোরোনাসংক্রমণের কথা মাথায় রেখেই আরও 15 দিন পিছিয়ে দেওয়া হয়৷অবশেষে 1 জুলাই থেকেখোলার সিদ্ধান্ত নেওয়া হয় দিঘা শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্সঅ্যাসোশিয়েশনের তরফে৷ স্বাস্থ্যবিধি মেনেই খুলেছে এই মৎস্য কেন্দ্র ৷ কোরোনা মোকালিয়াকরা হচ্ছে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ্ করা হচ্ছেমার্কেট চত্ত্বর ৷

অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, কয়েক দিন আগে থেকে সমুদ্রে মৎস্যশিকার করতে গিয়েছিল প্রায় 100-এরমতো ট্রলার৷ ট্রলারগুলো ফিরে আসার পর অন্যান্য মাছের দেখা মিললেও দেখা মেলেনিইলিশের৷ চিংড়ি, পমফ্রেট, ঢেলা, টুনা, পারশে, চন্দনা সহ বেশ কিছু ধরণের মাছের দেখামিলেছে৷ তবে, মরশুমেরশুরুতে ইলিশের দেখা না মেলায় চিন্তিত মৎস্য ব্যবসায়ীরা৷ তাই গভীর সমুদ্রে ইলিশেরখোঁজে পাড়ি দিচ্ছে ট্রলার ও ইলিশ ধরার ভাসানি৷ পেটুয়াঘাট, শৌলা, মন্দারমনি, শংকরপুর, জুনপুট থেকে প্রায় হাজারের বেশিট্রলার ও ইলিশ ধরার ভাসানি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে৷ এইসব ভাসানী বা ট্রলারফিসিং করে ফিরলে ইলিশ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

যারাকয়েকদিন আগে মাছ ধরতে বেরিয়েছিলেন তাঁরা বলেন, এখন পশ্চিমী হাওয়া বইছে৷ তাই ইলিশেরদল গভীরের দিকে চলে গিয়েছে৷ যতক্ষণ পূবালী হাওয়া না বইতে শুরু করছে ততক্ষণ ইলিশআমদানি ঠিকঠাক হবে না বলেই মনে করছেন তাঁরা৷ এ বিষয়ে শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিসট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর নবকুমার পয়ড়া বলেন,"সবজটিলতা কাটিয়ে আজ দিঘার বাজার খুলেছে৷ প্রায় সমস্ত ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছে৷তবে, ট্রলারওঠার আগে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ "

দিঘা, 1জুলাই : আজ থেকে চালু হলপূর্ব ভারতের বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্য়ান্ড ফিসট্রেডার্স অ্যাসোশিয়েশন ৷ ব্য়ান পিরিয়ড শেষে সরকারি নির্দেশ মতো গত 15 ই জুন এই মৎস্য নিলাম কেন্দ্র খোলার কথা ছিল৷ কিন্তু, কোরোনাসংক্রমণের কথা মাথায় রেখেই আরও 15 দিন পিছিয়ে দেওয়া হয়৷অবশেষে 1 জুলাই থেকেখোলার সিদ্ধান্ত নেওয়া হয় দিঘা শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্সঅ্যাসোশিয়েশনের তরফে৷ স্বাস্থ্যবিধি মেনেই খুলেছে এই মৎস্য কেন্দ্র ৷ কোরোনা মোকালিয়াকরা হচ্ছে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ্ করা হচ্ছেমার্কেট চত্ত্বর ৷

অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, কয়েক দিন আগে থেকে সমুদ্রে মৎস্যশিকার করতে গিয়েছিল প্রায় 100-এরমতো ট্রলার৷ ট্রলারগুলো ফিরে আসার পর অন্যান্য মাছের দেখা মিললেও দেখা মেলেনিইলিশের৷ চিংড়ি, পমফ্রেট, ঢেলা, টুনা, পারশে, চন্দনা সহ বেশ কিছু ধরণের মাছের দেখামিলেছে৷ তবে, মরশুমেরশুরুতে ইলিশের দেখা না মেলায় চিন্তিত মৎস্য ব্যবসায়ীরা৷ তাই গভীর সমুদ্রে ইলিশেরখোঁজে পাড়ি দিচ্ছে ট্রলার ও ইলিশ ধরার ভাসানি৷ পেটুয়াঘাট, শৌলা, মন্দারমনি, শংকরপুর, জুনপুট থেকে প্রায় হাজারের বেশিট্রলার ও ইলিশ ধরার ভাসানি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে৷ এইসব ভাসানী বা ট্রলারফিসিং করে ফিরলে ইলিশ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

যারাকয়েকদিন আগে মাছ ধরতে বেরিয়েছিলেন তাঁরা বলেন, এখন পশ্চিমী হাওয়া বইছে৷ তাই ইলিশেরদল গভীরের দিকে চলে গিয়েছে৷ যতক্ষণ পূবালী হাওয়া না বইতে শুরু করছে ততক্ষণ ইলিশআমদানি ঠিকঠাক হবে না বলেই মনে করছেন তাঁরা৷ এ বিষয়ে শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিসট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর নবকুমার পয়ড়া বলেন,"সবজটিলতা কাটিয়ে আজ দিঘার বাজার খুলেছে৷ প্রায় সমস্ত ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছে৷তবে, ট্রলারওঠার আগে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.