ETV Bharat / state

হলদিয়ায় BJP কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উপ-নির্বাচন মিটতেই BJP, তৃণমূলের দ্বন্দ্ব । হলদিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বালার মোড় এলাকায় BJP-র হলদিয়ার 1 নম্বর নগর মন্ডলের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

fire at bjp party office
BJP-র দলীয় কার্যালয়ে আগুন
author img

By

Published : Nov 29, 2019, 8:39 PM IST

হলদিয়া, 29 নভেম্বর : রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার । তিনটি আসনেই জয় লাভ করে শাসকদল তৃণমূল কংগ্রেস । তারপরই ভোররাতে হলদিয়ায় BJP-র দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বালার মোড় এলাকায় BJP-র হলদিয়ার 1 নম্বর নগর মণ্ডলের একটি দলীয় কার্যালয় । মাটির ঘর, তার উপর খড়ের ছাউনি দেওয়া । এলাকার BJP কর্মীরা সেই দলীয় কার্যালয়ে তাঁদের রাজনৈতিক কর্মসূচি চালাতেন । গতসন্ধ্যায়, BJP কর্মীরা সেখানে মিটিং সেরে রাতে কার্যালয়ে তালা লাগিয়ে নিজেদের বাড়ি ফিরে যান । এরপর আজ ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান BJP-র দলীয় কার্যালয়টিতে আগুন জ্বলছে । ঘটনা নজরে আসতেই BJP কর্মী ও স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে দলীয় কার্যালয়ের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে যায় । BJP-র পক্ষ থেকে দুর্গাচক থানায় দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জানায় BJP । ঘটনাস্থানে যায় পুলিশ ।

দেখুন ভিডিয়ো...

BJP-র হলদিয়ার ১ নম্বর নগর মণ্ডলের সভাপতি বিকাশ বারিক বলেন, ভোররাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কার্যালয়ের সামনে এসে দেখি দলীয় কার্যালয়টি আগুনে ভস্মীভূত হয়ে গেছে । ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে । এলাকায় BJP-র একটি মাত্র দলীয় কার্যালয় রয়েছে । কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে, সেই কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হলদিয়া পৌরসভার উপ-পৌরপ্রধান সুধাংশুশেখর মণ্ডল । তাঁর দাবি, BJP নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই পুড়েছে ওই কার্যালয়টি । তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় । অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্গাচক থানার OC বিপ্লব হালদার ।

হলদিয়া, 29 নভেম্বর : রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার । তিনটি আসনেই জয় লাভ করে শাসকদল তৃণমূল কংগ্রেস । তারপরই ভোররাতে হলদিয়ায় BJP-র দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বালার মোড় এলাকায় BJP-র হলদিয়ার 1 নম্বর নগর মণ্ডলের একটি দলীয় কার্যালয় । মাটির ঘর, তার উপর খড়ের ছাউনি দেওয়া । এলাকার BJP কর্মীরা সেই দলীয় কার্যালয়ে তাঁদের রাজনৈতিক কর্মসূচি চালাতেন । গতসন্ধ্যায়, BJP কর্মীরা সেখানে মিটিং সেরে রাতে কার্যালয়ে তালা লাগিয়ে নিজেদের বাড়ি ফিরে যান । এরপর আজ ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান BJP-র দলীয় কার্যালয়টিতে আগুন জ্বলছে । ঘটনা নজরে আসতেই BJP কর্মী ও স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে দলীয় কার্যালয়ের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে যায় । BJP-র পক্ষ থেকে দুর্গাচক থানায় দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জানায় BJP । ঘটনাস্থানে যায় পুলিশ ।

দেখুন ভিডিয়ো...

BJP-র হলদিয়ার ১ নম্বর নগর মণ্ডলের সভাপতি বিকাশ বারিক বলেন, ভোররাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কার্যালয়ের সামনে এসে দেখি দলীয় কার্যালয়টি আগুনে ভস্মীভূত হয়ে গেছে । ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে । এলাকায় BJP-র একটি মাত্র দলীয় কার্যালয় রয়েছে । কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে, সেই কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হলদিয়া পৌরসভার উপ-পৌরপ্রধান সুধাংশুশেখর মণ্ডল । তাঁর দাবি, BJP নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই পুড়েছে ওই কার্যালয়টি । তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় । অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্গাচক থানার OC বিপ্লব হালদার ।

Intro:হলদিয়া,২৯ নভেম্বর: গতকালই রাজ্যের তিনটি বিধানসভার উপ নির্বাচনের ফল প্রকাশিত হয়। তিনটি আসনই দখলে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর তারপরেই হলদিয়ায় আজ ভোররাতে আগুনে ভষ্মিভূত হল বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালার মোড় এলাকায় হলদিয়ার ১ নং নগর মন্ডলের একটি দলীয় কার্যালয় রয়েছে। খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরটিতে এলাকার বিজেপি কর্মীরা প্রতিনিয়ত তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতেন। গত কাল সন্ধ্যে নাগাদ দলীয় কর্মীরা সেখানে নিজেদের মধ্যে মিটিং সেরে রাতে অফিস লাগিয়ে নিজেদের বাড়ি ফিরে যান। এরপর এদিন ভোর নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান দলীয় কার্যালয়টিতে আগুন জ্বলছে। ঘটনা নজরে আসতেই এলাকার বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা তৎপরতার সাথে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দলীয় কার্যালয়ের কাঠামো সহ ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দুর্গাচক থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থানে গিয়ে তদন্ত শুরু করে।Conclusion:এ বিষয়ে হলদিয়ার ১নং নগর মন্ডলের সভাপতি বিকাশ বারিক অভিযোগ করে বলেন, ভোররাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কার্যালয়ের সামনে এসে দেখি পুরো বাড়িটাই প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে। এলাকায় বিজেপির একটি মাত্র দলীয় কার্যালয় রয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে।


যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হলদিয়া পৌরসভার উপ পৌরপ্রধান সুধাংশু শেখর মন্ডল। তার দাবি এলাকায় বিজেপি নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই পুড়েছে দলীয় কার্যালয়। তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.