ETV Bharat / state

কোরোনার উপসর্গ নিয়ে পাঁশকুড়ায় মৃত এক ব্যক্তি

author img

By

Published : May 6, 2020, 11:53 PM IST

আজ পাঁশকুড়ায় কোরোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির । তবে সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় এখনও ওই ব্যক্তির মৃত্যু ঠিক কী কারণে তা জানায়নি স্বাস্থ্য বিভাগ ।

পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর

চণ্ডীপুর, 6 মে : কোরোনার উপসর্গ নিয়ে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের কোরোনা হাসপাতালে মৃত্যু হল পাঁশকুড়ার এক ব্যক্তির । বছর 48-এর ওই ব্যক্তি পাঁশকুড়ার মেচোগ্রাম এলাকার বাসিন্দা । এদিন সকাল নাগাদ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করার কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয় তাঁর ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । আজ সকালে পরিবারের লোকেরা তাঁকে চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন । অবস্থা সংকটজনক হওয়ায় কিছুক্ষণ পরই তাঁকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই সোয়াবের নমুনা সংগ্রহের পর ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই বিকেল নাগাদ মৃত্যু হয় তাঁর । তবে, এখনও স্বাস্থ্য বিভাগের হাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এসে না পৌঁছানোয় ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা এখনও জানা যায়নি ।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "মৃত ওই ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি । রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।"

চণ্ডীপুর, 6 মে : কোরোনার উপসর্গ নিয়ে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের কোরোনা হাসপাতালে মৃত্যু হল পাঁশকুড়ার এক ব্যক্তির । বছর 48-এর ওই ব্যক্তি পাঁশকুড়ার মেচোগ্রাম এলাকার বাসিন্দা । এদিন সকাল নাগাদ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করার কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয় তাঁর ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । আজ সকালে পরিবারের লোকেরা তাঁকে চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন । অবস্থা সংকটজনক হওয়ায় কিছুক্ষণ পরই তাঁকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই সোয়াবের নমুনা সংগ্রহের পর ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই বিকেল নাগাদ মৃত্যু হয় তাঁর । তবে, এখনও স্বাস্থ্য বিভাগের হাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এসে না পৌঁছানোয় ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা এখনও জানা যায়নি ।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "মৃত ওই ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি । রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.