ETV Bharat / state

দিঘায় ঘোড় সওয়ারির জন্য পৃথক পার্ক তৈরির পরিকল্পনা প্রশাসনের - Digha Latest news

দিঘা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক স্বার্থে ঘোড়া সওয়ারি বন্ধ দেওয়ার ঘোষণা করা হয়েছিল ৷ পর্যটকদের কথা ভেবেও সিদ্ধান্তে বদল আনল জেলা প্রশাসন ৷ ঘোড়া সওয়ারির জন্​য পৃথক পার্ক তৈরির পরিকল্পনা প্রাথমিক পর্যায় রয়েছে ৷

Digha
author img

By

Published : Sep 17, 2019, 1:17 PM IST

দিঘা , 17 সেপ্টেম্বর : দিঘায় পর্যটকদের ঘোড় সওয়ারির জন্য পার্ক তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । ঘোড় সওয়ারির জেরে সমুদ্র সৈকত নোংরা হচ্ছিল বলে অভিযোগ দীর্ঘদিনের । তাই জেলা প্রশাসন সৈকতে এবং সৈকত সংলগ্ল রাস্তায় ঘোড় সওয়ারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে দুশ্চিন্তায় পড়েছে ঘোড় সওয়ারির ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলি । কিন্তু পরিবারগুলির রুজি-রুটি যাতে বন্ধ না হয়, সেজন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ করা হলেও পরবর্তীতে আলাদা পার্ক করে সেখানে তা চালু করা হবে ।

দিঘার সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল ঘোড় সওয়ারি ৷ দীর্ঘদিন ধরে সেখানে এই ব্যবসা চলছে । প্রায় 50টি পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত । পার্ক তৈরি না হওয়া পর্যন্ত সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এগ্জিকিউটিভ অফিসার সুজন দত্ত বলেন, "পর্যটকদের অন্যতম বিনোদন ঘোড় সওয়ারি । কিন্তু সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভেবে ঘোড় সওয়ারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে পর্যটকরা যাতে ঘোড় সওয়ারির আনন্দ থেকে বঞ্চিত না হন এবং এই পেশার সঙ্গে যুক্ত লোকজনের যাতে অসুবিধা না হয়, সেদিকটি আমরা ভেবেছি ৷ ঘোড় সওয়ারির জন্য আলাদ পার্কের কথা ভাবা হয়েছে । এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে উন্নয়ন পর্ষদের পরবর্তী বৈঠকে ।''

পর্ষদ সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, ঘোড় সওয়ারি বন্ধের পাশাপাশি সৈকত সংলগ্ন রাস্তা এবং ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । প্রশাসন জানিয়েছে, সৈকতের সৌন্দর্যায়নের জন্য সেখানে ঝুপড়ি করে যারা ব্যবসা করতেন, তাঁদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে । উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছে । প্রায় দুই হাজার হকার্স পুনর্বাসন স্টল দেওয়া হয়েছে । যাঁরা এখনও স্টল পাননি তাঁদের বিষয়টি দেখছে পর্ষদ । যাঁরা এখনও সৈকত সংলগ্ন রাস্তায় অস্থায়ী দোকান করে ব্যবসা করছেন, তাঁদের সরতে হবে 7 দিনের মধ্যে ।

দিঘা , 17 সেপ্টেম্বর : দিঘায় পর্যটকদের ঘোড় সওয়ারির জন্য পার্ক তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । ঘোড় সওয়ারির জেরে সমুদ্র সৈকত নোংরা হচ্ছিল বলে অভিযোগ দীর্ঘদিনের । তাই জেলা প্রশাসন সৈকতে এবং সৈকত সংলগ্ল রাস্তায় ঘোড় সওয়ারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে দুশ্চিন্তায় পড়েছে ঘোড় সওয়ারির ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলি । কিন্তু পরিবারগুলির রুজি-রুটি যাতে বন্ধ না হয়, সেজন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ করা হলেও পরবর্তীতে আলাদা পার্ক করে সেখানে তা চালু করা হবে ।

দিঘার সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল ঘোড় সওয়ারি ৷ দীর্ঘদিন ধরে সেখানে এই ব্যবসা চলছে । প্রায় 50টি পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত । পার্ক তৈরি না হওয়া পর্যন্ত সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এগ্জিকিউটিভ অফিসার সুজন দত্ত বলেন, "পর্যটকদের অন্যতম বিনোদন ঘোড় সওয়ারি । কিন্তু সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভেবে ঘোড় সওয়ারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে পর্যটকরা যাতে ঘোড় সওয়ারির আনন্দ থেকে বঞ্চিত না হন এবং এই পেশার সঙ্গে যুক্ত লোকজনের যাতে অসুবিধা না হয়, সেদিকটি আমরা ভেবেছি ৷ ঘোড় সওয়ারির জন্য আলাদ পার্কের কথা ভাবা হয়েছে । এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে উন্নয়ন পর্ষদের পরবর্তী বৈঠকে ।''

পর্ষদ সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, ঘোড় সওয়ারি বন্ধের পাশাপাশি সৈকত সংলগ্ন রাস্তা এবং ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । প্রশাসন জানিয়েছে, সৈকতের সৌন্দর্যায়নের জন্য সেখানে ঝুপড়ি করে যারা ব্যবসা করতেন, তাঁদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে । উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছে । প্রায় দুই হাজার হকার্স পুনর্বাসন স্টল দেওয়া হয়েছে । যাঁরা এখনও স্টল পাননি তাঁদের বিষয়টি দেখছে পর্ষদ । যাঁরা এখনও সৈকত সংলগ্ন রাস্তায় অস্থায়ী দোকান করে ব্যবসা করছেন, তাঁদের সরতে হবে 7 দিনের মধ্যে ।

Intro:দিঘা, ১৬ সেপ্টেম্বর:সৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক স্বার্থে ঘোড়া সরাতেই হবে জানিয়ে পৃথক ঘোড় সওয়ারি পার্কের কথা ভাবতে শুরু করল প্রশাসন।দিঘার পর্যটনের সঙ্গে ঘোড় সওয়ারির চেনা ছবিটা দশকের পর দশক জুড়ে পুরোনো। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের রঙে ঘোড়ায় বসে ছবি তোলা আজও বাঙালির বহমান সখ। ফুল, জরি ও কাপড় দিয়ে সাজানো দিঘা সমুদ্র সৈকতের ঘোড়ায় শিশু আর কিশোর কিশোরীদের দাপাদাপিটাই বা কম কিসের?কিন্তু সেই শখটাই যেন উবে যাচ্ছিল প্রশাসনিক ঘোষনায়।কিন্তু সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনায় বসেছে প্রশাসন। সৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক স্বার্থে ঘোড়া সরাতেই হবে জানিয়ে পৃথক ঘোড় সওয়ারি পার্কের কথা ভাবতে শুরু করল প্রশাসন।

Body:ঘোড় সওয়ারির জন্য মাঝেমধ্যে ঘোড়া নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছিল।পরিচ্ছন্নতাও বিঘ্নিত হচ্ছিল।যে জন্য কয়েকদিন আগেই পর্যটকদের নিরাপত্তা ও সৈকতের পরিচ্ছন্নতার কথা ভেবে দিঘার সৈকতে এবং সৈকত সরণির রাস্তার ওপর ঘোড় সওয়ারি নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন।বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যেই সৈকত থেকে তুলে নিতে হবে সমস্ত ঘোড়া।আর তাতেই মাথায় হাত পড়েছিল এই ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলির। কিন্তু সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনায় বসেছে প্রশাসন। প্রশাসনের কাছে বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছিলেন তাঁরা।বিষয়টিতে গুরুত্ব দিয়েছে প্রশাসনও।দিঘায় ঘোড় সওয়ারি পার্ক গড়ার ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।বিষয়টি আপাতত প্রাথমিকভাবনার জায়গায় রয়েছে বলে জানিয়েছেন পর্ষদ প্রশাসক সুজন দত্ত।তিনি জানিয়েছেন, "পর্যটন বিনোদনের অন্যতম ঘোড় সওয়ারি।কিন্তু সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভেবে ঘোড় সওয়ারিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে পর্যটকরা যাতে ঘোড় সওয়ারি থেকে বঞ্চিত না হন বা এই পেশার কাজের সঙ্গে যুক্ত মানুষজন যাতে অসুবিধার মধ্যে না পড়েন সে জন্য ঘোড় সওয়ারি পার্কের কথা ভাবা হচ্ছে।কোথায় তৈরি হবে ঘোড় পার্ক বা এ সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হবে উন্নয়ন পর্ষদের পরবর্তী বৈঠকে।''স্বভাবতই খুশির হাওয়া ঘোড় সওয়ারি বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ হতাশ পর্যটকদের মধ্যে।আশার আলো দেখছেন এই পেশার সঙ্গে যুক্ত প্রায় ৪০-৫০ টি পরিবারের মানুষ।ঘোড়া সওয়ারি পার্কের খবরে খুশি তাঁরা।পার্ক তৈরি না হওয়া পর্যন্ত সৈকতে ঘোড়া সওয়ারির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন প্রশাসনের কাছে জানিয়েছেন তাঁরা।


Conclusion:যদিও সৈকতের রাস্তা, ফুটপাথ দখল করে ব্যবসা করার বিরুদ্ধে কঠোরই থাকছে প্রশাসন। সৌন্দর্যায়নের জন্য সৈকতকে ঝুপড়িমুক্ত করে হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছে।প্রশাসনের দাবি দিঘায় এ পর্যন্ত প্রায় ২ হাজার হকার্স পুনর্বাসন স্টল দেওয়া হয়েছে।যাঁরা পাননি তাঁদের কুপন সংগ্ৰহ করছে উন্নয়ন পর্ষদ। এরপরেও সৈকতের ফুটপাথ-রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছেন একাংশ। তাদেরকে সরতেই হবে ৭দিনের মধ্যে ।পর্যটক ও পর্যটনের ক্ষতি করে যত্রতত্র দখলদারি নিয়ে ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন পর্ষদ সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।তিনি বলেন, নতুন করে যাঁরা সৈকতের যেখানে-সেখানে জায়গা দখল নিয়েছেন তাঁদের সরে যেতে বলা হয়েছে।তাদের দায়িত্ব প্রশাসন নেবে না।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.