দিঘা, 4 সেপ্টেম্বর: লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পর্যটক৷ বাইকের তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে লরিতে লাগল আগুন৷ ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার 116 B জাতীয় সড়কে, দিঘা কোস্টাল থানার ফতেপুর বাস স্ট্যান্ডের কাছে।
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দুই পর্যটক একটি মোটরবাইকে করে দিঘা থেকে কলকাতা ফিরছিলেন। দিঘা গেট পেরোনোর পর উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির । দুর্ঘটনার পর মোটরবাইকে থাকা দুই পর্যটক রাস্তার ছিটকে পড়েন । অন্যদিকে মোটরবাইকটি কোনওভাবে লরির নিচের একটি অংশের সঙ্গে আটকে যায়৷ লড়ি বাইকটিকে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যায়৷ এরপর বাইকের তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে ঘটে৷ তাতেই লরিতে আগুন লেগে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিঘা কোস্টাল থানার পুলিশ, আসে দমকলের একটি ইঞ্জিন৷ ভিড় করেন স্থানীয়রা। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা । দুই পর্যটককে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, দুজনেই মৃত৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক যুবকের নাম কৃতম দাস । ঘটনাস্থল থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তাঁর বাড়ির ঠিকানা সুকান্ত সরণি, কলকাতার 85 । আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।