কোলাঘাট, ৬ নভেম্বর : ভোররাতে জাতীয় সড়কে দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের । দুর্ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়া মোড়ের কাছে । মৃত্যু দুই যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশের অনুমান, মৃত দুই যুবকের বাড়ি বর্ধমানে । ঘাতক দুটি গাড়িকে বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ । মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
হলদিয়া মোড়ের কাছে অবস্থিত একটি পেট্রল পাম্প থেকে মেচেদার উদ্দেশে বেরিয়ে আসছিল একটি বালিবোঝাই ডাম্পার । অন্যদিকে ঠিক ওই সময়ে দেউলিয়ার দিক থেকে একটি ইনোভা গাড়ি মেচেদার দিকে দ্রুতগতিতে আসছিল । বালিবোঝাই ডাম্পারের সঙ্গে ওই ইনোভা গাড়ির সংঘর্ষ ঘটে । দুমড়ে-মুচড়ে যায় ইনোভা গাড়িটি । সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা দুই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন । এদিকে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থানে এসে ইনোভা গাড়ির মধ্যে পা বাঁধা অবস্থায় দুটি গোরুকে উদ্ধার করে । ওই দুটি গোরুরও মৃত্যু হয়েছে । পুলিশ ঘটনাস্থান থেকে ঘাতক ইনোভা গাড়ি ও লরিটিকে আটক করে নিয়ে যায় ।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ । কোলাঘাট থানার OC রাজকুমার দেবনাথ বলেন , "এখনও পর্যন্ত মৃত দুই যুবকের পরিচয় জানা যায়নি । মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে ।"