ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত কোলাঘাটের BDO, জেলায় আক্রান্ত ছাড়াল 5 হাজার - east medinipur corona

কোলাঘাটের BDO কোরোনায় আক্রান্ত ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5 হাজার 95 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 47 জনের ৷

corona update in east midnapore
পূর্ব মেদিনীপুরে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Aug 25, 2020, 5:38 PM IST

কোলাঘাট, 25 অগাস্ট : এবার কোরোনায় আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক । গতরাতে তাঁর কোভিডের র‍্যাপিড টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ।

জানা গেছে, কোরোনা উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিগত কয়েক মাস ধরে একদম প্রথম সারিতে নেমেই সাধারণ মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এসেছিলেন BDO মদন মণ্ডল । যে কারণে বহু মানুষের সংস্পর্শে আসতে হয় তাঁকে । এরপর গত 3 দিন ধরে তাঁর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, সেইসঙ্গে সর্দিও হয় ।

তাঁর শরীরে কোরোনা উপসর্গ মেলায় র‍্যপিড টেস্ট করা হয় ৷ সঙ্গে তাঁর পরিবারের সকল সদস্যদেরও র‍্যপিড টেস্ট করা হয় । BDO-র সেই টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও তাঁর পরিবারের সকল সদস্যের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর জেলার 134 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 95 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 47 জনের । বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 1 হাজার 440 জন । রোগমুক্ত হয়ে বাড়ি ফিরেছে 3608 জন । উপসর্গযুক্ত আক্রান্তদের পাঁশকুড়া কোভিড হাসপাতালে ভরতি করা হচ্ছে ৷ বাকিদের সেফহোম ও হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷

এই বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, "কোলাঘাট ব্লকের BDO কোরোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ব্যবহৃত অফিসঘর বন্ধ করে দেওয়া হয়েছে । বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং ভাল রয়েছেন । গোটা অফিস চত্বরে স্যানিটাইজ়িং করার কাজ চলছে । অফিসের সমস্ত বিভাগের কাজ স্বাভাবিক চলবে ।''

কোলাঘাট, 25 অগাস্ট : এবার কোরোনায় আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক । গতরাতে তাঁর কোভিডের র‍্যাপিড টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ।

জানা গেছে, কোরোনা উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিগত কয়েক মাস ধরে একদম প্রথম সারিতে নেমেই সাধারণ মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এসেছিলেন BDO মদন মণ্ডল । যে কারণে বহু মানুষের সংস্পর্শে আসতে হয় তাঁকে । এরপর গত 3 দিন ধরে তাঁর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, সেইসঙ্গে সর্দিও হয় ।

তাঁর শরীরে কোরোনা উপসর্গ মেলায় র‍্যপিড টেস্ট করা হয় ৷ সঙ্গে তাঁর পরিবারের সকল সদস্যদেরও র‍্যপিড টেস্ট করা হয় । BDO-র সেই টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও তাঁর পরিবারের সকল সদস্যের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর জেলার 134 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 95 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 47 জনের । বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 1 হাজার 440 জন । রোগমুক্ত হয়ে বাড়ি ফিরেছে 3608 জন । উপসর্গযুক্ত আক্রান্তদের পাঁশকুড়া কোভিড হাসপাতালে ভরতি করা হচ্ছে ৷ বাকিদের সেফহোম ও হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷

এই বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, "কোলাঘাট ব্লকের BDO কোরোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ব্যবহৃত অফিসঘর বন্ধ করে দেওয়া হয়েছে । বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং ভাল রয়েছেন । গোটা অফিস চত্বরে স্যানিটাইজ়িং করার কাজ চলছে । অফিসের সমস্ত বিভাগের কাজ স্বাভাবিক চলবে ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.